কয়েক মুহূর্তে অশেষ পূণ্য অর্জনের বিরাট সুযোগ!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৮ জুন, ২০১৪, ১০:৫৫:২৬ রাত
প্রতি মুহূর্তে কত শত সহজ পূণ্যের কাজ অবহেলায় আমরা নষ্ট করছি তা কি একবারও ভেবে দেখেছি?
এই যে রাজপথে চলার সময় আমি-আপনি চাইলেই কিন্তু অপর একজনকে অগ্রাধিকার দিতে পারি।
গাড়ির ড্রাইভিং সিটে যখন আপনি, আপনার সামনে যখন আরেকটি গাড়ি চলে যেতে মরিয়া তখন দিন না তাকে ছেড়ে। তাকে একটু অগ্রাধিকার দিলে কি মহা ক্ষতি হয়ে যাবে?
অনেক সময় সামান্য কয়েক মুহূর্ত বাঁচাতে পাল্লা দিতে গিয়ে পরিশেষে নিজের ও অপরের প্রাণটিও চলে যায় চলতি সড়কে। এমন নজীরের কি কোনো অভাব আছে?
অথবা আপনার সামনে দিয়ে যখন একজন পথি রাস্তা পার হতে চাচ্ছে তখন আপনি থেমে গিয়ে তাকে একটু আগে যেতে দিলে কি মহা অন্যায় হয়ে যাবে?
প্রায় সময়ই রাস্তা পার হতে গিয়ে দেখি অন্য সময় যে সকল লোকাল বা সিটিং বাস সারা পথ থেমে থেমে যাত্রী তুলে তারা তার সামনের পথযাত্রীকে রাস্তা পার হবার সুযোগ দেয়ার উদ্দেশ্যে সামান্য কয়েক সেকেন্ডও অপেক্ষা করতে রাজি নয়!
অনেক সময় যাত্রীদেরও একটু ধীরে সুস্থ্যে চলাটা বিরাট বড় বিপদ হতে বাচার উপলক্ষ্য হয়ে যায়।
এ সকল ক্ষেত্রে অন্যকে সামান্য অগ্রাধিকার প্রদানের মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট দুনিয়ার পাশাপাশি পরকালীন কত সওয়াব ও সাফল্য যে নিয়ে আসতে পারে, আমাদের ধারণায়ও হয়তো তা আসে না
আমরা প্রত্যেকে যদি জীবনের সকল ক্ষেত্রে একে অপরকে সামান্য থেকে সামান্য বিষয়ে অগ্রাধিকার দেয়া শুরু করি যাতে আমাদের বিশাল কোনো ক্ষতি হবে না কিন্তু এর ফলে দেখা যাবে সামগ্রীকভাবে দুনিয়া ও আখেরাতে আমরা সকলেই অনেক উপকৃত হবো।
মহান আল্লাহ আমাদের সকলকে বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করার তাওফীক দিন। আমীন।
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন