মাঠার নামে কি খাচ্ছি আমরা ?

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৮ জুন, ২০১৪, ১০:১১:৪০ সকাল



প্রচন্ড তাপ আর ভ্যাপসা গরমের এই সময়ে ঢাকার তপ্ত রাজপথ ধরে চলতে গেলে সামান্য সময়েই অবস্থা কাহিল। যাদের অবশ্য এসি গাড়ি আছে তাদের অবস্থা ভিন্ন। কিন্তু আমাদের মতো আম পাবলিকে এই গরমে ঢাকার এক মাথা থেকে আরেক মাথায় যাবার দরকার হলেই কাম সেরেছে!

প্রচন্ড এই গরমে চলতি পথে অনেক সময়ই আমরা রাস্তায় ভ্রাম্যমান হকার কিংবা ফুটপাতের দোকান হতে ঠান্ডা পানীয় গ্রহণ করতে বাধ্য হই। আগে রাস্তার পাশে ভ্রাম্যমান গাড়ীতে বিক্রিকরা লেবুর শরবত খুব প্রিয় ছিলো। কিন্তু সেদিন একটি ভিডিও ক্লিপ এ ড্রেনের পানি দিয়ে লেবুর শরবত বানানোর ভয়ংকর সেই দৃশ্য দেখার পর গরমে জান বেরিয়ে গেলেও ওই শরবত পান করতে মন চায় না!

সেদিন গরমের তীব্রতায় বাধ্য হয়ে ৫০০ গ্রাম মাঠা কিনলাম। ঠান্ডাও পুরো হয় নি, হালকা ঠান্ডা। বোতলের গায়ে লেখা বিচিত্র এক নাম। ষ্টার রাজধানী মাঠা। দাম নিলো ৪০ টাকা। সেই হেসেবে কেজি হয় ৮০ টাকা। অথচ বর্তমানে ১ কেজি দুধই পাওয়া যায় ৬৫-৭০ টাকায়।

ভেজাল খাবারের ক্ষেত্রে আমার একটি অভিজ্ঞতা হলো যে কোনো কোম্পানীর নামের আগে আসল, ষ্টার, প্রথম ইত্যাদি যাই হোক না কেন তা আসলে নকল।

যাক তারপরও গরম বলে কথা!

কিন্তু হায়। বোতল খুলে খানিকটা মুখে দিতেই বোঝা গেলো ষ্টারও যে মাঝে মাঝে নকল হয়! খানিকটা গলাধকরণ করতেই বোঝা নামে দূধ+লবন+আর মিনারেল ওয়াটারের সাথে আরো কিছু দেয়া হয়েছে এতে। বিস্বাদময় পানীয়টাও পরিচিত পরিচিত মনে হলো। কেমন যেনো ছোটকালে ভাত রান্নার পর গরম গরম ভাতের মাড় লবন দিয়ে খেলে যেমন মনে হতো! তবে সেটাও এর চাইত বহু গুন টেষ্টি ছিলো!

কিন্তু আজ আমরা দূধের চাইতেও অধিক দাম দিয়ে কিনে মাঠার নামে এ কোন আজব পদার্থ পান করছি!

এই অদ্ভুত অতি মুনাফালোভী কোম্পানী ও তদের মালিকপক্ষকে মহান আল্লাহ হিদায়াত দিন। তারা মানুষের অর্থও নিচ্ছে কিন্তু বিনিময়ে নূন্যতম নৈতিকতারও ধারে কাছে যাচ্ছে না। দুনিয়ার এই সামান্য লোভে তারা কিভাবে পরকালকে ধ্বংস করছে!

এভাবে খাদ্যে ভেজাল না দিয়ে সামান্য লাভ কম করলে কি ক্ষতি হতো?

বিনিময়ে তো পরকালের জান্নাতের গ্যারান্টি ও নবী-সিদ্দিকী-শহীদদের সাথে আসন নিশ্চিত হয়ে যেতো।

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিন। আমীন।

বিষয়: বিবিধ

১৫০৫ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232196
০৮ জুন ২০১৪ সকাল ১০:২১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সবকিছুতেই আজ ভেজাল। খাবারে ভেজালটা সবচেয়ে আতঙ্কের বিষয়। জীবনধারণের পণ্য হয়ে দাঁড়িয়েছে জীবননাশের কারণ।
০৮ জুন ২০১৪ সকাল ১০:২৩
178907
মাই নেম ইজ খান লিখেছেন : খাবারে বীষ মেশানো ও ভেজাল দেয়া মারাত্মক কবীরা গুনাহ।

আল্লাহ আমাদের ব্যবসায়ীদেরকে এই নূন্যতম বোধটি দান করুন। আমীন।
০৮ জুন ২০১৪ সকাল ১০:৩০
178912
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমিন।Praying Praying
232201
০৮ জুন ২০১৪ সকাল ১০:৫২
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : এই অদ্ভুত অতি মুনাফালোভী কোম্পানী ও তদের মালিকপক্ষকে মহান আল্লাহ হিদায়াত দিন।

কে কাকে হেদায়েত দিবে? সবাই তো আপনার মতই আল্যার হেদায়েত প্রাপ্ত।
০৮ জুন ২০১৪ সকাল ১১:৫১
178931
মাই নেম ইজ খান লিখেছেন : একশ বত্রিশ নং নিকে স্বাগতম!

আল্লাহ আপনারেও হেদায়াতে দিন।
232203
০৮ জুন ২০১৪ সকাল ১১:০৮
চোরাবালি লিখেছেন : আমার একজন পরিচিত ব্যক্তি ছির যিনি মাঠা ব্যবসা করতেন তিন দেখতাম কি এক ক্যামিকেল দিয়ে তৈরী করতেন। যদিও আমি কোন দিন এই বস্তুটি গিলে দেখি নাই।
০৮ জুন ২০১৪ সকাল ১১:৪০
178924
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আপনারে বাচাইছে!
232212
০৮ জুন ২০১৪ সকাল ১১:২৫
ছিঁচকে চোর লিখেছেন : এসব ফালতু জিনিস খাই না।
০৮ জুন ২০১৪ সকাল ১১:৪৩
178925
মাই নেম ইজ খান লিখেছেন : আপনি খুব ভালো মানুষ!
232216
০৮ জুন ২০১৪ সকাল ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই প্রচন্ড গরমে কিছুক্ষন পরপরই পানি পান করতে দরকার হয়। অর্থের কারনে সবাই বাধ্য হই এই ধরনের শরবত পান করতে। তাছাড়া আমাদের দেশে ঘাম বেশি হয় যে কারনে শুধু পানি খাওয়ার চাইতে অল্প চিনি বা লবন দেয়া এই ধরনের পানিয় একটু শক্তি দেয়। কিন্তু মান নিয়ন্ত্রনের ব্যবস্থা না থাকায় এগুলি থেকেই বড়বড় রোগের সৃষ্টি হচ্ছে।
০৮ জুন ২০১৪ সকাল ১১:৫১
178930
মাই নেম ইজ খান লিখেছেন : একেবারে আমার মনের কথা বলেছেন।

কিন্তু আমরা যখন এমন নিরুপায় হই তখনই ব্যবসার নামে কিছু দুষ্টলোক এমন হারামে লিপ্ত হয়!
আফসোস!
232241
০৮ জুন ২০১৪ দুপুর ১২:৩৮
প্রবাসী আশরাফ লিখেছেন : আল্লাহ আমাদের ব্যবসায়ীদেরকে এই নূন্যতম বোধটি দান করুন - আমীন
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৩১
179003
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন। Praying Praying
232288
০৮ জুন ২০১৪ দুপুর ০১:৪৪
দ্য স্লেভ লিখেছেন : তারা মানুষের অর্থও নিচ্ছে কিন্তু বিনিময়ে নূন্যতম নৈতিকতারও ধারে কাছে যাচ্ছে না। দুনিয়ার এই সামান্য লোভে তারা কিভাবে পরকালকে ধ্বংস করছে!
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৩১
179004
মাই নেম ইজ খান লিখেছেন : আফসোস! তাদের জন্য শত আফসোস!!
০৮ জুন ২০১৪ রাত ১১:১৫
179250
দ্য স্লেভ লিখেছেন : ভাই নতুন সিরিজ লিখছি একটু চেক করেন প্লিজ
০৯ জুন ২০১৪ রাত ০৪:২২
179322
মাই নেম ইজ খান লিখেছেন : দাওয়াত কবূল। ইনশাআল্লাহ শীঘ্রই আসবো...
232290
০৮ জুন ২০১৪ দুপুর ০১:৫০
egypt12 লিখেছেন : আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিন। আমীন। Praying
232414
০৮ জুন ২০১৪ বিকাল ০৫:২৪
ইবনে আহমাদ লিখেছেন : সব ব্যবসায়ী যদি রাসূলের হাদীসটি অনুসরণ করতো তাহলে ভেজাল খ্যাদ্য আমার দেশে পাওয়া যেতনা। দোয়া করা ছাড়া উপায় নেই। আপনার সাথে একমত।
০৮ জুন ২০১৪ বিকাল ০৫:৪০
179130
মাই নেম ইজ খান লিখেছেন : সহমতের জন্য ধন্যবাদ।
১০
232507
০৮ জুন ২০১৪ রাত ০৮:১১
পুস্পিতা লিখেছেন : পরকালের ভয় ছাড়া মানুষ এই ধরনের অপকর্ম থেকে কখনোই মুক্ত থাকবে না। কিন্তু এখন ধর্মনিরপেক্ষতার নামে আল্লাহকে যে ভয় করতে হয় তা তুলে দেয়া হচ্ছে। সবকিছুই এখন দুনিয়াময়!
১১
232512
০৮ জুন ২০১৪ রাত ০৮:১৮
আওণ রাহ'বার লিখেছেন : আমি এখন ডাব পান করি চান্স পেলেই কিন্তু কখন যে গুম (ঘুম ) হয়ে যাই আল্লাহ জানে।
ডাব দিয়ে অচেতন করে ফেলে ।
মাঠা বাদ দিয়েছি অনেক আগে এটাতে টিস্যু মিক্সড করে ঘন করে।
আমি আখের রস পান করি হঠাৎ Sad Crying
ধন্যবাদ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File