শুহাদায়ে শাপলা
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৭ মে, ২০১৪, ০৩:৩২:১০ দুপুর
গতকাল সকালে গিয়েছিলাম মতিঝলের শাপলা চত্ত্বরে। বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম শাপলার চারপাশ।
অবচেতন মনে নাকে এসে লাগছিলো শহীদের রক্তের সুবাস। মনে হচ্ছিলো এইতো কিছুক্ষণ আগেই এখানে ঝড়েছে মহান আল্লাহর একান্ত প্রিয় কিছু বান্দার বুকের তাজা খুন।
এই তো রক্তাক্ত, আহত ভাইদের নিয়ে যাচ্ছে কেউ। আহত ভাইদের শরীর থেকে রক্ত ঝরছে অঝোর ধারায়। স্মৃতি পটে ভেসে উঠল বিগত বছরের ৫ মের সেই পরিচিত দৃশ্য -'আল্লাহু আকবার' তাকবীর দিয়ে সবাই তাদেরকে হাসপাতালে নেয়ার জন্য রাস্তা করে দিচ্ছে।
দৈনিক বাংলা অতিক্রম করার সময় মনে হচ্ছিলো এই তো ছুটছে বুলেট, সাউন্ড গ্রেনেড আর দেড়লক্ষ গোলা-বারুদ। বারুদের সেই ঝাঁঝালো গন্ধ যেনো এখনও নাকে এসে লাগছে।
ইসলামের জন্য, প্রিয়নবীর ভালোবাসায় এদেশের কওমী উলামায়ে কিরাম, তালাবায়ে ইজাম ও দীন দরদী আপামর মুসলিম তৌহিদী জনতা যুগে যুগে যখনই প্রয়োজন হয়েছে উঠে দাঁড়িয়েছে। নিজেদের সর্বস্ব দিয়ে হলেও বাতিলকে পরাজিত করেছে।
শাপলা চত্ত্বরের শহীদদের ত্যাগ ও কুরবানী কিয়ামত পর্যন্ত এই জাতি এবং সারা বিশ্ব স্মরণ রাখবে।
শাপলা চত্ত্বরে শহীদ হওয়া অগণিত আল্লাহ প্রেমিকদের অন্তত: ৩৮ জনের ছবি আছে এখানে। ইন্টারনেট ঘাটলে আরো অনেক ছবি পাওয়া যাবে।
৭১ ও ৭৫ সালে সংগঠিত হত্যাকান্ডের বিচার যদি ৩৫-৪০ বছর পরে হতে পারে তাহলে ২০১৩ সালের ৫-৬ মে'র গণহত্যার বিচার কি একদিন হবে না?
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলামপন্থীদের মধ্যকার দূরত্ব কমাতে আমাদের সবার কাজ করা দরকার। যে যেই দল করে করুক কিন্তু ইসলামের ব্যাপারে জাতীয় বৃহত্তর ঐক্য চাই।
এজন্য সবার এগিয়ে আসা আজ সময়ের দাবী।
কয়জনের ছবি দিতে পারবেন?
হেফাজতে ইসলাম যাই করুক শহিদ দের রক্তের বিনিময় আল্লাহতায়লা দেবেন।
৭১ ও ৭৫ সালে সংগঠিত হত্যাকান্ডের বিচার যদি ৩৫-৪০ বছর পরে হতে পারে তাহলে ২০১৩ সালের ৫-৬ মে'র গণহত্যার বিচার কি একদিন হবে না? অবশ্যই হবে,ইনশাআল্লাহ্।
মন্তব্য করতে লগইন করুন