৫ জনের একবেলা লাঞ্চে ২০-২৫ হাজার খরচ ও চার-ছক্কা গোল্লায় যাওয়া

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০২ এপ্রিল, ২০১৪, ১১:৫৮:৫০ রাত





''জন্মের পর থেকে আমরা খাই সবজি খিচুড়ি...নরম করে রান্না করা। এই তো আমাদের খাওয়া, তাই না! আর ওরা ছোটবেলা থেকে অরেঞ্জ জুস খায়। আমাদের হয়তো পাঁচ-দশ ভাগ শিশু এই খাওয়াটা পায়। আমাদের তো ওই সামর্থ্যটা নেই। আর খাওয়াবেন কী, তা-ও তো ভেজাল। আপনি অরেঞ্জ জুস খাওয়াবেন? ফরমালিনে ভরা। বাংলাদেশে নাকি তিনটা ফলে সবচেয়ে বেশি ফরমালিন। কমলা, আপেল আর মাল্টা। যে তিনটা ফল বেশি খাওয়া উচিত, সেগুলোই বাংলাদেশে খাওয়া যায় না।''

''আর আয়ের কথা যে বললেন, জাতীয় দলের একটা ক্রিকেটারকে যে মান মেনে চলতে হয়...বললে হয়তো খারাপ শোনা যাবে, আমার বেতন কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় আমি জানি না। একটা ভালো রেস্টুরেন্টে যান, পাঁচ-ছয়জন লাঞ্চ করেন, ডিনার করেন, আপনার ২০-২৫ হাজার টাকা শেষ।''

-একই ব্যক্তির একই সাক্ষাতকারে দুই রকম কথা। একবার বললেন, ছোটকালে সব্জি খিচুড়ী খাওয়ায় সমস্যা আবার পরে বলছেন ২০-২৫ হাজার টাকায় নাকি তাদের ৫-৬ জনের একবেলার লাঞ্চও হয় না।

হায়রে সাকিববে

তোমাদের এক বেলা লাঞ্চের টাকা এই দেশের কতটি পরিবারের কতদিনের জীবন ধারণের জন্য যথেষ্ট হতো তুমি কি একবারও ভেবে দেখেছো?

আজকে কয়েক ভাইয়ের কথা বলছিলাম। কথা প্রসঙ্গে উঠে আসলো ফ্ল্যাশমব ও ক্রিকেটকে নিয়ে আমাদের দেশের অতি উত্তেজনার বিভিণ্ন বিষয়।

সব শেষে সকলে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলাম। কারণ বাংলাদেশ ক্রিকেট টীম যদি দু' একটি খেলাতেও জিততে পারতো তাহলে রাস্তা-ঘাতে নারী-পুরুষের ঢলা-ঢলি শয়তান গুলো আরো বাড়িয়ে দিতে পারতো। তারা একটি খেলায়ও জিততে না পারার কারণে ফ্ল্যাশমবের উদ্যোক্তাদের জাহেলি চিন্তা আপাতত: মাঠে মারা গেলো। একেবারে গোল্লায় গেছে।

ومكرو ومكر الله والله خير الماكرين...

তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী...

এ বিষয়ে আমার আগের লেখা: চার-ছক্কা হই হই, লজ্জা-শরম গেলো কই?

http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=602

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201917
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুবই অদ্বুত চিন্তা ধারা!
অরেঞ্জ জুস খেলে শক্তি হয় না শব্জি খিছুড়ি খেলে সেটা ডাক্তার রাই ভাল বলতে পারবেন। আজকাল আবার টিভি এড দেখে অনেক মা ই ভাবেন হরলিকস না খেলে বাচ্চারা বড় হয়না!!!
যদিও স্রেফ দুধ আর চা খেয়ে যথেষ্ট বড় হয়েছি বরে মনে হয়।
২৫ হাজার টাকায় ৬ জন খান!!!
ওই দিয়া ভাই ৫০০ জনের জন্য একবেলা উন্নত ক্যালরি যুক্ত খাওয়ার ব্যবস্থা করা যায়। এই বিশাল খরচ এর তুলনায় পারফর্মেন্স টা তো মনে হয় শুন্য।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৩
151478
মাই নেম ইজ খান লিখেছেন : আগে যখন তারা ভালো পারফরম্যান্স করতো তখন তারা কি খেতো?
জানতে মুন চায় Waiting Waiting
201932
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:৩০
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫২
151568
মাই নেম ইজ খান লিখেছেন : ধন্যবাদ।
201943
০৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৭
হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫২
151569
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
201944
০৩ এপ্রিল ২০১৪ রাত ০২:১১
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫২
151570
মাই নেম ইজ খান লিখেছেন : অপ্রাসঙ্গিক মন্তব্য এবং একই ছবি বিভিন্ন লেখায় পেষ্ট করা অপছন্দনীয়।
201961
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৩:২৯
শেখের পোলা লিখেছেন : "এক প্রহরের লীলায় তোমার,
যে কটি কূটীর হল ছারখার,
যত দিনে পার সে কটি আবার,
গড়েদিতে হবে তোমারে৷"

এমন আইন চাই৷
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৩
151572
মাই নেম ইজ খান লিখেছেন : সহমত।
201970
০৩ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৫
ঈগল লিখেছেন : সব কিছুতেই ব্যবসা। নির্লজ্জের মতই বলছি' বাংলাদেশ টিম হেরেছে এতে আমি সস্তি পেয়েছি। কারণও স্পষ্ট, গুরুত্তপূর্ণ ম্যাচ জিতলে বাংদেশের অতি মডারেট তরুণদের মাথা ঠিক থাকে না, তার উপর ভেন্যু বাংলাদেশ।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৩
151573
মাই নেম ইজ খান লিখেছেন : সঠিক কথা।

আন্তরিক ধন্যবাদ।
202009
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৩
দ্য স্লেভ লিখেছেন : এই জন্যে এদের জয় হলে আমার মেজাজ খারাপ হয়। বদের সংখ্যা বাড়ছে......উইকেট ঢুকিয়ে দেওয়া দরকার...শয়তানের দল !!
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
151627
মাই নেম ইজ খান লিখেছেন : হা হা হা

আসলেই বদের দল।Happy>- Happy>-
202095
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :

ভাই , আপনার চিন্তাশীল লেখা পড়ে, ভেবেছিলাম ১ ছবিতে আপনি সব বুঝতে পারবেন,
কিন্তু আপনি আমার ছবি দেখে তোঁ কিছুই বুঝলেন না , আবার বিরক্ত হয়ে বলছেন, অপ্রাসঙ্গিক,

তাই বুঝিয়ে বলছি, আপনার এই পোস্ট বর্তমান সময়ে পড়ে যে কেউ সহজে বুঝতে পারবে – আপনার মনের ব্যাথার যে কারন, তার পিছনে আছে জঙ্গিবাদী—আওয়ামীলীগের অপতৎপরতা,

শুধু সমস্যার কথা বললে হবে না ,
সাথে সমাধানের কথাও বলতে হবে,

তাই আমি ১ই সাথে
সমস্যা=জঙ্গিবাদী—আওয়ামীলীগ এবং
সমাধান = জঙ্গিবাদী—আওয়ামীলীগের রাজনীতি বন্ধ
করার কথা বললাম,
অর্থাৎ ১ ঢিলে ২ পাখি,

আপনি বলেছেন, = “একই ছবি বিভিন্ন লেখায় পেষ্ট করা অপছন্দনীয়
উত্তর = ভাই এটা কোন সাধারণ ছবি না , এটা লাক্স সাবানের এড (add.) এর মত ,
জঙ্গিবাদী—আওয়ামীলীগের বিরুদ্ধে ছবি—জিহাদ,
207714
১৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
ভাই , আপনার চিন্তাশীল লেখা পড়ে, ভেবেছিলাম ১ ছবিতে আপনি সব বুঝতে পারবেন,
কিন্তু আপনি আমার ছবি দেখে তোঁ কিছুই বুঝলেন না , আবার বিরক্ত হয়ে বলছেন, অপ্রাসঙ্গিক,

তাই বুঝিয়ে বলছি, আপনার এই পোস্ট বর্তমান সময়ে পড়ে যে কেউ সহজে বুঝতে পারবে – আপনার মনের ব্যাথার যে কারন, তার পিছনে আছে জঙ্গিবাদী—আওয়ামীলীগের অপতৎপরতা,

শুধু সমস্যার কথা বললে হবে না ,
সাথে সমাধানের কথাও বলতে হবে,

তাই আমি ১ই সাথে
সমস্যা=জঙ্গিবাদী—আওয়ামীলীগ এবং
সমাধান = জঙ্গিবাদী—আওয়ামীলীগের রাজনীতি বন্ধ করার কথা বললাম,
অর্থাৎ ১ ঢিলে ২ পাখি,

আপনি বলেছেন, = “একই ছবি বিভিন্ন লেখায় পেষ্ট করা অপছন্দনীয়”
উত্তর = ভাই এটা কোন সাধারণ ছবি না , এটা লাক্স সাবানের এড (add.) এর মত ,
জঙ্গিবাদী—আওয়ামীলীগের বিরুদ্ধে ছবি—জিহাদ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File