অনেক দিন পর আবারও দেখা হলো প্রিয় ব্লগারদের সাথে...
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৭ মার্চ, ২০১৪, ০৯:২৯:১২ রাত
আজকের ব্লগ আড্ডায় অংশগ্রহণকারী প্রিয় ব্লগারদের কয়েকজন
স্বপ্ন দেখতে ও নিজেদের সুন্দর সুন্দর স্বপ্নগুলো বাস্তবে প্রতিষ্ঠিত করতে চায় প্রানোচ্ছল তারুণ্য। তথ্য প্রযুক্তির এই যুগে আধূনিক প্রযুক্তির কল্যাণে যুব-তরুণদের মনের ভেতরকার সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করা আজ অন্য অনেক সময়ের চাইতে অনেক সহজ।
ইন্টারনেট-ব্লগের মাধ্যমে যেমন অপসংস্কৃতি আর নীতিহীনতার বাঁধভাঙ্গা জোয়ারে উড়াল দেয়া যায়, একইভাবে এই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই আবার ন্যয় ও আদর্শের পথে, সত্যের পক্ষে ও মানবতার কল্যাণে খুব সহজেই করে ফেলা যায় অনেক অসম্ভব ও কঠিন কাজও।
এই চিন্তা ও আগ্রহ থেকেই মূলত: অনলাইনে লেখা-লেখি ও অনলাইনের বিভিন্ন লেখক, ব্লগারদের লেখা পড়া ও মন্তব্য করা। এরই সূত্র ধরে বিগত ৪ বছরাধিক সময়ে ধীরে ধীরে মনের অজান্তেই কেমন যেনো পরিচয় হয়ে গেলো অনেকের সাথে। একটা পর্যায়ে অনলাইন থেকে সরাসরি সাক্ষাতও হলো কয়েকজনের সাথে। সেই পরিক্রমায় অনলাইনের ব্লগারদের কয়েকজনকে এক সাথে কোথাও পাওয়া যাবে জানলে আর যাই হোক সেই আড্ডাটা মিস করতে চাই না কখনো। কারণ এই আড্ডা তো যেনো তেনো আড্ডা নয়, এটি একঝাঁক স্বপ্নবাজদের আড্ডা, একদল উচ্ছল প্রাণবন্ত নবীনের আড্ডা। যাদের প্রত্যেকে নিজেদের বুকে সযতনে লালন করে চলেছেন অনেক স্বপ্ন। মানবতার কল্যাণে নিজদেরকে নিবেদিত করার আকাঙ্খা। দেশ ও জাতিকে কিছু উপহার দেয়ার আন্তরিক সদিচ্ছা।
গত কয়েকদিন আগে ব্লগার ওহিদভাই সুখবর শুনিয়েছিলেন শীঘ্রই বেশ কিছু প্রিয় ব্লগারদের সাথে সাক্ষাত হওয়ার। আজ তাই বাস্তবে প্রতিফলিত হলো। এক সাথে ওহিদুল ইসলাম, সরোজ মেহেদী, ব্লগার আবূ আশফাক, অজানা পথিক, হাসনাইন ইকবাল, নেহায়েৎ, ইকবাল হোসাইন ইকু, বাংলার দামাল সন্তান, সাইফ মাহদী, শরফুদ্দীন আহমদ লিংকন প্রমুখদের সাথে হয়ে গেলো জম্পেশ আড্ডা। মাঝখানে আমাদের চাটিগা থেকে বাহার ভাইয়ের সাথেও কথা হলো ফোনে।
দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পরবর্তী এই মজার আড্ডার সময়টি যে কিভাবে চলে গেলো, তা বোঝাই গেলো না। এর মাঝে আমাদের সমাজ, দেশ ও জাতি নিয়ে কতো কথাই যে আলোচনায় আসলো। কত স্বপ্ন আর পরিকল্পনাই যে তার কলিটি মেলে ধরলো, তার যেনো শেষ নেই। অবশ্য এর মধ্যে সিবিএফ এর একটি কমিটিও ঘোষিত হলো। এই মাসের শেষ শুক্রবার অর্থাৎ আগামী ২৮ মার্চ ধূমপান মুক্ত সমাজ উপহার দেয়ার লক্ষ্যে রাজধানী ঢাকায় 'ধূমপান ছেড়ে দিন, ফুলের সুবাস নিন' শীর্ষক একটি ক্যাম্পেইনও সর্বসম্মতিক্রমে গৃহিত হলো। পরিস্কার পরিচ্ছন্নতা, গাছ লাগানো, সরকারের কাছে পাবলিক টয়লেট জনগণের জন্য ফ্রি করে দেয়ার ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো, নদী ও প্রকৃতির সুরক্ষা ইত্যাদি সামাজিক অনেক উদ্যোগ কাজের কথা আলোচনায় আসে। তবে আপাতত: ধূমপানের বিপক্ষে জনসচেতনা সৃষ্টির বিষয়টিতেই বেশি গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আগামী ২৮ তারিখ অনলাইনের ব্লগারগণ সম্মিলিতিভাবে মানুষের মাঝে ফুল বিতরণ করবেন এবং জনগণকে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ জানাবেন।
অবশেষে এক দীর্ঘ জম্পেশ আড্ডা শেষে আবারও বিদায় নিতে হলো সকলের কাছ থেকে। ইনশাআল্লাহ সামনে হয়তো আরো অনেকের সাথে দেখা হবে।
ধূমপান মুক্ত, পরিবেশ দূষণ মুক্ত সুস্থ্য সুন্দর একটি সমাজ ও দেশ গড়ে তোলার লক্ষ্যে মহান আল্লাহ আমাদের সকলকে এগিয়ে আসার ও ব্যাপক গণসচেতনা সৃষ্টির তাওফীক দিন। মহান আল্লাহ আমাদের যুব-তরুণ প্রজন্মকে আধূনিক প্রযুক্তির ক্ষতিকর ব্যবহার থেকে মুক্ত হয়ে দেশ ও জাতির স্বপ্ন পূরণে যোগ্য ও আদর্শ সন্তান হিসেবে দেশ ও জাতির কল্যাণে ব্যাপক ভূমিকা তাওফীক দিন, আমীন।
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাদের জন্য রইলো শুভ কামনা
আপনারা আছেন আমাদের হৃদয়ের মাঝে...
চট্টগ্রামে আমাদের বাহার ভাই এই রকম আড্ডার আয়োজন প্রায় করেন যদিও আমি উপস্থিত থাকতে পারি না । আগামীতেও এই জাতীয় আড্ডা আরও হোক এই কামনা করি ।
আশা করি সামনে দেখা হবে কখনো...
আড্ডা ছাড়া বাংলাদেশে রাজনিতিও হয়না। ব্লগারদের এই আড্ডাটা মিস করলাম। নেট এ আড্ডার ব্যবস্থা করা উচিত ব্লগারদের মধ্যে।
আশা করি সামনে আর মিস হবে না>- >-
অনেক ধন্যবাদ।
আগাম ফুল দিয়ে রাখলাম-
ঐদিন যদি না পারি,
আমার পক্ষ থেকে এগুলো বিলিয়ে দিবেন
খুবই ভালো লাগলো। যাক ডিজিটাল ফুলের ব্যবস্থা হয়ে গেলো...) )
???
আপনার জন্য আমার বাগানটাই ফ্রী
যত খুশী নিয়ে যান, বিলিয়ে দেন-
এ বাগানের ফুল ফুরাবার নয়-
কী, খুশী তো!
আল্লাহ আপনাকে জান্নাতে ফুলবাগানের মালিক করে দেন।
আর সেই বাগানে যেনো আমাদের সাক্ষাৎ হয়।
আমিন।
পাঠাইছে বিরিয়ানী,
জিভে আসছে পানি।
জম্পেশ আড্ডা হয়ে গেল ব্লগারদের মাঝে।
কাজ ফেলে এল ছুটে সব হৃদয়ের টানে,
মেতেছিল আড্ডা, হাসি, কথা আর গানে।
বদলে দেব গুণে ধরা এই নষ্ট সমাজ,
ব্লগাররা জোর গলায় তুলেছে আওয়াজ।
ভালো লাগলো। >- >-
সুন্দরের মাঝেই হোক সিবিএফ এর পথ চলা ।
সবার জন্য শুভ কামনা ।
মন্তব্য করতে লগইন করুন