'মায়াবী বধূ' সম্পর্কে প্রকাশকের কথা
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪৭:২৫ দুপুর
অনলাইনের একজন প্রতিভাবান লেখক এম এম ওবায়দুর রহমান। ব্লগ ও ইন্টারনেটে লেখা-লেখির সূত্র ধরেই লেখকের সাথে পরিচয়। সমকালীন প্রসঙ্গের উপর ফেসবুকে ও অনলাইনের বিভিন্ন মাধ্যমে প্রায় প্রতিদিনই তার স্বরব উপস্থিতি লক্ষ্য করার মতো। নিজস্ব সৃষ্টিশীলতা ও লেখনী শক্তির মাধ্যমে ইতোমধ্যেই নবীন ও তরুণ পাঠকদের একটি অংশকেও আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন শক্তিমান এই লেখক। পাঠককে কাছে টানার মতো অসাধারণ লেখনী ক্ষমতার অধিকারী এই লেখকের গল্পগুলো সত্যিই অসাধারণ।
অনেক দিন থেকেই আমরা আলেম-উলামা ও ইসলামিক ঘরানার পাশাপাশি আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত যুব-তরুণদের কথা ভাবছিলাম। হিমু, মিসির আলী’র গোলক ধাঁধায় আটকে যেয়ে এক সময় সন্দেহে পরা এবং সেই সূত্র ধরে ধীরে ধীরে বিশ্বাসের গন্ডি থেকে বেরিয়ে অবিশ্বাসী হয়ে গিয়ে এক সময় আহমেদ রাজিব হায়দার'দের ‘থাবা বাবা’ ও মশিউর রহমানদের ‘আল্লামা শয়তান’ হিসেবে আবির্ভূত হওয়ার পূর্বাপর ঘটনাগুলো অন্তরে কাঁটা দিচ্ছিলো। সাথে সাথে এই দেশের তরুণ-যুব সমাজের জন্য নূন্যতম বিনোদন, সাহিত্য ও সুস্থ্য সংস্কৃতির সামান্যতম বিকাশের ক্ষেত্রেও আমাদের সীমাবদ্ধতা ও অপারগতায় বিষণœতায় ভুগছিলাম।
উপরোক্ত বিষয়গুলোর আলোকে আমাদের খান প্রকাশনী থেকে এমন কিছু বিকল্প জাতির সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি -যাতে একদিকে তারা যেমন নিজেদের জন্য কিছুটা সাহিত্য, নির্মল বিনোদনমূলক লেখা ও গল্প পাবেন কিন্তু সেখানে তাদের বিশ্বাসের উপর নাস্তিক্যবাদী আঘাত থাকবে না। যে গল্প ও ছোট উপন্যাসে তাদেরকে নিজেদের অবচেতন মনে স্রষ্টার বিরুদ্ধে, মহান আল্লাহর বিপক্ষে বিদ্রোহী হিসেবে ভাবার মতো ক্ষতিকর কোনো উপাদানও থাকবে না।
এই চিন্তা থেকেই মূলত: আমাদের চলমান ধারার খানিকটা দূরবর্তী কিছু বই আমরা প্রকাশ করতে যাচ্ছি। বক্ষমান ‘মায়াবী বধূ বইটি এ উদ্যোগের প্রথম বই। একই ধারায় ‘ভালোবাসার রঙধনু’, ‘পথের সাথী’সহ আরো অনেক কাজ প্রক্রিয়াধীন আলহামদুলিল্লাহ।
এই প্রকাশনা আমাদের অন্যান্য প্রকাশনা থেকে কিছুটা ব্যতিক্রম হলেও আমরা আশাবাদী যে এর মাধ্যমে আমরা আমাদের ব্যাপক জনসাধারণ ও নবীন-যুবকদের কাঙ্খিত লক্ষ্যকে টাচ করতে পারবো। সীমিত আকারে হলেও তাদের চাহিদানুরূপ কিছু তুলনামূলক ভালো বিষয় তুলে ধরতে পারবো তাদের কাছে।
লেখকের কাছ থেকে ভবিষ্যতে আমরা এর চাইতেও সুন্দর ও উত্তম রচনা আশা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।
বিনীত: মুহাম্মাদ ইসহাক খান
স্বত্তাধিকারী: খান প্রকাশনী
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ওবায়েদুর রহমান ভাই এর লিখা যেহেতু পড়েছি তাই আপনার আলোচনা বিনা প্রশ্নে মেনে নিলাম। তবে আপনার প্রকাশনির ডিস্ট্রিবিউশন ব্যবস্থা এখনও ভাল নয়। রেহনুমা আপুর বই এর চাহিদা চট্টগ্রামে আছে বেশি। উনি চট্টগ্রাম কলেজের খুবই বিখ্যাত ছাত্রি ছিলেন। কিন্তু আপনার প্রকাশনির কোন বই ই পাওয়া যায়না। বই শুধু ছাপালেই হয়না। বই টি বাজারজাতকরন এবং বিজ্ঞাপনেরও প্রয়োজন আছে।
বইয়ের ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা এখনও অনেক সমস্যায় আছি এটা সত্য।
ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেককে বই দেই না বা দিতে পারি না।
অনেক দোকানদার বই বাকিতে নিয়ে পরে বিক্রি করে বকেয়া টাকাও দেয় না আবার নতুন কোনো লেনদেনও করে না।
তারপরও নতুন সেটাপে কিছু পরিকল্পনা করছি পাবলিকেশন্স নিয়ে। কিন্তু ই যে, প্রকাশক যে, হকারও সে- কি আর করবো বলুন!
একটু সময় লাগবে। ইনশাআল্লাহ যোগাযোগ করবো।
ধন্যবাদ।
আল্লাহ আপনার দু'আ কবূল করুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন