অনেক দিন পর আবারও দেখা হলো প্রিয় ব্লগারদের সাথে

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৩:০১ দুপুর



বিভিন্ন ব্যস্ততা আর নানাবিধ জটিলতা সত্ত্বেও অনেক কষ্টে গতকাল আমাদের অনলাইন জগতের কয়েকজন সেরা ব্লগার ও এক্টিভিষ্টের সাথে গতকাল দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিলো অধমের। আলহামদুলিল্লাহ।

সামনে আরো ব্যাপক আকারে ব্লগারগণ কোনো একদিন মেলায় এলে আবারও অনেকের সাথে দেখা হবে বলে আশা করছি। প্রিয়দের সাথে সাক্ষাতের মজাই আলাদা!

সাদা-কালো, শহুরে কিংবা গ্রামীন, আধূনিক শিক্ষিত কিংবা ইসলামী কোনো নির্দিষ্ট সীমারেখাই যে মুমিন ও বিশ্বাসীদের অন্তরের দৃঢ় বন্ধনের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে না এবং একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দেশ ও জাতির কল্যাণে যারা একে অপরকে ভালোবাসে তাদের সেই ভালোবাসা ও আন্তরিকতা যে কতটা নিরেট তা ঈমানের নূর হতে বঞ্চিতদের বোঝানো সম্ভব নয়।

আপতত: কয়েকটি ছবি দিচ্ছি। পরে আরো কিছু ছবি দিবো ইনশাআল্লাহ।





বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174586
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৫
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
127832
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck Good Luck
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৫
127834
পলাশ৭৫ লিখেছেন : আপনার ছবি কৈ?
174597
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২০
আবু আশফাক লিখেছেন : ওহিদুল ইসলাম, এম এম ওবায়দুর রহমান, ইকুইকবাল, আব্দুল মাজেদ ও ছবিতে না থাকা খান সাহেব; কেমন হলো বইমেলা আড্ডা? আমিও কিছু সময়ের জন্য গিয়েছিলাম, কিন্তু যোগাযোগ না করে যাওয়ায় হয়তো দেখা হয় নি।
174598
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : গতকাল আমার ব্যাচের মিলনমেলা ছিল তাই বইমেলায় যেতে পারি নাই। মিস ইউ চো মাচ Kiss Kiss Kiss
174610
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৪
বেআক্কেল লিখেছেন : আমার ফটোকানাও আপনার ওখানে তুইলা ধরেন। তবে ওদের কাউকে চিনতাছি না কেন?
174617
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
সিটিজি৪বিডি লিখেছেন : আমরা শুধু ছবিই দেখে যাব........কি আর করবো?
174626
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৮
সালাম আজাদী লিখেছেন : উবাইদ ভাইকে চিনলাম, খান সাহেব কে অনুমান করলাম। একটু পরিচয় করালে খুশি হতাম। তবে উবাইদ ভাই মোটা কেন হলেন তার মাজেজা বুঝলাম না।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
127862
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তবে উবাইদ ভাই মোটা কেন হলেন তার মাজেজা বুঝলাম না। Crying Crying Crying
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৩
128157
আহমদ মুসা লিখেছেন : খান সাহেব পাকা দস্তুর একজন মাওলানা সাহেব। ছবিতে খান সাহেবের কোন ফটো নেই।
174632
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
128202
ইমরান ভাই লিখেছেন : রাহিক পিলাচ নিয়ে আসতেছে Tongue Tongue
174644
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছবিতে আছেন সবাই আপনি ছাড়া।
174665
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
সিকদারর লিখেছেন : ব্লগতারকাদের মেলা দারুন লেগেছে।
১০
174681
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসলেই ছবি কথা বলে। আপনাদের সাথে দেখা করার ইচ্ছে জাগে
১১
174960
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৪
আহমদ মুসা লিখেছেন : যার পোস্ট তার ছবি নেই।
১২
174969
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৩
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান ইসহাক ভাইয়া।
তো পিলাচ ++++++ দিলাম।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৫
128223
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইমরান ভাই লিখেছেন : রাহিক পিলাচ নিয়ে আসতে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩
175057
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওবায়েদ ভাই এর অটোগ্রাফসহ বই পেয়ে ইকুর মুখে হাসি যেন ধরেনা!

ওবায়েদ ভাই এর বইটি সত্যিই ভালো।
খান ভাই দারুণ সুস্বাদু এক পিঠা খাওয়ালেন সবাইকে। Happy Happy Happy

১৪
175420
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
egypt12 লিখেছেন : আমার মাঝে মাঝে ইচ্ছে হয় বিভিন্ন জায়গায় গিয়ে ঢাকার ব্লগারদের সাথে কিছু সময় কাটাতে কিন্তু হয়ে উঠে না স্বপ্নের নীল পরীর মতই এই স্বপ্নটাও অধরা থেকে যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File