মনস্তাত্বিক দোলাচল
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৬:৫৬ সকাল
গত কয়েকদিন যাবত কুরআনের কিছু আয়াতের বেশ কিছু শব্দ এবং হাদীসের বেশ কিছু বাক্যের অন্তরনিহীত মর্মার্থের কথা ভাবতে গিয়ে আমার বারবার এটাই মনে হচ্ছে- কুরআন হাদীসের উপর যথেষ্ট নলেজ ছাড়া কেউ সত্যিকার মনস্তাত্বিক ডক্টর বা গবেষক হতে পারে না।
কারণ মানুষের মূলগত স্বভাব, আচরণ ও তার মনস্তাত্বিক প্রেক্ষাপটের অনেক বিষয়ই কুরআনে খুব সহজ ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। এ বিষয় গুলো অধ্যয়ন না করলে কারো পক্ষেই মানুষের মূলগত স্বভাব, তার আশা-আকাঙ্খা, ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে প্রকৃত সঠিক তথ্য জানা সম্ভব নয়। নোকিয়া মোবাইল সেটের কোডিং ও সমস্যার সমাধান যেমন ট্যাফে ট্রাক্টর কোম্পানীর ইঞ্জিনিয়ারের জন্য দু:সাধ্য, তার চাইতেও শত গুন অসম্ভব হচ্ছে মানুষের মধ্যে বিরাজমান ডিএনএ' এবং তার ভেতরকার কোডিং ও এর মূল সূত্র বোঝার জন্য তার স্রষ্টা ও খালেক মহান আল্লাহ রাব্বুল আলামীনের স্মরণাপন্ন না হয়ে কোনো হাতুড়ে চিকিৎসকের দারে হোঁচট খাওয়া।
(অফটপিক, কেউ মানসিক সমস্যা ও পেরেশানীতে থাকলে ইনবক্সে বিস্তারিত জানাতে পারেন। কিছু ফায়দা পেলেও পেতে পারেন)
বিষয়: বিবিধ
১৫৭১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আমার স্পষ্ট মনে আছে বাংলাদেশে অধিকাংশ পরিবারে কোরান সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থকে রাখা হয়ে সবার ধরা ছোঁয়ার বাইরে আলমারির উপরে !!!!
জাযাকাল্লাহ।
তাহলে সাইকোলজির স্টুডেন্টেরা বুঝতে পারবে।
সুন্দর পোষ্ট।
এমনিতেই লেখার বিষয় মাথায় বোঝাই, তার উপর নতুন আব্দার!
দেখা যাক কি হয়!
সারকথাটুকু বুঝতে কষ্ট হবার কথা নয়-
যদি সদিচ্ছা থাকে বুঝবার!!
ভালো লাগ্লো...
শুকরিয়া আপনাকে
মন্তব্য করতে লগইন করুন