জ্বালবে আলো কে?
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৩ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৭:৫৬ রাত
ঘুমায় যখন বিশ্ববিবেক
কাঁদে শীতার্ত বালক
অনেকে তখন ডিজে নাচে
হাতে বিদেশী মাদক।
'রবের কাছে দিবো বলে
তোমার যা করলে'
রক্তাক্ত সিরীয় অবুঝ
শিশু যখন বলে-
মালালাপ্রেমী ভূয়া দরদী
কিংবা বামিয়ান মূর্তি সংরক্ষক
কেউ বলে না বাশার ঘাতক
শয়তানটির আমরা বিরোধী!
নিউরো সায়েন্টিষ্ট আফিয়া সিদ্দিকা
কিংবা বোন ফাতেমারা যখন
রুদ্ধকারাগারে ধর্ষিত হয় দিনে রাতে
পশ্চিমা মানবতা ও মিডিয়া তখন
শীত নীদ্রায় নাক ডাকে।
অন্ধকারে জগত ঢাকা
জ্বালবে আলো কে?
ইয়া নাফসি সবাই বলি
পরের তরে কে?
নিজের চরকায় তেল
দেয়া তো অনেক হলো
বিশ্ববিবেক জাগাতে
কিছু তো এবার বলো!
আসার দাওয়াত দিলাম বন্ধু
আমাদের এই কুঁড়ে ঘরে
এসো বন্ধু সময় পেলে
আমাদের এই লাইট হাউজে
বিষয়: বিবিধ
১৫৩১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটি বেশিই বলে ফেলেছেন মনে হচ্ছে
"লাইট হাউজ" ব্লগের নেক কামিয়াবী কামনা করি, আল্লাহুম্মা আমীন।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
ঘুঁচাবো যত আঁধার কালো,
মুঠি মুঠি জোনাক পোকা ছড়িয়ে দেব অন্তরে,
বাতিঘরের আলোকদিশায় ভীড়বে জাহাজ বন্দরে! (ইনশা আল্লাহ)
বিন্দু বিন্দু করেই দূর হবে আঁধার রাতের কালো....
মন্তব্য করতে লগইন করুন