হেফাজত ছিলো, আছে, থাকবে... ইনশাআল্লাহ (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৩ নভেম্বর, ২০১৩, ১২:৫৬:০৭ দুপুর

গতকাল হাটহাজারীতে অনুষ্ঠিত হেফাজতের ঐতিহাসিক মহাসমাবেশ।

আমার ক্যামেরায় তোলা কিছু বিশেষ মুহূর্ত...



মঞ্চে উঠছেন আল্লামা বাবুনগরী।



লাখো জনতার বিশাল মহাসমূদ্র।



মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম।



বক্তব্যরত আল্লামা আহমাদ শফি দা. বা

-হাটহাজারীর মতো সাধারণ একটি শহরে লাখো মানুষের উপচে পড়া এমন আবেগ আর উচ্ছাস সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে হেফাজত এ জাতির অন্তরে, হৃদয়ে এবং মনের মাঝে মিশে যেতে পেরেছে। এর শেকড় প্রতিটি মুমিনের হৃদয়তন্ত্রীতে। তাই একে মিটিয়ে দেয়া এতো সহজ নয়।

শহীদের রক্ত কখনোই মুসলিমদেরকে দূর্বল করে না, বরং তাদেরকে আরো শক্তিশালী করে। বিজয়ের পথকে ত্বরান্বিত করে। যেই যমীনে শহীদের রক্ত সিঞ্চিত হয় সেখানে ইসলামী হুকুমাত আসবেই আসবে।

বিষয়: বিবিধ

১৭৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File