ওয়েব এবং ব্লগের বিতাড়িত নাস্তিকদের নজর এবার ফেসবুকে!

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৯ অক্টোবর, ২০১৩, ০৮:৫৭:১৯ রাত





অনুসন্ধানী প্রতিবেদন ‘ফেসবুকে ভয়ংকর ষড়যন্ত্র -’

ওয়েব এবং ব্লগের বিতাড়িত নাস্তিকদের নজর এবার ফেসবুকে!

শাপলার শত-সহস্র শহীদ তাদের বুকের তাজা রক্তের নজরানা দিয়ে এবং হাজারো নবীপ্রেমী যখমী যুব-তরুণ তাদের চোখ, হাত-পা বিসর্জন দিয়ে এই বাংলা এবং সমগ্র পৃথিবীর বুকে নাস্তিক্যবাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। নাস্তিক্যবাদ নিয়ে নাস্তিকদের ঠুনকো গর্বের ফানুসের হাওয়া বের করে দিয়েছে। ‘নাস্তিক’ শব্দটিকে পৃথিবীর সবচেয়ে নিন্দিত এবং ঘৃণিত শব্দ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে বিভিন্ন ওয়েবসাইট এবং ব্লগ থেকে নাস্তিক নামধারী ভিনদেশী এবং হিন্দু নষ্ট ছেলে গুলো এখন হিন্দুত্ববাদী, ইসরাইলী ও অপশক্তিগুলোর নেমক হালাল করার জন্য অপপ্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ফেসবুক। বিভিন্ন ব্লগে প্রতিরোধের সম্মুখীন হয়ে এবার তারা আশ্রয় নিয়েছে ফেসবুকে।

জি, আশ্চর্যের কিছুই নয়। ফেসবুকে আপনার পেজ ও আইডির আগের বা পরের কোনো এক স্থানেই মানবতার সবচেয়ে ঘৃণিত, নাস্তিক নামক ঐ হিন্দু কীটগুলো হয়তো আশ্রয় খোঁজার চেষ্টা করছে। আরো এক্ষেত্রে ফেসবুকে রিপোর্ট করেও কোনো লাভ হয় না। আশ্চর্যের বিষয় হলো এই চরম নিকৃষ্ট কাজগুলো যারা করছে তাদের অধিকাংশই হিন্দু। অল্প কয়েকটি হিন্দু এবং কয়েকটি উচ্ছন্নে যাওয়া মুসলিম নামধারী কুলাঙ্গার সিন্ডিকেট করে ফেসবুকে নাস্তিক্যবাদী এই প্রচারণা এবং ইসলামের ব্যাপারে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। জুন, ২০১৩ থেকে ফেসবুকেও চালু হয়েছে নাস্তিকদের বেশ কিছু ওয়েব সাইট। এগুলোর মূল চালকদের অধিকাংশই হিন্দু নাস্তিক নামের আড়ালে আসলে। এগুলোতে মন্তব্যকারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিম বাংলার গর্বিত হিন্দু ছেলে, সনাতন হিন্দু ‘ভজন আনন্দ’, কোলকাতার ’ক্রেজি হ্যাকার কোলকাতা’ কোলকাতা ইন্ডিয়ার, সায়ন্তন টারানকুইলিজার চক্রবর্তী, মুম্বাইয়ের স্মৃতি লেখা চক্রবর্তী, চেন্নাইয়ের ‘বিজয় ঘোষ’, গুজরাটের ‘আমি হিন্দু’, কোলকাতা ইন্ডিয়ার পার্থ সারথী মন্ডল,

দিল্লী, ইন্ডিয়ার ‘নাজিয়া মুরতাদ’, হিরন্নয় সৌরভ, বিভাস চন্দ্র, পল্লব তালুকদার, বীর যোদ্ধা কর্ণ, রুকসানা রুমকী রুমি, কোলকাতা ইন্ডিয়ার দেবদাস, পশ্চিম বঙ্গ অদ্রার অশোক দাস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরিরত রাজ রাজ, কল্যাণ পল, পল ওয়াকার এবং গঁহহধ ঝযরবষফ । একটি ইসলাম বিদ্বেষী লেখায় লাইক দিয়েছে দেবাশীষ রায়, শুভ্র তালুকদার, শুভ্র মল্লিক, অরগয়া বাসু। রানা মুক্তমনা নামক এক শাহবাগীন নাস্তিক তো এখনও তার ফেসবুক পেজে শাহবাগের ছবি ঝুলিয়ে রেখেছে।

ফেসবুকে সাম্প্রতিক সময়ে চালু হওয়া নাস্তিকদের একটি পেজে অনুসন্ধান করতে করতে সেখানে ‘আমি নাস্তিক’ নামক এক আজব নাস্তিক দেখতে পেলাম। আসলে সে একজন হিন্দু। নাস্তিকের বেশ ধরেছে কেবলমাত্র ইসলামের উপর আক্রমণ করার সহজ বৈধতা লাভের জন্য। তার হিন্দুত্বের প্রমাণ আছে তার ফেসবুক পেজের রন্ধ্রে রন্ধ্রে। প্রিয়া রাণী দাস, উত্তম কুমার, হিন্দুযোদ্ধা, আদিত্যের নতুন আলো, শুভ্র, রাজু শীল, রুপম কান্তি, মহা শয়তান, দিলীপ আমরা হিন্দু, আমি হিন্দুসহ তার অধিকাংশ হিন্দু ফ্রেন্ডের মতো সেও যে আসলেই হিন্দু তা আর বলার অপেক্ষা রাখে না। এদের প্রতিটি লেখা আর পোষ্ট যে কত ভয়ংকর রকম নাপাকি আর কদর্যতায় মোড়ানো তা কাউকে বলে বোঝানো সম্ভব নয়।

সরকার এবং প্রশাসন চাইলে খুব সহজেই এদেরকে খুজে বের করতে পারে। কঠিন শাস্তি দিয়ে বিশ্বমানবতার জন্য সবচেয়ে নিন্দিত ও ঘৃণিত এই অপচক্রের মুলোৎপাটন করা তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কি এক আশ্চর্য কারণে যেনো তারা এ বিষয়ে একেবারেই উদাসীন। ফেসবুক কর্তৃপক্ষ ইসলামী অনেক কিছু ব্লক করলেও এদের ব্যাপারে তারাও নীরব। অনেক রিপোর্ট করেও কোনো লাভ হয় না। অনেকে আবেগের বশে নাস্তিকদের মূল লিঙ্ক সবার সামনে প্রকাশ করে আরেকটি ভুল করেন। এর ফলে সেই নাস্তিকের পেজে হিট বেড়ে যায় ফলে সে তার দাদাদের কাছে নিজের মাসোহারা বাড়ানোর অজুহাত লাভ করে। তাই নাস্তিকদের বিরুদ্ধে অন্যদের সচেতন করার সময় বিশেষভাবে এটি খেয়াল রাখা দরকার যেনো আপনার লেখা থেকে নতুন কেউ সেই নাস্তিকের পেজে হিট না বাড়ায়। তবে হ্যাঁ আইটি বিশেষজ্ঞ কিংবা তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন এমন কারো সাথে মূল লিঙ্ক শেয়ার করা যেতে পারে।

ফেসবুকে প্রকাশ্যে তাদের লিংক দিয়ে অন্যদেরকে সচেতন করার চেষ্টাও মূলত: তাদের প্রচারেরই সহযোগিতা হয়ে থাকে। তাই আমি এই লেখায় কোনো লিঙ্ক দিলাম না। কিন্তু যদি কোনো হ্যাাকার ভাই ঐ সকল নষ্ট পেজ বন্ধের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারেন তাহলে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমি অপেক্ষায় আছি কোনো মুহাম্মাদ বিন মাসলামা, আব্দুল্লাহ ইবনে আতিক কিংবা আলী ইবনে আবূ তালিবের মতো কোনো রাসূলপ্রেমি এগিয়ে যাবে এবং প্রিয়নবী সা. এর অবমাননাকারী, ইসলাম ও মহান আল্লাহর বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের দাঁতভাঙ্গা জবাব দিবে...

বিষয়: বিবিধ

২১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File