এক নবদিগন্তের প্রত্যয়ে সিবিএফ এর অগ্রযাত্রা... (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৪ আগস্ট, ২০১৩, ০৮:৪৮:০৭ সকাল



গতকাল ছিলো কমিউনিটি ব্লগারস ফোরাম তথা সিবিএফ এর ঢাকাস্থ ব্লগারদের ঈদ পুনর্মিলনী ও ঢাকার আহ্বায়ক কমিটি গঠনের জন্য প্রস্তুতি অনুষ্ঠান। রাজধানী ঢাকার গ্রীণ রোডের একটি চায়নিজ রেষ্টুরেন্টে বসে ছিলো এক ঝাঁক নবীন। সামান্য প্রবীণ কেউ কেউ থাকলেও তারা বয়সে ছিলেন আরো নবীন।

নাস্তিকতার অন্ধবিশ্বাস আর নূন্যতম নীতি-আদর্শহীন নেট-ব্লগ জগতে সত্যের আলো ছড়াতে, বিশ্বাস ও ঈমানের দ্যুতি দিয়ে গোটা বিশ্বমানবকে আলোকিত করতে সংখ্যায় নগন্য হলেও আস্থা-বিশ্বাস আর সততায় যুগশ্রেষ্ঠ কিছু নবীন-যুবক এগিয়ে এলো সত্যের কাফেলায়। আজ এই পোষ্টে শুধু তাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল কামনা করে আমার ক্যামেরায় তোলা কয়েকটি ছবি সংযুক্ত করছি।

(খানিকটা মজা হবে, কেউ মাইন্ড করলে নিজ দায়িত্বে করবেন বলে এই অধমের ঠুনকো বিশ্বাস...)



(ব্যানার ডিজাইনটি আমিই করেছিলাম কি না! তাই প্রথমেই তার ছবি দিলাম। মাঝখানে আমি যে খুদে গ্রাফিক ডিজাইনার তারও বিজ্ঞাপন হয়ে গেলো, হা হা হা।)



শান্ত-শিষ্ট, লেজ বিশিষ্ট আমাদের সম্মানিত ব্লগার গন!



নেতৃস্থানীয় চার ব্লগারের ব্যস্ততা...



আরে আরে... ঐ কোনায় কেউ ঘুমায় নাকি???



আরে না! সবাই দেখছি সজাগ। শুধু সজাগ নয় তারা পুরো জাতিকেই সজাগ করার জন্য দৃঢ় সংকল্প হচ্ছেন।



গুটি কতেক নাস্তিক ব্লগারের কুৎসা রটনা ও অপপ্রচারের জবাব পাবার আশায় জাতি যাদের দিকে তাকিয়ে আছে তারাও কিন্তু জাতির দিকেই মনোযোগী।

শেষ করার আগে শান্ত বিকেলে শিশুপার্কে তোলা একটি ছবি



সিবিএফ তথা সকল বিশ্বাসী ব্লগার ও অনলাইন এক্টিভিস্টের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। মহান আল্লাহ তাদের মেধা ও প্রতিভাকে সত্যের জন্য কবুল করুন। আমীন।

বিষয়: বিবিধ

৫৪৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274955
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৩
অজানা পথিক লিখেছেন : পুরাতন কমেন্টগুলো একটাও দেখা যাচ্ছে না কেন?
২২ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৯
221151
মাই নেম ইজ খান লিখেছেন : তাই তো?

কি হলো???:Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File