লাইট হাউজ -আলোকিত বিশ্বমানবতার জন্য আমাদের নতুন উদ্যোগ
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৫ আগস্ট, ২০১৩, ১১:০৪:৫২ সকাল
আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে আমরা ব্যতিক্রমী একটি নতুন উদ্যোগ নিয়েছি। ঢাকার বুকে আমরা একটি সর্বাধুনিক সুবিধা সম্বলিত, ব্যতিক্রমী ডিজিটাল লাইব্রেরী+মুসলিম কম্যুনিটি ডেভলপমেন্ট সেন্টার স্থাপন করছি। যেখান থেকে আপামর জনসাধারণ নামমাত্র মূল্যে/একেবারেই বিনামূল্যে বিভিন্ন সেবা পাবেন।
এর মধ্যে অন্যতম হচ্ছে:
বাৎসরিক সামান্য চার্জের বিনিময়ে দৈনিক নূন্যতম ২ ঘন্টা লাইব্রেরীতে বসে আরবী, ইংরেজি, বাংলা ও বিভিন্ন ভাষার হাজার হাজার বই অধ্যয়ন, কম্পিউটার, ইন্টারনেট ব্রাউজিং, ডকুমেন্টারী মেমোরিতে আপলোডিং।
সূলভে গুরুত্বপূর্ণ রেফারেন্স ও ইসলামিক বই ক্রয় করার সুবিধা।
পাক্ষিক ও মাসিক সমসাময়িক বিষয়, সামাজিক অসঙ্গতি ও তার সমাধান এবং গণসচেতনতামূলক বিভিন্ন উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন।
পর্যায়ক্রমে আধুনিক শিক্ষিতদের জন্য শুদ্ধভাবে কুরআন পড়তে পারা ও কুরআনের অর্থ বোঝার জন্য ক্লাসের ব্যবস্থা করা।
ইমাম-খতীব, আলেম উলামা ও মাদ্রাসার ছাত্রদের জন্য কম্পিউটার, গ্রাফিক্স, ইন্টারনেট, ব্লগিং ইত্যাদির কোর্স করা।
আরো অনেক কিছু।
আলহামদুলিল্লাহ এজন্য ইতোমধ্যে ঢাকার মিরপুরে আপাতত: ২০০ স্কয়ার ফিটের ছোট একটি অফিস নেয়া হয়েছে। অফিস গোছানোর ৬০% কাজও এর মধ্যে শেষ হয়েছে। এই মাসের মধ্যেই আশা করছি আমরা আমাদের পাঠাগার উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলের দু'আ প্রার্থী।
আমাদের সাথে কেউ সম্পৃক্ত হতে চাইলে যোগাযোগ করতে পারেন। ঢাকার অনলাইন ব্লগার ও এক্টিভিস্টসহ আমাদের সকল দীনী বন্ধু-বান্ধবদের জন্য আমাদের সকল সহযোগিতা উন্মুক্ত। আল্লাহ আমাদের সকলকে তার দীনের জন্য কবুল করুন। আমীন।
(আমাদের এই অফিসের জন্য আপাতত: সীমিত বেতনে একজন ডিজাইনার + ফ্রন্ট ডেস্ক অপারেটর আবশ্যক।)
আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন:
বিষয়: বিবিধ
২৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন