আমার আম্মা খুবই অসুস্থ, তাঁর জন্য সকলের কাছে বিনীতভাবে দু'আ চাচ্ছি

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৮ জুন, ২০১৩, ১০:০৬:৩৮ রাত



মা। পৃথিবীতে এক অতুলনীয়, অকল্পনীয় একটি শব্দ একটি জীবন্ত উপাখ্যান। মা' তে মা'ই। মা শব্দের প্রতিশব্দ আজ পর্যন্ত আমি অন্য কোনোটি খুঁজে পাইনি।

আমার জীবন, অর্জন ও আজকের ক্ষুদ্রতম আমি হওয়ার পেছনে নীরবে, নিভৃতে, তিলে তিলে যে মহান ব্যক্তিটি নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। সেই জন্মলগ্ন থেকে নিয়ে এই সামান্য আগ মুহূর্ত পর্যন্তও যিনি তার জীবনের চাইতেও বেশি মায়া-মহব্বত আর ভালোবাসায় সিক্ত করে রেখেছিলেন এই আমিকে।

-যিনি নিজে খেয়ে না খেয়ে আজীবন ধুকে ধুকে গড়ে তুলেছেন এই আমি কে।

-যিনি তার সারা জীবন ইবাদত-আমল আর সকল দোয়া-দুরূদে সবার আগে স্মরণ করতে এই আমি-কে।

-যাঁর সর্বকালীন ও সার্বক্ষণিক চিন্তা-দুশ্চিন্তা আবর্তিত হতো এ আমি-কে কেন্দ্র করেই-

আমার পরম মমতাময়ী সে মা'জননী আজ অনেক দিন যাবত খুবই অসুস্থ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। কিন্তু মহান আল্লাহর সেই অমোধ বিধান-

) وَمَنْ نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلا يَعْقِلُونَ (68)

অর্থ: "আর যাকে আমি একটু দীর্ঘ হায়াত দান করি -ধীরে ধীরে আমি তার জীবন সম্ভারকে সঙ্কুচিত করে নিই। তোমরা কি অনুধাবন করো না?" (সূরা ইয়াসিন, আয়াত ৬৮)

প্রদীপ শিখা যেমন তার সর্বোচ্চ সাধ্য ও সামর্থ্য পর্যন্ত চারপাশ আলোকিত করে রাখার পর অবশেষে ধীরে ধীরে নিষ্প্রভ হতে থাকে। আস্তে আস্তে কমে যেতে থাকে তার জীবন শক্তি। ধীরে ধীরে সে দূর্বল হতে হতে এক সময় হঠাৎ নিভে যায় - বার্ধক্যও মানুষের ক্ষেত্রে একই ক্রিয়া করে থাকে। প্রথমে ব্যক্তির চলার শক্তি, খাদ্য-পানাহার গ্রহণের ক্ষমতা, দৃষ্টিশক্তি, বাক শক্তি ইত্যাদি একে একে কমে যেতে যেতে এক পর্যায়ে ব্যক্তিটি নিষ্প্রভ হয়ে এক সময় নিভে যায়, এই পৃথিবীর বন্ধন ছিন্ন করে তার প্রকৃত মালিক ও আপন প্রভূর দরবারে হাজিরা দেয়ার জন্য রওয়ানা হয়।

আমার শ্রদ্ধেয় আম্মাও বর্তমানে একই অবস্থায় আছেন। ধীরে ধীরে জীবন শক্তি কমতে কমতে আজ তিনি খুবই দূর্বল, ক্ষীণকায় হয়ে এখন আপন সেই একমাত্র মালিক ও প্রভূর ডাকে সাড়া দেয়ার প্রহর গুনছেন। গত প্রায় ৬ মাস যাবতই একই অবস্থা। তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হচ্ছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। কিন্তু জানি না, আর কতদিন বা কতটুকু সময় এই নেয়ামতকে আমরা আমাদের পাশে অবশিষ্ট্য পাবো?

অবস্থার দ্রুত অবনতির কারণে আগামীকাল তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তির কথা ভাবা হচ্ছে। সকলের কাছে বিনীতভাবে আমি তাঁর জন্য দু'আ চাচ্ছি। বিশেষভাবে অনলাইনে গত ৪-৫ বছর ধরে যাদের সাথে পরিচয় তাদের সকলের কাছে আমি নিবেদন জানাচ্ছি প্লিজ আপনারা একটু দু'আ করুন- মহান আল্লাহ যেনো আমার আম্মাকে দ্রুত সুস্থ্য করে দেন। অবশিষ্ট্য দিন ও সময় গুলো যেনো একটু প্রশান্তিতে কাটাবার সুযোগ দেন -আমীন।

বিষয়: বিবিধ

৩১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File