শহীদের রক্ত কিভাবে কথা বলে?

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৫ জুন, ২০১৩, ০৪:৩৭:২৬ রাত



সারা জীবন কেবল শুনেছি শহীদের রক্ত কখনো বৃথা যায় না। কিন্তু এর বাস্তব ও প্রত্যক্ষ্য প্রমাণ কখনও দেখার সুযোগ হয়নি। ৫-৬ মের ঘটনা আমাকে আজ তা প্রত্যক্ষ করাচ্ছে। পবিত্র কুরআনে সূরায়ে বুরূজে বর্ণিত 'আসহাবুল উখদূদে'র ঘটনা জীবনে কতবার যে পড়েছি আর কতবার যে বিভিন্ন আলোচনায়/মাহফিলে কত ভাইদেরকে যে এর তাৎপর্য ব্যখ্যা করেছি তার কোনো হিসাব নেই। কিন্তু অতীতের সেই তাত্বিক আর কেবল আলোচনা গুলো যে কিভাবে বাস্তবে হয় তার তো কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিলো না।

আলহামদুলিল্লাহ রাজধানী ঢাকার পিচঢালা উত্যপ্ত রাজপথে হাজারো তাজা প্রাণের ঢেলে দেয়া লোহিত কণা গুলো আজ সেই অবশিষ্ট্য অভিজ্ঞতা গুলোই সঞ্চার করছে। আল্লাহর নূসরাত যে শহীদের রক্ত প্রবাহিত হওয়ার আগে প্রত্যক্ষ করা যায় না, তাও আবারও সত্যে প্রমাণিত করছে।

দিকে দিকে ইসলাম বিজয়ের আলামত তো আমি দেখতে পাচ্ছি, বন্ধু তুমি দেখছো কি?

বিষয়: বিবিধ

১৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File