লেখা আহবান!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০২ জুন, ২০১৩, ০৮:১৫:৪০ সকাল
সকল প্রিয় ভাই-বোনদেরকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ট্যাবলয়েড মাসিক ম্যাগাজিন 'আলোর মিনার' পত্রিকাটির আগামী সংখ্যা অর্থাৎ শা'বান ১৪৩৪ মোতাবেক জুন, ২০১৩ সংখ্যার কাজ প্রায় শেষের দিকে। আমাদের এই সংখ্যার জন্য যারা লেখা দিতে চান তাদেরকে আগামী ৪-০৬-২০১৩ ইং এর মধ্যে লেখা পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।
মেইল ঠিকানা:
বিষয়ভিত্তিক এবং ছোট লেখা প্রাধান্য দেয়া হবে।
(উল্লেখ্য গত এপ্রিলে পত্রিকাটির প্রথম সংখ্যা এবং মে মাসে এর দ্বিতীয় সংখ্যা বের হয় এবং ইতোমধ্যে আলহামদুলিল্লাহ অনেকের নেক দু'আ লাভ করেছে। দীনী ভাইদের আন্তরিক দু'আ পেলে ইনশাআল্লাহ এটি জোরকদমে সামনে এগিয়ে যাবে। মহান আল্লাহ আমাদেরকে তার দীনের জন্য কবুল করুন। সকলের আন্তরিক দু'আ প্রার্থী। )
বিষয়: বিবিধ
১৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন