মৃত্যু উপত্যকা থেকে...
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৫ মে, ২০১৩, ০৭:৫১:৪৫ সন্ধ্যা
আপডেট:
কিছুক্ষণ আগে মতিঝিলে বিদুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। একইভাবে ইসলামিক টিভি, সময় ও দিগন্ত টিভির সরাসরি সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে। মতিঝিলের সরাসরি সংবাদ এখন আর দেখানো হচ্ছে না। শোনা যাচ্ছে মতিঝিলে ব্যাপক আকারে পুলিশি অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়া হচ্ছে।
তবে এখনও মতিঝিলের মঞ্চে হেফাজত নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। মঞ্চের চতুর্পার্শ্বে লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ ইসলামিক সেনানীরা অটল অবস্থান নিয়ে আছেন।
আল্লামা আহমাদ শফি সাহেব এখনও পর্যন্ত মঞ্চে আসেন নি। সরকার যদি দাবী মানার ঘোষণা না দেয় তাহলে এটি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনায় আপাতত: আল্লামা আহমাদ শফি নাও আসতে পারেন। তবে তিনি ঢাকাতেই আছেন। পরিস্থিতির সর্বশেষ অবস্থার উপর নজর রাখছেন।
কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে তার দল ও দেশবাসীর প্রতি হেফাজতের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সরকার যদি হেফাজতের ন্যায্য ১৩ দফা না মেনে হঠকারিতার আশ্রয় নেয়, শক্তি প্রয়োগের চেষ্টা করে তাহলে তা নি:শন্দেহে তাদের জন্য খুবই মন্দ নজীর হবে বলে মনে করছে পুরো জাতি।
একটু আগে আমার সামনে দিয়ে রক্ত ঝরা অবস্থায় হেফাজতে ইসলামের একজনকে নিয়ে গেলো অন্য কর্মীরা।
এর পরই গুলিবিদ্ধ আরেকজনকে মোটর সাইকেলে করে নিয়ে যেতে দেখলাম।
এর আগে দুপুরে মুহুর্মুহু হাজার হাজার রাউন্ড গুলি, সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাস নিক্ষেপের ফলে পুরো পল্টন-গুলিস্তান এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আমার মোবাইলে তোলা আজকের কিছু ছবি
বিষয়: বিবিধ
১৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন