বামপন্থীদের আম-ছালা সবই গেলো!

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৫ এপ্রিল, ২০১৩, ১২:২৩:০৪ রাত





ক্ষমতার হালুয়া রুটি ও ভাগ-বাটোয়ার ছিটে-ফোঁটা প্রাপ্তির অপার আশা নিয়ে, সারা জীবনের সাম্রাজ্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে মিঠে মিঠে কথা বলে, আদর্শিক ও রাজনৈতিক পড়ন্ত বিকেলে এসে দা-কাস্তে ছুড়ে ফেলে নৌকার গলুইয়ে চড়ে বসা বামপন্থী মেনন সাহেব গত ৩ এপ্রিল, ২০১৩ ঢাকার একটি অনুষ্ঠানে সরকারের আম-ছালা হারানোর আশংকা ব্যক্ত করেছেন। বামন্থী চরম স্বার্থপর এই নীতি-আদর্শহীন যে আসলে সরকারের কথা বলে নিজেদের আম-ছালা সবই হারানোর শংকায় শংকিত, ব্যথিত তাই প্রকাশ করে ফেলেছেন। শাহবাগের বাগীদের নাস্তিক মঞ্চ তাদেরকে অন্তত: ৫০ বছরে পেছেনে নিয়ে গেছে। এই মড়ক নিয়ে তারা আর সামনে বাড়তে পারবে না। ইনশাআল্লাহ শীঘ্রই তারা ইতিহাসের আস্তাকূরে নিক্ষিপ্ত হবে। ভবিষ্যত প্রজন্ম নাস্তিক্যবাদ ও নাস্তিকদের সম্পর্কে জানতে চাইলে দেখতে যাদুঘরে যেতে হবে। সেখানের প্রাচীন অভিশপ্ত মতাদর্শের কাতারে নাস্তিক্যবাদকে এবং তার অনুসারীদেরকে শয়তানের সহযোগী হিসেবে পেলেও পেতে পারে।

বিষয়: বিবিধ

১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File