------- কষ্ট ও গালি দেবার ফল------------
লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১৯:৩৮ বিকাল
** যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে (সূরা আহযাব-৫৮)।
** কিয়ামতের দিন সেই ব্যাক্তি হবে আল্লাহর কাছে সবচেয়ে নিন্দনীয়, যার অশ্লীলতার ভয়ে মানুষ তার কাছ থেকে দূরে থাকে বা তার সংশ্রব ত্যাগ করে (বুখারী, মুসলিম)।
আমরা সমাজে উক্ত কাজ গুলো অহরহ চর্চা করে যাচ্ছি। কিন্তু এর পরিনাম সম্পর্কে আমরা খুব কম মানুষই অবগত । দেখুন, সমাজের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সমাজের একদম তৃনমূল পর্যন্ত আমরা কিভাবে এগুলো চর্চা করে যাচ্ছি ! আমাদের সমাজে আজ যারা অধিক নৈতিকমান সম্পন্ন, যারা মানুষকে খুন তো দুরের কথা একটি গালিও দিতে অভ্যস্ত নয় ঠিক সেই ধরনের মানুষকে আমাদের সমাজে চরমভাবে নিগৃহীত হতে হচ্ছে। এমনকি তাঁদেরকে আমরা নারী ধর্ষক, খুনি, চোর ইত্যাদি নামে আখ্যায়িত করতে দ্বিধা করছি না।
মজার ব্যাপার হলো, যারা অপবাদ দিচ্ছে বা গালি দিচ্ছে - খুনি, নারী ধর্ষক, চোর ইত্যাদি বলে, তাদের অনুসারীদের দ্বারাই আজ সমাজে অশ্লীলতা, খুন, ধর্ষন, চুরি ইত্যাদি সংঘটিত হচ্ছে। এদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ শাস্তির ব্যবস্থা।
আমার ভয় হয় এ জন্য যে, বর্তমানে যে ভাবে মিথ্যার আশ্রয়ে ক্ষমতার বলয়ে নিরপরাধ মানুষ নিগৃহীত হচ্ছে, তাতে আল্লাহর গযবে কখন যে এই কলুষিত সমাজ নিপতিত হয়, তা কে জানে ! এমনটি হলে, এ সমাজের ভাল মানুষ আর মন্দ মানুষ কেউই রক্ষা পাবে না । করনীয় একটিই - মিথ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া ।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন