রেশমাও হতভম্ব......পুরান খবর, নতুন রেশমা .........
লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ০৭ জুন, ২০১৩, ০৭:১৯:২৫ সন্ধ্যা
সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে এক নারী সাংবাদিক রেশমার কাছে জানতে চান, আপনি রানা প্লাজার যে ফ্লোরে কাজ করতেন ওই ফ্লোরে থাকা আপনার সহকর্মী লাইনম্যান এনামুলসহ আপনারা দুইজন আহতাবস্থায় উদ্ধার হয়ে দুই দিন সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এমন প্রশ্নের পরপরই সবাই নিশ্চুপ হয়ে পড়েন। রেশমাও হতভম্ব। কিছুক্ষণ পর রেশমা বলেন, আপনি এটি কী বলছেন, না না। আপনি ভুল বলছেন। মোটেও ঠিক না। আমি ১৭ দিন পরই উদ্ধার হয়েছি।
এ সময় ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ সাংবাদিকদের অনুরোধ করে বলেন, এসব বিষয় নিয়ে আগে অনেক কথাই হয়েছে। আপনারা দয়া করে আজকের এই অনুষ্ঠানে এমন প্রশ্ন করবেন না। অন্য এক প্রশ্নের উত্তরে রেশমা বলেন, পোশাক শ্রমিক থেকে ওয়েস্টিনের অ্যাম্বাডেসর হতে পেরে খুব ভালো লাগছে। এরপরই তার গলায় ‘ওয়েলকাম টু টিম ওয়েস্টিন’ লগো পরিয়ে দেয়া হয়। এ সময় মুহুর্মুহু ছবি উঠতে থাকে। মাথায় আকাশী রঙের হিজাব পরা রেশমাও এ সময় মুচকি হাসি দিয়ে ছবি তুলতে সহযোগিতা করেন।
সূত্রঃ Click this link
http://www.dailynayadiganta.com/?p=201357
বিষয়: বিবিধ
২৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন