কোন বিতর্কের প্রয়োজন নাই।
লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ১১ মে, ২০১৩, ০১:১৭:৫২ দুপুর
লাশের সংখ্যা কত তা নিয়ে বিতর্কে যেতে চাই না।
হতে পারে তা ১০টি বা ১০০০টি বা আরো বেশী।
আমি সেখানে ছিলাম রাত ৯টা পর্যন্ত।
“আমার বিশ্লেষন আমার দৃষ্টিতে” লিখা শুরু করেছি।
লেখা শেষ হলে সবার সাথে হয়ত শেয়ার করবো।
কোন বিতর্কের প্রয়োজন নাই। আরো ৫/১০ টি ভিডিও দেখারও প্রয়োজন নাই। আমি মনে করি আল্লাহ বিশ্বাসীদের জন্য শুধু ১জনের ভাষ্য শ্রবন করাই যথেষ্ঠ, পুরো ঘটনা ও পরিস্থিতি অনুধাবনের জন্য। আমি কার কথা বিশ্বাস করবো ? পুলিশের বেনজীর, নাকি আওয়ামী কোন নেতা, নাকি আল্লাহ ভীরু মাদ্রাসার প্রত্যাক্ষদর্শী কোন ব্যক্তির কথা ? নীচেরভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করবো। কথাগুলো খুব ভাল পরিষ্কার নয়। একাধিক বার শুনলে পরিস্কার বুঝা যাবে। এই ভিডিও হতে কেউ হয়ত অনেক গুরুত্বপূর্ন ও বিশ্বাসযোগ্য তথ্য পেতে পারেন। আবার কেউ হয়ত পুরো ঘটনাটিকে তাচ্ছিল্য করার মত খোরাকও পেতে পারেন !!
Click this link
"https://www.facebook.com/photo.php?v=482915688448762&set=vb.375125315894467&type=2&theater" target="_blank"]Click this link[/url]
বিষয়: বিবিধ
১৮৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন