তাহলে মডারেটরদের কাজ কি ?
লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ২৮ এপ্রিল, ২০১৩, ০৭:১৪:২০ সন্ধ্যা
আমাকে
কেউ কি বুঝিয়ে বলবেন
কি কি উপাদান দিয়ে
তৈরী হলে একটি পোষ্টকে
স্টিকি বরা হয় ?
সাভার ট্রাজেডী নিয়ে শত শত পোষ্ট ব্লগে এসেছে।
আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
এই ঝড় চলবে আরো কিছুদিন।
এই ট্যাজেডিক ঘটনার মূলোৎপাটন করা নিয়ে আমরা ভাবছি না। মূল কারন আমরা বের করার চেষ্টা করছি না ।
আলোচনাতেও মূল কারন খুব একটা স্থান পাচ্ছে না ।
আমি খুব ছোট্র করে কিছু বলার চেষ্টা করলাম। কিন্তু মডুদের চোখে তা পড়ল না !
তাহলে মডুদের কাজ কি শুধু রসাত্নক, মজাদার, ভ্রমন কাহীনি, কপি পেষ্ট ভিডিও সম্বলিত পোষ্টই স্টিকী করে ঝুলিয়ে রাখা ? একটি পোষ্টের বিষয়বস্তু কি অথবা শিক্ষণীয় বিষয়ই বা কি তা কি বিবেচনায় নেয়া হয় না ?
“সাভার ট্র্যাজেডীর পুনরাবৃত্তি রোধে আপনার করনীয় ” http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/3262/bibekerkanna/13374#.UX0gYUosc3E শিরোনামে যে পোষ্টটি আমি দিয়েছিলাম সেটি সাধারন মানুষকে সচেতন করার জন্য। এই পোষ্টটি নূন্যতম ১৫দিন স্টিকী করে ঝুলিয়ে রাখা উচিত ছিল। সময়োপযোগী গঠনমূলক পোষ্ট যদি স্টিকী করা না হয় তাহলে ব্লগে সময় নষ্ট করে লাভ কি ? আর মডুদের কাজই বা কি !
বিষয়: বিবিধ
১৪৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন