আমি ক্ষমাপ্রার্থী!!!!
লিখেছেন লিখেছেন সাদা ২১ নভেম্বর, ২০১৬, ১১:৫৫:৪০ সকাল
আমার চৌদ্দ মাস বয়সী এক মেয়ে আছে।আমি পাশে না শুলে ও রাতে ঘুমায় না।ঘুমের মধ্যেয় হাত ছড়িয়ে দিয়ে দেখে আমি পাশে আছি কিনা।চিন্তা করছি কেউ যদি আমার কোল থেকে আমার মেয়েকে তুলে নিয়ে আগুনে নিক্ষেপ করে তাহলে আমার কেমন লাগবে।আমার মার বয়স ৫৮ বছর ।আমার সামনেই যদি আমার মাকে কেউ আগুনে পুড়িয়ে হত্যা করে তখন আমার কি অনুভূতি হবে।ভাবছি চোখের সামনেই নিজ স্ত্রী বা বোনদের ধর্ষিত হতে দেখে আদৌ আমার মধ্যে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে কিনা!!!আমরা মনে হয় অনুভূতিহীন যান্ত্রিক মানবে পরিনত হচ্ছি।কারন এর চেয়ে নির্মম অত্যাচার সংঘটিত হচ্ছে আরকানের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ।তাদের পাশে দাঁড়ানোতো দূরের কথা আমরা এর প্রতিবাদও করতে পারছিনা।এমনকি তাদেরকে যারা সাহায্য করতে ইচ্ছুক তাদেরকেও বিরত রাখা হচ্ছে সাহায্য করা থেকে।আন্তরিক ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদী ও সুষমা স্বরাজকে ।নাসিরনগরের হিন্দুদের পাশে তারা দাড়িয়েছেন নিজেদের দায়িত্ববোধ থেকে।আর আমরা!!!!!!!!!সীমান্ত বন্ধ করে দিয়েছি,কড়া প্রহরা বসিয়েছি ,সাহায্যকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছি।
একটু ভাবুনতো, রোহিঙ্গারা মুসলিম না হয়ে অন্য সম্প্রদায়ের হলে কি হতো !!!!মিয়ানমারের সেনাবাহিনী কি তাদের উপর এমন নির্যাতন চালাতে পারত।আর চালালেও সবাই এভাবে অথর্ব হয়ে বসে থাকত!!!
আমি জানি আমার এই অনুভুতি প্রকাশে কারো কিচ্ছু আসে যাবে না ।রোহিঙ্গাদের উপর অত্যাচারও কমবেনা ,বাংলাদেশ সরকার তার সীমান্তও খুলে দিবে না।তবু বিবেকের তাড়নায় তাদের জন্য সকলে মিলে মহান আল্লাহ্র দরবারে একটু হাত উঠাই দু রাকাত সালাত আদায় করে।কুনুতে নাযেলা পাঠ করি ।আর ক্ষমা প্রার্থনা করি নিজেদের অপারগতার জন্য।
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন