মাহমদুর রহমানকে কি ভুলে গেলে চলবে?
লিখেছেন লিখেছেন সাদা ০৭ জুলাই, ২০১৩, ০১:০৮:১৫ দুপুর
আগের চারটে সিটি কোরপোরেশনের মত গাজীপুর সিটিতেও ১৮ দলীয় জোট জিতেছে।বিজয়ী প্রার্থীকে অভিনন্দন।এ বিজয় ইসলামপ্রিয় বাংলাদেশী জাতিয়তাবাদে বিশ্বাসে সকল মানুষের বিজয়।শুকরিয়া মহান আল্লাহর।এ বিজয়ে একজন মানুষের কথা অবশ্যই মনে রাখা উচিৎ তিনি হলেন মাহমুদুর রহমান।যিনি সাধারন জনতা ও ইসলামিক ব্যক্তিদের মধ্যে সম্পর্কের যোগসূত্র স্থাপন করেছেন।তাদের মধ্যে সম্পর্কের মেইলবন্ধন তৈরী করেছেন।দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জাতিকে সচেতন করেছেন।আল্লামা শফী সাহেবের মত দেশ সেরা আলেমদেরকে দেশ ও ইসলাম রক্ষায় নেতৃত্ত দেবার পিছনে বিরাট ভুমিকা পালন করেছেন।তাই তাকে ভুলে গেলে চলবে না।তার মুক্তির ব্যাপারে আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।আর সাবধান থাকতে হবে সুবিধাবাদিদের ব্যপারে ।ইতিমধ্যে তারা তাদের রং বদল করে শুরু করেছে।আর এক্ষেত্রে মিডিয়া গুলোর সাথে আরো সতর্ক আচরন করতে হবে।
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন