একজন সাংবাদিকের অপ্রকাশিত মাকে লেখা চিঠি...

লিখেছেন লিখেছেন মোরশেদ সরকার ১৪ মার্চ, ২০১৩, ১১:১৯:২৮ সকাল

প্রিয় মা, ক্ষমা করো আমায় আজ আমি পরাজীত নিজের কাছে নিজে,আমি তোমার কথা রাখতে পারিনি যে সত্যতা আর আর্দশকে সামনে রেখে এই কলম ধরে ছিলাম আজ তা নিজের অজান্তে বিকিয়ে দিয়েছি, আমার কলমের কালি গুলো আজ কথা বলে ব্যক্তির জন্য দলের জন্য সার্থর জন্য লেখার আগে কলমের কালি গুলা ণিলামে উঠে বার বার,

বদলে দেবার শপথ নিয়ে যে কলম ধরে ছিলাম আজ নিজেই বদলে গেছি অর্থর কাছে ক্ষমতার কাছে বিকিয়ে দিয়েছি নিজের ব্যক্তি সত্যা আজ আমি এক খেলার পুতূল এখানে আমার ইচ্ছা বলতে কিছু নেই স্বাধীনতা বলতে কিছু নেই,আমারই সামনে লুন্ঠিত হচ্ছে মানবতা আবার লুন্ঠন কারিরা হচ্ছে পূরস্কিত আমি র্নিবাক আমার চোখ বাধা আর আমার হাতে পড়িয়ে দেওয়া হয়েছে অদেখা এক শ্রিংঙ্খল,আমিও কাধি একা নিরবে,

মা মাতৃভূমি জানি হয়তো তুমি আমাকে ক্ষমা করবে না তার পরও আমি প্রতিক্ষায় আছি একদিন আসবে যখন ভোরের সূর্য উধিত হবে সত্যর জন্য মানবতার জন্য সত্য প্রকাশের জন্য যখন আমি প্রান খুলে সত্য লিখবো জানাব সারাবিশ্বকে সকল সকল অন্যায় এর কথা..........

বিষয়: বিবিধ

১৫৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File