গুলির ভাষা অজানা, একটি হত্যা এবং কিছু কথা...
লিখেছেন লিখেছেন মোরশেদ সরকার ০১ মার্চ, ২০১৩, ১০:১৬:১৫ সকাল
কেন এই গোলা গুলি এর শেষ কোথায়,গুলি করে মানুষ হত্যা করে পৃথিবীর কোন আন্দলোন দমান সম্ভব হয়েছে এমন কোন নজির কি আছে?? ??
যদি গুলিকরে আন্দলোন দমানো যেত তাহলে অনেক আগে বন্ধ হয়ে যেত ফিলিস্তিনীদের আন্দলোন কারন তারা সম্পুর্ন নিরঅস্র অবস্তায় ইজরাইলের আধুনিক সাজে সজ্জিত সেনাদের বিরুদ্বে বছরের পর বছর সংগ্রাম করে যাচ্ছে,
যদি গুলির ভাষায় জনতার কন্ঠরোদ করা যেত তাহলে মিশরের তাহরিত স্কয়ার,লিবিয়া,এবং সুধু তুরুস্ক ৬০ (ষাট হাজার) এর বেশী লোক নিহত হতো না, গুলি সুধু পারে প্রতি হিংসা বাড়াতে গুলি কখনো শান্তি ফিরিয়ে আনতে পারেনা,
একটি মৃতু্ একটি পরিবারের সারা জীবনের কান্না, এই মৃতু কি এখানেই শেষ এত সামাজিক নিরাপওা বিনষ্ট করবে এতে করে আত্রঘাতি সহ সমাজে বিভিন্ন রকম মারাক্তক প্রতিহীংসা দেখা দিবে যা যুগ যুগ ধরে চলবে.
আমাদের এই সবুজ সুন্দর এই দেশটা যখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াবার কথা ঠিক তখন কেন এই হনা হানি..
যে নেতা এই দেশ এই জাতী নিয়ে স্বপ্ন দেখতেন এই জাতীর মুক্তির জন্য বছরের পর বছর জেল জুলম অত্যাচার সয্য করেছেন তারই সুযগ্য কন্যা জিনি কিনা জননেতী হিসাবে পরিচিত সারা বিশ্বে, তারই শাসন আমলে কর প্ররোচনায় এই হত্যা কান্ড ??
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন