প্রথম আলো আর ইষ্ট ওয়েষ্ট মিডিয়াতে তেলের বন্যা !

লিখেছেন লিখেছেন মোরশেদ সরকার ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩১:১৬ বিকাল

নিস্চই অবাক হচ্ছেন এ আবার কেমন কথা কোথা থেকে আসল এত তেল,অবাক হবার কিছু নাই আপনি নিজে যদি তাদের অনলাইন সংস্করন পড়েন তা হলে বুজার আর কিছু বাকী থাকবে না,তারা প্রতিযোগিতার মাধ্যমে সরকারকে তেল মারছে কে কত বেশী তেল মেরে সরকারের আস্তা বাজন হতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছে,যদিও প্রথম আলো ও বাংলা নিউজ২৪ আমার সহ অনেকের ১ নাম্বার পছন্দের,আমি সুধু অনুরুদ জানাব সত্যর সাথে থাকার জন্য যাতে করে এক জনের পক্ষে বলতে গিয়ে আমরা অন্ধ না হয়ে যাই,আপনারানা বলেন বদলে যাবার কথা, এটাই কি বদলানর রুপ আমার একটা প্রশ্ন দেশটা কি সুধুই সরকারের আপনার আমার নয় দেশটা কি ঠিক পথে যাচ্ছে??

বিষয়: বিবিধ

১৪৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File