হলুদ সাংবাদিকতার দেশ বাংলাদেশ...

লিখেছেন লিখেছেন মোরশেদ সরকার ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩২:০১ সকাল

একটা সময় ছিল যখন সাংবাদিক মানে ধরা হত জাতীর বিবেক সাংবাদিক মানে আর্দশ সততার দৃষ্টান্ত শ্রদ্বায় মাথা নত হয়ে যেত,কিন্তু আজ সাংবাদিকের কালি বিক্রি হয়ে যাচ্ছে নিলামে,কেমরার প্রতিটি ক্লিক নিজের জন্য স্বার্থর জন্য দলের জন্য মানবতা হা হা এতো কিতাবে লেখা কিছু কথা এগুলো দিয়ে আজ পেট ভরে না চাই কারি কারি টাকা,বিশ্বের অন্য কোন দেশে সাংবাদিকরা দলের প্রতি বা ব্যক্তির প্রতি এতটা অনুগত হয়ে সংবাদ পরিবেশন করার নজির আছে বলে আমার জানা নাই,সাংবাদিকতা মানে এখন দলিয় অনুগত মাথা নত চাকরীর ভয়, ক্ষমতার ভয় তাই এখন মানবতা যতই লূন্ঠিত হক তাতে কিছুই যায় আসেনা,আজ পুলিশ ধরে নিয়ে গিয়ে দুই চোখ উপরে বুকে হাটুতে গুলি করে লাশ রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে কিন্তু কারো কিছু বলার নেই দেখেও না দেখার বান করে আছি আমরা,একটা পাখি মারার আগেও মানবতা কম্পিত হয় বিবেক নাড়া দেয় কিন্তু আজ মানুষকে ও রাস্তার নিড়ে কুকুরের মত গুলি করে মরা হচ্ছে কিন্তু বলার কেউ নাই মানবাধির আজ কাদে র্নিবিতে নিরবে.

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File