আমরা আজ কোন পথে ?

লিখেছেন লিখেছেন মোরশেদ সরকার ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৫:০২ সকাল

চাকুরী আর ভ্রমনের ইচ্ছা থেকে মধ্যপ্রাচ্র সহ কয়েক টি দেশে যাবার সুযোগ হয়েছে তাই অনেক কিছু দেখিছি সিখেছি আর নিজেকে নিজে প্রশ্ন করেছি বার বার কিন্তু আজ ও কোন উওর খুজে পেলাম না, এখন ২০১৩ সাল পৃথিবী নতুন থেকে নতুন উদ্বাবন করছে নিজেদের জীবন যাএার মান উন্নত থেকে উন্নততর করছে তাদের জৌলস আর উন্নতি দেখে নিজের দেশের কথা ভেবে নিজের অজান্তে চোখের অশ্রু যে কখন বের হয়ে যায়,আজকে আমাদের দেশে চারোদিকে হানা হানি মারা মারি খাদ্য, বস্র,বাসস্থান সহ মানুষের মৌলিক অধিকার বলতে যা বুজায় তার কত টুকু পুরন হচ্ছে দিন দিন দেশে বেকার বৃদ্বি পাচ্ছে সেই দিকে আদো কারো দৃষ্টি আছে বলে মনে হয়না, আজকে রাষ্ট সমস্ত কাজ ঘুটিয়ে নেমেছে যূদ্ব অপরাধিদের বিচার করতে আমি বলব আমাদের দেশের ৯৯% জনগন চায় যূদ্ব অপরাধিদের বিচার হক কিন্তু এটা আমাদের কি প্রধান বিষয়?সরকারে সমস্ত যন্তর কাজ নয় এর পিছনে লাগা আইন তার গতিতে চলুক যদি অন্যায় করে তাহলে সাজা হবে,আর যদি সরকার এই একটা ইসু দিয়ে সমস্ত জনগনকে বুলিয়ে রাখতে চায় তাহলে যত দিন যাবে পরিস্থিতি বয়াবহ হবে ক্ষতি যা হবার আমাদের হবে যরার্জীন এই দেশটার হবে,তাই এখনই সময় চিন্তা করার আমরা কোন পথে।

(চলবে)

বিষয়: বিবিধ

৯১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File