রোজ সকালে

লিখেছেন লিখেছেন আইনজিবি ১৯ নভেম্বর, ২০১৩, ০২:১৯:৩৫ দুপুর

এ বি সিদ্দীক

রোজ সকালে মন্দিরে ফুল দিতাম,

আজ আর তা হয় না ।

আমার পূজার মন্দিরে

আজ মরুময় দেবী আর নেই।

হারিয়ে গেছে অনেক দুরে

কোনএক অজানা শক্তি

জয় করে নিল তাকে।

অনেক কেদেঁছি আমি

ফেলেছি চোখের জ্বল।

না, কোন লাভ নেই!

নেই কোন লাভ

শুধু শুধু মিথ্যা চাওয়া,

সে আর আসবে না ।

শুনেছি তার ওখানে

অনেক পূজারী, রাতদিন নতুন

ফুলে ভরে উঠে তার মন্দির।

ভুলেছে আমার কথা

খুলেছে নতুন পাতা।

জীবনের হিসাব সাজাবে

নতুন পুজারির হাতে।

আমার আশা সকল দুংখ বেদনা,

ভুলে সাজাও নতুন জীবনের আঙ্গিনা।

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File