মাগো তোমাই মনে পড়ে
লিখেছেন লিখেছেন আইনজিবি ০৯ জুলাই, ২০১৩, ০৩:০১:৪১ দুপুর
এ বি সিদ্দীক
মাগো তোমাই মনে পড়ে
আজকে অনেক বেশি
সারাটা দিন রোজার পরে
যখোন ইফতারেতে বসি।
মাগো তোমাই মনে পড়ে
আজকে অনেক বেশি
কলেজ থেকে সদ্য যখোন
ঘরে ফিরে আসি।
মাগো তোমাই মনে পড়ে
আজকে অনেক বেশি
গভির রাতে যখোন
আমি বই পড়তে বসি।
মাগো তোমাই মনে পড়ে
আজকে অনেক বেশি
তোমার মতো বোরকা পরে
কাওকে যেতে দেখি।
আরো তোমাই মনে পড়ে
অনেক অনেক বেশি
যখোন আমি একা একা
পথে বসে থাকি ।
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন