পাবার আশাই
লিখেছেন লিখেছেন আইনজিবি ২৭ জুন, ২০১৩, ১০:১৭:০৮ সকাল
এ বি সিদ্দীক
সাত সাগর পেরিয়ে
মেঠো পথ ছাড়িয়ে
শহরের আঁকা বাঁকা
পথটা কে হারিয়ে।
বাউল এর বেশ ধরে,
গান গেয়ে খুজে ফিরি
হারিয়ে যাওয়া সেই
মনের ঐই পাখিরে।
না পাবার বেদনাই
মন পুড়ে হল ছাই
তবুও খুজে ফেরে
হারানোর বেদনাই।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন