"তুই রাজাকার" "তুই রাজাকার"

লিখেছেন লিখেছেন সত্য চিরন্তন ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৩:৫৪ রাত

সবার প্রতি আমার সালাম রইল ,

প্রথমে একটা ছোট ঘটনা বলি । আমি আজকে মার্কেট এ গিয়াছিলাম দুপুর বেলা দেখলাম একজন হকার আর এক দোকানির সাথে কথা হচ্ছে । হকারটা ছিল অমর একুশে, তুই রাজাকার , বাংলাদেশের জাতীয় পতাকা, এইসব বিক্রি করছে চলমান হকার ।

দোকানি ঃ অমর একুশে ব্যান্ড একটা কত ?

হকার ঃ ৫০ টাকা ।

দোকানি ঃ কি বল এত দাম , ১৫ টাকা করে নিস তিনটা দে ।

হকার ঃ না পারা যাবে না , ৫০ টাকা লাগবে ।

তারপর হকার চলে যাচ্ছে এই সময়ই দোকানি বলল " তুই রাজাকার "

দেখুন ব্যাপারটা শাহাবাগ আমাদের একটা নতুন গালি শেখাল।

আমার আলোচ্য বিষয় এইটা নয়।

আমার কিছু প্রশ্ন সবার প্রতি ।

১। শাহাবাগ এর আন্দোলন এর প্রধান ইস্যু রাজাকারদের বিচার ওকে আমি ও চাই কিন্তু তারা যদি স্বদেশপ্রেমি হয় তাহলে

***সোমবারে ও সীমায়িতে বি এস ফ দ্বারা বাঙালি খুন হল ?

*** সাগর-রুণির হত্যাকান্ডের বিচার চাইতে পারতাম

* **বিশ্বজিত হত্যার বিচার

* **ডা. সাজিয়া আফরিনের ধর্ষণের বিচার

*** কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু রাব্বি হত্যার বিচার

* **পদ্মা সেতুর দূর্ণীতির জন্য প্রতিবাদ করতে পারতাম

*** বুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দূর্নীতিবাজ ভিসির অপসারণ

* **তাজরীন গার্মেন্টস ১১০ জন সহ পূর্বে আগুনে পোড়ার জন্য গা. ব্যবসায়ীদের বিচার চাইতে পারতাম

*** সোনালী ব্যাংকের ৪০০০ কোটি টাকা লুটেরাদেরবিচার চাইতে পারতাম...

*** শেয়ার বাজার লুটেরা লোটা-কামাল, দরবেশদের বিচার চাইতে পারতাম....

*** চট্টগ্রাম ফ্লাইওভার দূর্ঘটনার শত শত (স্থানীয় মতে )প্রাণহানির বিচার।

***দেশের মাত্র কিছুদিন আগে ঘটে যাওয়া ডেস্টিনি , উনি পে ২উ , ইস্পিক এশিয়া যেইখানে নাকি বাশির ভাগ ছিল এই তরুন ই বলেন নুতুন ই বলেন এই প্রজন্ম তখন কথায় ছিল তারা ।

***দেশে এত এত দুর্নীতি , চাকরির জন্য ঘুষ ।

তখন কই ছিল আন্দোলন ।

আর একটা বিষয় আমার কাছে পরিষ্কার সরকার নিরাপত্তাই সরকার এর বিরুধে আন্দোলন !!!

সবাই একটু ছিন্তা করে দেখবেন বিষয়গুলা রাজনীতির বাইরে থেকে।

আমার সর্ব শেষ প্রশ্ন হল আমরা শাহাবাগে যা দেখছি তা কি এক্তি ভদ্র সমাজ সাপোট করে ! কেণ বললাম রাতে কোন অভিভাবক কি তার মেয়ে তো দূরে থাক ছেলেকে পর্যন্ত বাইরে থাকতে হলে কত কৈফিয়ত দিতি হয় কিন্তু শাহাবাগে ছেলে মেয়ে একসাথে থাকছে ।

আমি একজন মুসলিম হিসাবে এইটার একমত না ,আর ইসলামে তো এইটা বিশাল অপরাদ ।

তার উপর যারা নেতা আছে তাদের নিয়া আমি বেশি চিন্তিত যারা নিজেদের সামলাতে পারে না তারা কি করে দেশ সামলাবে ।

সুতারাং আন্দোলন কর কিন্তু বুঝে শুনে আর বড়দের বলি সাপোট দিন তাও বুঝে শুনে যেন আবার তা নিজের ঘাড়ে না আশে।

আল্লাহ্‌ হাফেজ।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File