হাসাহাসি ও রঙ তামাশার মাধ্যমে উনারা শোক পালন করছেন?!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৯:১৩:৫১ রাত
চীনপন্থী বাম বুদ্ধিজীবি যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে বলতো "দুই কুকুরের লড়াই", যারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাত পর্যন্ত খোদ ঢাকা শহরে থেকে নিজের বাসায় পরিবার-পরিজন নিয়ে শান্তিতে জীবন যাপন করেছেন, সেই যুদ্ধকালেও নিয়মিত অফিস করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন, পাকিস্তান সরকার থেকে ১৯৭১ সালের নভেম্বর মাস পর্যন্ত বেতন নিয়েছেন, পাকিস্তানকে সমর্থন করার দিক দিয়ে যাদের সাথে তথাকথিত রাজাকার, আলবদর, আলশামসদের পার্থক্য ছিলনা তাদের মৃত্যু উপলক্ষে প্রতিবছর পালিত হয় "শহীদ বুদ্ধিজীবি দিবস"। সেই দিবসে বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ফুল দিয়ে শেখ হাসিনা সহ সেই বুদ্ধিজীবিদের সন্তানসন্ততি, পরিবার-পরিজনরা হাসাহাসিতে মেতে উঠেছেন! কারো চোখে-মুখে কি শোকের কোন চিহ্ন দেখা যায়?! ওরা কি আসলে শোকাহত না আনন্দিত?! আজব তাদের শোক দিবস পালন!
আসলে নাকি ওই সব চীনপন্থীদের হত্যা করেছিল শেখ হাসিনার ভাই শেখ মনির নেতৃত্বে মুজিব বাহিনী। সেই কারণেই কি শেখ হাসিনার চোখেমুখে খুশির জোয়ার?! আর শেখ হাসিনার সাথে না হাসলে সেই বুদ্ধিজীবির সন্তানসন্ততিরাও হয়ে যাবে নব্য রাজাকার, সেই ভয়ে তাদের মুখেও হাসি?! অথবা তাদের পিতারা ছিল পাকিস্তানপন্থী, সেই কাহিনী হাসিনা এখন ভুলে যেতে চাচ্ছে তাই সবাই মিলে খুব খুশি!
বিষয়: বিবিধ
২৭৭৫ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শোক প্রদর্শন করছে!!
কবিতাটি এই অধমেরই সৃষ্টি। তাহাদের আনন্দ দেখিয়া আমার এই উপলব্ধি হইয়াছে যে, পুরোনো দুঃখকে ভুলিয়া গিয়া তাহারা গভীর রাতের হরষে মাতিয়া উঠিয়াছেন? এই জগত সংসার বড়ই আজব নিয়ম-কানুনে চলিতেছে!
স্যরি, অভব্যতা হলে ক্ষমা করবেন।
বেকুব জন গনকে স্বার্থক ধোকা দেয়ার কাজ আন্জাম দিতে পারায় প্রশান্তির হাসি হাসছে ওরা!!
সহমত।
তথ্যটা আসলে নয় বরং একেবারে খাটি।
এমন শোনা যায় নি যে উনারা চাকরি থেকে ইস্তফা দিয়েছেন । উনারা মাস শেষে ঠিকই বেতন পেতেন এবং সেটা সরকারী বেতন । সে সরকার ছিল পাকিস্তান সরকার ।
তাই বঙ্গবন্ধুর '' যার যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে '' আহবানে উনারা কি করেছিলেন সে সময়ে যেখানে জিয়ারা ''কোর্ট মার্শালে ফাঁসি নিশ্চিত পরাজিত হলে'' এই খড়গ নিয়েও সন্মুখ সমরে নেমেছিলেন ?
আর পাকিস্তানী বাহিনীরা সে সময় (ডিসেম্বরে) যেখানে তারা নিজেরা ছিল কঠিন দৌড়ের উপর তারা কেন তাদেরই চাকরি করা কর্মকর্তাদের যাবার আগে মেরে যাবে যারা এতটা মাস সরকার যন্ত্র সচল রেখেছিল ?
মন্তব্য করতে লগইন করুন