অধ্যাপক গোলাম আযমঃ সত্য পথের যাত্রীরা আপনাকে মনে রাখবে…

লিখেছেন লিখেছেন পুস্পিতা ২৩ অক্টোবর, ২০১৪, ১০:৪৯:৩৯ রাত



তিনি চাইলে দুনিয়ার জীবন খুব আয়েশী ও সুখেই কাটাতে পারতেন। দুনিয়াতে যা কিছুকে আমরা সুখ-সাচ্ছন্দ্য মনে করি তার সবকিছুই অর্জনের সামর্থ্য-সুযোগ মহান আল্লাহ তাকে দিয়েছিলেন। প্রাচ্য-পাশ্চাত্য যে কোন দেশে যে কোন সময় আলিশান জীবন-যাপনের সুযোগ সব মানুষ পায় না, তিনি পেয়েছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগও ছিল। তারপরও সবকিছুকে পিছনে ফেলে বাংলাদেশে ফিরে এসেছিলেন সত্যের আলো জ্বালানোর এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে। সে সিদ্ধান্ত বাস্তবায়নের পথেই তিনি অতিবাহিত করেছেন পুরো জীবন। তিনি স্বপ্ন দেখতেন সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, আধুনিক মানুষ সবাই ইসলামের আলোতে আলোকিত হবেন। তিনি যে স্বপ্ন দেখতেন সে স্বপ্নের পথে এখন পথ চলছে এদেশের লক্ষ-কোটি জনতা। কোটি-কোটি মানুষের ভিতর ইসলামের মৌলিক আলো তিনি ও তার সাথীরা জ্বালিয়েছেন। তাদের ত্যাগ-কর্মনিষ্টা-চিন্তার কারণে আজ বাংলাদেশের ইসলামী রাজনীতি এক দূর্দমনীয় শক্তিতে পরিণত হয়েছে।

সত্যের বাস্তব স্বাক্ষ্য দেয়ার সাহস তাঁর ছিল এবং দিয়েছেন। তিনি জানতেন যে পথে তিনি চলতে চাচ্ছেন সে পথ কোন সহজ পথ নয়। এদেশের লক্ষ-কোটি তরুণ-তরুণীর হৃদয়ে যে আলোর প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন তার জন্য তাকে কঠিন পথ পাড়ি দিতে হবে। সে পথ খুবই কঠিন এবং বাস্তবে তিনি তা আবারও প্রমান করে দিয়েছেন ৯২ বছর বয়সে জালিমের কারাগারে থাকা অবস্থায় মহান রবের কাছে চলে গিয়ে। তিনি বাস্তবে দেখিয়েছেন আল্লাহর পথে চলা সাধারণ কোন মানুষের কাজ নয়। এ পথে তারাই চলতে পারে যারা দুনিয়ার সবকিছুকে উপেক্ষা করে সত্যের পথে চলার দুঃসাহস রাখে। সেই দুঃসাহসিক পথের সিপাহসালার ছিলেন গোলাম আযম।

প্রায় ৯০% মুসলমানের এদেশ থেকে ইসলামকে নিভিয়ে দেয়ার যে ষড়যন্ত্র তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীরা শুরু করেছিল তা পূরণ হয়ে যেতো যদি না গোলাম আযমরা এগিয়ে আসতেন। ধর্মনিরপেক্ষতাবাদীরা ইসলামকে পুরোপুরি ধ্বংস করতে না পারলেও অন্ততঃ এমন অবস্থায় নিয়ে যেতে চেয়েছিল যেন ইসলাম থাকবে শুধু কিছু আনুষ্ঠানিকতার ভিতর, শুধু মসজিদের ভিতর। তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়িত সম্ভব হয়নি গোলাম আযম ও তার সাথীদের কারণে। তারা ইসলামকে নিছক আনুষ্ঠানিকতা, মসজিদ, মাদ্রাসা থেকে বের করে নিয়ে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সহ সবকিছুতেই নিয়ে এসে ইসলামকে মহান ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছেন। হাজার-হাজার আধুনিক শিক্ষিত তরুণ-তরুণী তৈরি করেছেন যারা ইসলামের আলোকে পুরো রাষ্ট্রব্যবস্থায় ছড়িয়ে দেয়ার হিম্মত রাখেন। গোলাম আযমদের এ সিদ্ধান্ত ও কৌশলের কারণে ধর্মনিরপেক্ষতাবাদীদের পক্ষে সম্ভব হয়ে উঠেনি এদেশ থেকে ইসলামকে নির্বাসিত করা।

যাদের কারণে ধর্মনিপেক্ষতাবাদ এদেশে বাস্তবায়ন করা সম্ভব হয়নি তারা সবসময় ধর্মনিরপেক্ষতাবাদীদের ক্রোধের মুখে থাকবে, তা তো স্বাভাবিক। সে কারণে ৯২ বছর বয়সেও তারা গোলাম আযমের মতো এক বয়োবৃদ্ধ নেতাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষিপ্ত করেছিল। কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদীরা ভুলে গিয়েছে কারাগার, ফাঁসি, শাহাদাত ইত্যাদি আসবে জেনেই তারা ইসলামের পথে এসেছিল। ইসলামের যে আলো তারা জ্বালাতে চেয়েছিল সে আলোর দিকে ছুটে চলেছে এদেশের লক্ষ-কোটি জনতা। যে স্বপ্ন তারা দেখেছিল সে স্বপ্নের বাস্তবায়নও তারা দেখেছে। এটিই জীবনের সফলতা। ঠিক এ কারণেই অধ্যাপক গোলাম আযম আপনাকে সত্য পথের যাত্রীরা আপনাকে মনে রাখবে, ইসলামে আলো ছড়িয়ে পড়বে সবখানে...

বিষয়: বিবিধ

২২০১ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277618
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৬
মামুন লিখেছেন : ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আল্লাহপাকই সত্য জানেন। তিনি ওনাকে তিনি আজীবন যে পথে চলেছেন, তার ভালো-মন্দ সূচারু হিসাবের দ্বারা পুরষ্কার নিশ্চয়ই দিবেন।
লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Rose Rose Rose Good Luck
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:০৬
221535
পুস্পিতা লিখেছেন : আল্লাহ তাকে কবুল করুক।
277620
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৯
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : বাংগালী জাতি মনে রাখুক আর না রাখুক তাতে কিছু আসে যায়না। তবে ইসলামি আন্দোলনের কর্মীরা আজীবন মনে রাখবে। এই মহা নায়ক কে। জাতির শ্রেষ্ট সন্তান বিদায়। হে জাতি মনে রেখো তোমরা, তোমাদের মুক্তির জন্য যে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। জীবন কে কখনো ইসলামী শ্ত্রুদের কাছে মাথা নত করেনি। তাঁর কথা স্বরন রেখো।
এই কিংবদন্তির আজ জীবনাবসান হল ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জাতি আজ এক ইসলামি আন্দোলনের মহানায়ককে চির বিদায় জানাচ্ছে,যার বদৌলতে আজ বাংলাদেশে ইসলামী আন্দোলনের এত অগ্রগতি।হে আল্লহ আমরা আজ তোমার হাতে, আমাদের এক মহান অভিভাবককে তুলে দিচ্ছি তুমি তাঁর যথাযথ মূল্যায়ন কর ( তুমি তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব কর ) আমিন! আমিন! আমিন।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:০৮
221536
পুস্পিতা লিখেছেন : ধর্মনিরপেক্ষতাবাদীদের ষড়যন্ত্র সফলতা পায়নি গোলাম আযমদের কারণে। তা না হলে এদেশে ইসলাম শুধু নামেই থাকতো। আল্লাহ গোলাম আযমকে কবুল করুক।
277633
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:১৯
জেদ্দাবাসী লিখেছেন : দুঃসাহসিক পথের সিপাহসালার,লক্ষ-কোটি তরুণ-প্রজন্মকে ইসলামের মৌলিক শিক্ষাদানকারি অধ্যাপক গোলাম আযম স্যারকে মহান আল্লাহ জাঁন্নাহ দান করুন, আমীন।
জাযাকাল্লাহ খায়ের

২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৩
221555
পুস্পিতা লিখেছেন : আমীন।
277644
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৪
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৫০
221569
পুস্পিতা লিখেছেন : ধন্যবাদ।
277645
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৫
আবু জারীর লিখেছেন : হে রব! তুমি তোমার গোলাম অধ্যাপক গোলাম আযমকে মাফ করে দাও। তাকে তোমার জান্নাতের মেহমান বানাও। সারা জীবন যারা তাকে জন্ত্রনা দিয়েছে, অপবাদ দিয়েছে, জেল খাটিয়েছে, ভবিষ্যতে যারা তাকে অপবাদ দিবে তুমি তাদের সকলকে তোমার কঠিন আজাবে নিপতিত কর। তাকে যারা ভালোবাসে, ভালোবেসেছিল এবং ভবিষ্যতেও ভালোবাসবে তুমি তাদের সকলকে হেদায়েতের উপর অটল রেখ। মরহুমের রেখে যাওয়া অসমপ্ত কাজকে সফলতার সাথে আঞ্জাম দেয়ার জন্য তার উত্তরসূরিদের হিম্মত দাও। তার আজীবনের লালীত স্বপ্ন বাংলাদেশে তোমার দীন প্রতিষ্ঠিত করে জান্নাতে তার বিদেহী আত্মাকে পরিতৃপ্ত কর। হে রব তুমি আমাদের দুয়া কবুল কর।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৩
221556
পুস্পিতা লিখেছেন : আমীন।
277646
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৬
আবু সাইফ লিখেছেন : সকলের দোয়ায় আ মী ন



তিনি কী ছিলেন সেটার জন্য কারো কাছে সার্টিফিকেট নেবার প্রয়োজন নেই তাঁর- কখনো ছিলনা

আল্লাহতায়ালাই তাঁর বান্দার জন্য যথেষ্ট
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৩
221557
পুস্পিতা লিখেছেন : আল্লাহ তার এই বান্দাকে যেন উত্তম প্রতিদান দেন সে কামনা করছি।
277655
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৮
আফরা লিখেছেন : আল্লাহ তার এই বান্দাকে যেন উত্তম প্রতিদান দেন সে কামনা করছি ।আমীন ।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৯
221567
পুস্পিতা লিখেছেন : আমীন।
277662
২৪ অক্টোবর ২০১৪ রাত ১২:০০
নীল জোছনা লিখেছেন : যারা জীবত থাকতেই মানুষের অভিশাপ পেয়েছে তারা জাহান্নামে গিয়েও গন্ধ ছড়াবে। ৫/৭% জামাতি আশীর্বাদ নিয়ে বেহেশত পাওয়া দুস্কর।
277677
২৪ অক্টোবর ২০১৪ রাত ০১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মন্তব্য করার ভাষা হিন।
আল্লাহতায়লা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
তাকে বাতিল শক্তিবেশি ভয় পেত এই জন্যই যে তিনি আধুনিকতার নামে যে মিথ্যাকে তারা তরুনদের সামনে উপস্থাপন করত তার সমুচিত জবাব দিতে পারতেন।
১০
277678
২৪ অক্টোবর ২০১৪ রাত ০১:১৩
সন্ধাতারা লিখেছেন : Chalam apuji. May Allah gives him jannatul ferdous. Jajakallahu khair.
১১
277690
২৪ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৪
বুঝিনা লিখেছেন : ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন ।
মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন
১২
277725
২৪ অক্টোবর ২০১৪ সকাল ০৬:১৭
শেখের পোলা লিখেছেন : "এঁদের জনই বলা হয়েছে, 'ফাদখুলি ফি ইবাদী ওয়াদখুলি জান্নাতী৷'
১৩
277727
২৪ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২২
রাইয়ান লিখেছেন : আল্লাহর ফয়সালা যেখানে চূড়ান্ত , মানুষ সেখানে নিতান্ত অসহায় ছাড়া তো কিছুই নয় !
আল্লাহ সবাইকে সবরে জামিল নসীব করুন আর তার উদ্দেশ্যে যাত্রা করা প্রিয় বান্দাটিকে সন্মান ও মর্যাদার উচ্চ আসনে আসীন রাখুন।

১৪
277840
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৯
ইবনে হাসেম লিখেছেন : মরহুম অধ্যাপক গোলাম আযম! বাংলার এক ক্ষণজম্মা মহাপুরুষ! বাংলার দিকহারা মুসলমানদের জন্য আল্লাহ প্রেরিত এক অনুপম প্রেরণার আধার!! ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায়, ইসলাম ধর্মকে রাষ্ট্র ও সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠায় তাঁর গুরু মরহুম মাওলানা সৈয়দ আবুল আ’লা মওদূদীর সংগ্রামী যোগ্য উত্তরসূরী এবং বর্তমান শতাব্দীর এক নির্ভীক সিপাহশালার!! বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক কিংবদন্তীসম প্রাণপুরুষ!!! ছোট বড়, ছেলে বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক, কৃষক তথা আপামর জনসাধারণের জন্য ইসলামী চেতনার জাগরণ, ইসলামী জ্ঞান আহরণ ও বিতরণ এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্র বিনির্মানে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি। অধ্যাপক গোলাম আযম বাংলার দিগভ্রান্ত জনতার জন্য আল্লাহ প্রদত্ত বিষম্য়কর এক প্রতিভা এবং বিরামহীন উদ্দীপণার নাম। বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সমগ্র জীবন ও যৌবনকে বিলিয়ে দেয়ার এক অকুতোভয়, সংগ্রামী এবং বিপ্লবী নেতৃত্বের প্রতিকৃতি অধ্যাপক গোলাম আযম।
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।

১৫
277891
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৬
বৃত্তের বাইরে লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।। আল্লাহ্‌ উনার ভাল কাজগুলোকে কবুল করে নিন।
১৬
277985
২৫ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪১
আল সাঈদ লিখেছেন : আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File