নির্লজ্জ্বতাই যেন ওদের চরিত্রের মূল বৈশিষ্ট্য...
লিখেছেন লিখেছেন পুস্পিতা ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৪:৩৩ রাত
বিয়ের মাত্র পাঁচমাসেই সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম! খবরটি পড়েই উৎসাহী হয়েছি নিজের প্রফেশনের কারণে। বিস্তারিত জানার চেষ্ঠা করলাম। ১৭এপ্রিল ২০১৪ তারিখে বিয়ে আর ২২সেপ্টেম্বর ২০১৪ বাচ্চার মা! সব মিলিয়ে মাত্র ৫মাস! এরপরও গর্ভধারনের কয় সপ্তাহ হলো তা বুঝার চেষ্ঠা করলাম। পাঁচমাস পর গর্ভের ভিতর বাচ্চা কোন অবস্থায় পৌঁছে তা মনে করার চেষ্ঠা করলাম। আমাদের হিসাবে কোন ভাবেই মিলে না! তথাকথিত প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষতাবাদীদের হিসাব আলাদা! ওদের মতে বিয়ে-শাদী ওসব ব্যাকডেটেড ও মৌলবাদী কালচার! তথাকথিত প্রগতিশীলরা লিভটুগেদার করবে, যত ইচ্ছা তত জন সঙ্গী থাকবে, বাচ্চা পরিচিত হবে শুধু মায়ের পরিচয়ে! বিয়ে-টিয়ে এসব নানা ঝামেলা! প্রগতি বিরোধী! তাই বিয়ের পাঁচমাস কেন, পাঁচসপ্তাহ পরও বাচ্চার জন্ম হলেও কোন অসুবিধা নেই!
আমাদের দেশের নাটক-সিনেমা-মিডিয়ায় যাদের বিচরণ তাদের একেক জনের জীবন নানা পংকিলতায় ভরপুর। শুধু যে ওদের ভিতরে আছে তা নয় নানা রকম পংকিলতা ওরা ছড়িয়ে দিচ্ছে সর্বক্ষেত্রে। আর তাদের পিছনে আছে আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে, নারী অধিকারের নামে দেশের প্রায় সকল মিডিয়া, তথাকথিত মানবাধিকার ও নারীবাদীরা!
এখন বিয়ের আগে কয়েকজনের সাথে মেলামেশা খুবই সাধারণ ব্যাপার। শুধু তাই নয় বিয়ের আগে স্বামী-স্ত্রীর মতোই সম্পর্কে জড়িয়ে যাচ্ছে অনেকেই! তবে এখনও বিয়ের আগে সন্তার ধারণ করা সবাই লুকাতে চায়। তার পরিণতিতে হাসপাতালগুলোতে দেখা যায় অনেককেই, যারা আসে নিজের জীবনের নষ্টামি লুকাতে! ডাস্টবিন, ড্রেনে পাওয়া যায় সদ্যপ্রসূত বাচ্চার লাশ।
এর অন্যতম কারণ আমাদের সমাজ এখনও বিবাহবহির্ভূত গর্ভধারণ বা যৌনসম্পর্ককে অস্বাভাবিক, অসামাজিক, অবৈধ, লজ্জ্বার মনে করে। অনৈতিকতার খপ্পড়ে পড়ে যারা এসবে লিপ্ত হয় তারাও তা মনে করে। কিন্তু কিছু কিছু মিডিয়া ও মিডিয়া ব্যাক্তিত্ব সেইসব নষ্টামিকে যেন স্বাভাবিক মনে করে নিয়েছে। এমন একজন হলেন তথাকথিত অভিনেত্রী ফারজানা ছবি। বিয়ের ঠিক পাঁচমাসের মাথায় তিনি বাচ্চার মা এবং তা আনুষ্ঠানিক ভাবে সবাইকে জানাচ্ছে এমনকি নিজের ফেইসবুকেও বাচ্চা সহ ছবি প্রকাশ করেছে! এই শিশুর গর্ভধারণ যে তথাকথিত বিয়ের আগেই তা নিশ্চিত (এ অবস্থায় বাচ্চাটির পিতা ওই অভিনেত্রীর কথিত স্বামী কিনা সে প্রশ্নও তোলা যায়, কারণ বিবাহ নাকি পারিবারিক পছন্দে হয়েছিল)। সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে বিয়ের আগে সন্তানধারণ করা ওই অভিনেত্রী ও তার কথিত স্বামীর ভিতর লজ্জ্বার কোন লক্ষণই দেখা যাচ্ছে না! বিষয়টি উল্লেখ করার অর্থ এই নয় যে বাচ্চাটি নষ্ট করে ফেলা উচিত ছিল। না ওই বাচ্চার তো কোন দোষ নেই। কিন্তু ওই ধরনের একটি বাচ্চার মা হওয়ার পর যে লজ্জ্বা পাওয়ার কথা সেটি ওই অভিনেত্রী পাচ্ছে না, তার স্বামীও না! বরং তারা এমন আচরণ করছে যেন এটি খুবই স্বাভাবিক এবং মিডিয়াগুলোও বিষয়টিকে স্বাভাবিক বিষয় আকারেই প্রকাশ ও প্রচার করছে! এটিই হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয়।
এখন একজনের লজ্জ্বাবোধ ধ্বংস হয়েছে এরপর আরো অনেকের হবে কারণ ওই তথাকথিত অভিনেতা-অভিনেত্রীদের আদর্শ মনে করে এমন তরুণ-তরুণীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং তথাকথিত সুশীল মিডিয়াগুলোও ওদেরকে আদর্শ হিসেবেই উপস্থাপন করছে! পোষাক, পরিচ্ছেদ, জীবন-যাপন, মেলামেশা ইত্যাদিতে অনেকের স্বাভাবিক লজ্জ্বাবোধও ধ্বংস হয়েছে। এখন অবৈধ, বিবাহবহির্ভূত সন্তান জন্মদান বিষয়ে থাকা লজ্জ্বাবোধ লুপ্ত হতে শুরু করেছে! ভবিষ্যতে ওইসব অভিনেত্রীদের মতো আরো অনেককেই বিবাহ বহির্ভূত গর্ভধারণে জন্ম নেয়া সন্তানের ছবি শেয়ার ও প্রচার করতে দেখলে আশ্চর্য হতে হবে না! কারণ ওদিকেই যে নূতন প্রজন্মকে ডাকা হচ্ছে তথাকথিত আধুনিকতা, সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষতার নামে...
বিষয়: বিবিধ
১৪২১৪ বার পঠিত, ৯৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ে করলে পোলা পান হবেই
এক ঘটক গিয়েছে একজন সহজ সরল মানুষকে বিয়ে করাতে। মেয়েদের বাড়িতে ঘটক মেয়ে দেখানোর আগে ঘটক, সহজ সরল লোকটির কাছে পাত্রীর গুনাগুন বর্ণনা করতেছে। বলছে , মেয়ে অনেক ভালো , মেয়ে দেখতে সুন্দুরী, মেয়ে শাহবাগে যায় , মেয়ের আরো অনেক গুন ব্লা ব্লা ব্লা।
তো পরে মেয়ে দেখালো। মেয়ে দেখানোর পর ঘটক বললো , বিয়ের পর এই মেয়েকে নিয়ে তোমাকে বেশি কস্ট করতে হবে না। এমনকি বাচ্চা কাচ্চা হতে ও।
সহজ সরল লোকটি বললো কেমনে কি ?
ঘটক বললো , আরে ম্যান মেয়েটি অনেক এডভান্স। বিয়ের পর তুমি কস্ট না করলে ও ৬ মাসের ভিতর তোমাদের বাচ্চা হবে
ফারজানা ছবির অবস্থা হয়েছে এই কৌতুকের মত আরকি
৫মাসেই হয়ে গেলে ভীষণ রকম আচ্ছা
বাকী রইল বাচ্চার পর বিয়ে
তবেই হবে আধুনিক ধর্ম ছুড়ে দিয়ে
আল্লাহর কাছে আত্মসমর্পন করে হয়েছি মুসলমান
তারেই আজ মানিনা তবুও আমি মুসলমান-আল হাজ্ব!
কোরআনের মর্মকথায় ভিতু আমি স্বার্থের গোলাম
দরগায় দরগায় অলি খুঁজি-কেন্দ্রিয় কারাগার দেখিনা
আল্লাহ বললেন দুনিয়াটাই নাকি মুমিনের কারাগার
আমি মুসলিম বানাই ভন্ড বাবার শাহী দরবার?
মোহাম্মদের দঁরবার মানিনা আশেকে রাসুল আমি!?
ব্রাম্মন্য ঢংগে সাজাই ইসলামের বাঙ্গালি সংস্কৃতি
আমি মুসলিম হারিয়ে যাই অধর্মের অতল তলে
বাঙ্গালীর লেবাসে অধর্মের সাথে করি বসবাস
আমি মুসলিম অন্তরিনে রাখি ঈমানের বাতিঘঁর
হায় কারবালা-শিক্ষা দিলানা আমায় মুসলিম হতে
কারবালার শিক্ষায় বুক চাপরাই আদর্শ মানিনা
ইসলাম ঘরে ঘরে কোরআন রাখি গিলাপে বন্দী
জিহাদ এলার্জির ওষধ এখনো আবিস্কার হলোনা
জীবনভর দিবানিশি অধম আদর্শের গান গাই
মরিবার কালে রাসুলের পানাহ্ চাই বলি-
আমি মিল্লাতে রাসুল!
হায় নির্লজ্য মুসলিম বুধ্ বুদ্ধি হলোনা....।অনেক ধন্যবাদ
আর পত্রিকাটি কি মানুষকে এতই বোকা মনে করে!!!
৫ মাস গর্ভধারনের সময়ে কি একটি সুস্থ মানবসন্তান এর জন্ম সম্ভব???
এই দেশটাকে এরা কি একটি বেশ্যালয় বানাতে চায়??
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
এদের মুখেই শুনতে হয় সামাজিক নৈতিকতার বুলি!!
Click this link
While reading your article, and going throgh the comments - i felt how incapable, the Muslims became over the period - due to accepting so called democracy over islam, accepting law enacted by peoples representatives over quran, accepting halal made by seculars over Allahs commandment - and for failing to resist aginist all those key pilars of Muslim life and living.
Now, as i understood there is no law in Bangladesh (as islam or sharia or quran is out lawed by the rulers and their supporters i.e. people) to say that these couple really did something illegal. Probably so, all of your arguments and logics were in the ares of culture, tradition and social. As culture, social and traditional practices do change over the period - no one actually made a comment criminalizing the act stating it is punishable as the proofs is clearly laid down by prothom alo.
I personally think Islam loving people do need to contemplate on this so called western hegemonistic democracy and find a way out of it - as for Muslim it is not the matter to live only - but to live as per the divine order.
Expecting your thought. And sorry for commenting in English due to technical difficulties.
তা মা যাই বলেন না কেন আমার প্রথম বাচ্চা কিন্তু আমাদের গ্রামের মতই হবে। তারপর যদি আপনাদের এলাকায় যেহেতু বিয়ে হয়েছে সেরকম হয কিনা দেখা যাবে।
ওদের পারায় বাচ্চা হয় ৫মাসেই।
আতঙ্কিত বোধ করছি এই ভেবে যে, আমাদের পরবর্র্তী জেনারেশন কোন সংস্কৃতি বা মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে!? কোথায় গিয়ে দাড়াবে সামাজিক অবস্থ?! আইয়ামে জাহেলিয়া!
এটাই মারাত্মক সমস্যা। আস্তে আস্তে সামাজিক এই বাধাকে স্বাভাবিক করে ফেলবে। অবৈধ বলে কিছু থাকবে না। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা জারজের কারখানায় পরিনত হবে। এরা না হবে মুসলিম,না হবে অমুসলিম,না হবে প্রগতিশীল। এরা হবে অজাইড়া প্রজন্ম,যাদের বেচে থাকা হবে শুধু তাদের নিজেদের জন্যে এবং অন্যের ক্ষতির জন্যে । অসম্ভব উদ্দেশ্যহীন একটি জাতিতে পরিনত হতে চলেছি
অনেক ভালো লাগলো লিখাটি।
তবে এই তথাকথিত অভিনেত্রী ফারজানা ছবির সংখ্যা তেমন বেশী নয়। তবে দুষ্ট ক্ষত অচিরেই নিরাময় না করলে যেমনি সেটা আরো মারাত্বক আকার ধারণ করে, ঠিক তেমনি এই ধরনের মানসিকতা পরিহার না করলে এবং এদেরকে সমাজ থেকে বয়কট না করলে, আআমদের কাছে একসময় এই সিস্টেমটি স্বাভাবিক হয়ে যাবে।
শুভেচ্ছা আপনার জন্য নিরন্তর।
জাজাকাল্লাহু খাইর।
আচ্ছা আপনাকে অনেক দিন ব্লগে দেখিনা, অবশেষে আসলেন, খুব খুব ভাল লাগল। যাবেন না কোথাও।
তাই লিভটুগেদার নামের নষ্টামির পথে সমাজের প্রতিটি স্তর!!! আমাদের চিন্তা চেতনা যতক্ষণ ধর্মের নিয়ন্ত্রণে আসবে না ততক্ষণ নষ্টামির অবসান হবেনা।
সময় উপযোগী পোষ্টের জন্য ধন্যবাদ।
তিন চার মাস ধরে amenorrhoea-র পর তারা বুঝতে পারে যে, বিষয়টিকে আর ধামাচাপা দেয়া যাবে না, তখনই তারা বিয়ের সিদ্ধান্ত নেয় ।
আর এর সাথে মনে হয় আরেকটি সাইকোলোজিক্যাল ব্যাপার জড়িত । ফারজানা ১৯৯৮ সালে অভিনয় শুরু করেন । ধরে নেয়া যায়, তার বর্তমান বয়স ৩৩ বছর । সব নারীর ইচ্ছা মা হবার । ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, ফারজানা গর্ভধারণ করে ফেলেছিল । তাই তারা বিয়ের সিদ্ধান্ত নেয় ।
যারা প্রেম করে, তাদের প্রায় সবাই জ্বেনা-ব্যভিচারে জড়িয়ে যায় ।
আল্লাহর ভয় এবং আখেরাতে জবাবদিহির ভয় মনে ধারণ করা ছাড়া পাপমুক্ত থাকার আর কোন উপায় আমার জানা নেই ।
মন্তব্য করতে লগইন করুন