তাহলে তো জয়কে ইন্ডিয়া, হাসিনাকে সাহারা মরুভূমি, আওয়ামী লীগকে ওয়াজিরিস্তানে পাঠিয়ে দিতে হয়...!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ১২ জুলাই, ২০১৪, ০৩:০৭:১৭ দুপুর
আকবরের দীনে ইলাহীর কথা মনে আছে? সেখানে "আসসালামু আলাইকুম-ওয়ালাইকুমুস সালাম" বলা নিষিদ্ধ করে চালু করা হয়েছিল "আল্লাহু আকবর-জাল্লে জালালুহু মা আকবারা শানুহু!" উদ্দেশ্য ছিল সবাই যেন আকবরের নামটি সবসময় স্মরণ করে!
অবৈধ প্রধানমন্ত্রীর পুত্র কথিত আইটি বিজ্ঞানী জয় দ্বিতীয়বার ক্ষমতা দখল করার পর ভাষা বিজ্ঞানী হিসেবে আবির্ভূত হয়েছেন! তিনি এবার দারুণ এক তত্ব তিনি হাজির করেছেন জাতির জন্য!
‘যারা “জয় বাংলা” না বলে “বাংলাদেশ জিন্দাবাদ” বলে তারা পাকিস্তানের এজেন্ট’ এবং যারা জিন্দাবাদ বলবে তাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে! কারণ হিসেবে ভাষাবিজ্ঞানী হিসেবে আবির্ভূত তথাকথিত আইটি বিজ্ঞানীর যুক্তি, জিন্দাবাদ নাকি উর্দু শব্দ আর একটি মাত্র উর্দু শব্দ ব্যবহারের জন্য নাকি এদেশের ৯৫% মানুষকে পাকিস্তানে চলে যেতে হবে (আওয়ামীরা এবার অবৈধভাবে ক্ষমতায় আছে মাত্র ৫% মানুুষের ভোটে)!
আসলে জিন্দাবাদ কি উর্দু শব্দ? জিন্দাবাদ ফার্সি শব্দ। ফার্সির সাথে পাকিস্তানের সম্পর্ক কি?! আর অন্য ভাষার শব্দ ব্যবহার করলেই কি দেশ ছেড়ে চলে যেতে হবে?! হাসিনা পুত্র কিভাবে বিজ্ঞানী হলো? ক্লাস ওয়ানের বাচ্চার জ্ঞানও তো মনে হচ্ছে হাসিনার আইটি উপদেষ্টার চেয়ে বেশি!
যেহেতু কথিত বিজ্ঞানী বিশাল তত্ব জাতির জন্য হাজির করেছেন সেহেতু আমরা আরো কিছু শব্দের মূল তার কাছে জানতে চাই-
১। সজীব ওয়াজেদ জয়- জয় শব্দটি বাংলা না হিন্দী?
২। জয়ের স্ত্রীর নাম ক্রিস্টিনা- এটি বাংলা নাকি ইংরেজি?
৩। জয়ের মা'র নাম হাসিনা- এটি বাংলা নাকি আরবি?
৪। জয়ের বাবার নাম ওয়াজেদ- এটি বাংলা নাকি আরবি? জয় নিজেও তা ব্যবহার করে!
৫। জয়ের নানার নাম মুজিবুর রহমান- রহমান বাংলা নাকি আরবি?
৬। জয়ের পার্টির নাম আওয়ামী লীগ- আওয়ামী ও লীগ এসব বাংলা নাকি উর্দু ও ইংরেজি?
জয়ের নিজ পরিবার ও দল থেকে আরো অনেক উদাহরণ দেয়া যায়। যার দলের নামই এসেছে উর্দু থেকে, নিজের নাম সহ যার পরিবারের অনেকের নাম আরবী, উর্দু, ইংরেজি শব্দে ভরপুর সেই জয় কিনা বলে এদেশের কোটি কোটি মানুষকে অন্যদেশে চলে যেতে? তাও মাত্র একটিশব্দ উচ্চারণের জন্য?!
আচ্ছা ঠিক আছে- যদি যেতে হয় যাবে, কিন্তু আমরা সবার আগে জয়কে দিয়ে শুরু করতে চাই। নব্য ভাষা বিজ্ঞানীর নিজের ফর্মূলা অনুযায়ী তাকে বেশ কিছু এ্যাকশান প্রথমে নিতে হবে-
১। নিজের নামের সাথে হিন্দী শব্দ ব্যবহার করার কারণে জয়কে প্রথমে ভারতে চলে যেতে হবে! রাজস্থানের মরুভূমিতে গেলে সবচেয়ে ভাল!
২। নামের সাথে ইংরেজি শব্দ ব্যবহারের জন্য জয়ের কথিত স্ত্রী ক্রিস্টিনা কোন ভাবেই যেন বাংলাদেশে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে।
৩। জয়ের মা যেহেতু নামের সাথে আরবি থেকে উৎপন্ন হাসিনা শব্দ ব্যবহার করছে তখন তাকে সাহারা মরুভূমিতে স্থায়ী ভাবে পাঠিয়ে দিতে হবে।
৪। সাথে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান ও জয়ের পিতা ওয়াজেদ মিয়ার কবর বাংলাদেশ থেকে শিফট করে সাহারা মরুুভূমিতে পাঠাতে হবে কারণ তাদের নামে সাথে আরবী শব্দ আছে!
৫। এরপর দলের নামের সাথে উর্দু আওয়াম শব্দ ব্যবহার করার জন্য স্বয়ং আওয়ামী লীগকে ওয়াজিরিস্তানের তালেবানদের কাছে পাঠিয়ে দিতে হয় এবং ওদেরকে ধর্মনিরপেক্ষতাবাদ শিখানোর দায়িত্বটা দিতে হবে!
আশা করি ইন্ডিয়ার সহযোগীতা নিয়ে জয় অতি তারাতারি উপরোক্ত ব্যবস্থা গুলো নিবেন।
আসলে হাসিনার এই স্বঘোষিত বিজ্ঞানী ছেলের মূল উদ্দেশ্য আকবরের উদ্দেশ্যের মতো বলেই মনে হয়। আকবর যেমন ইসলাম নিষিদ্ধ করে তার নামে সবকিছু চালু করার চেষ্ঠা করেছিল হাসিনা পুত্র জয়ও সে ধরনের কিছু করতে চায়। জয় বাংলা বলানোর মাধ্যমে আসলে জয় চাচ্ছে তার নাম সকলে জপতে থাকুক! এক সময় বলবে শুধু "জয় বাংলা" বললে হবে না, বলতে হবে "জাতির নাতি 'জয়' বাংলা!"
বিষয়: বিবিধ
৪১৪৯ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আমাগো আইন সভার বিগত সংসদের ধারা বিবরণীতে লিখন আছে হেতের আসল নাম নাকি দেবতাস চক্রবর্তী যার কোন পিত্র পরিচয় আছিল না। এ নিয়ে বাইয়ুনপির এক সংসদ মেম্বারনী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কেন্তু কুনো আওমী আবাল এই চ্যালেঞ্জ গ্রহণ করে তাগো পিত্র পরিচয়হীন জন্মদাতার জন্ম পরিচয়ের গ্যাঞ্জাম পরিস্কার করণের লিগ্যা এগিয়ে আইলো না আইজ পর্যন্ত।
তার শিশুসূলভ কথাবার্তা শুনে বুঝার উপায় নেই যে, বিখ্যাত পরমানু বিজ্ঞানী মরহুম ড. ওয়াজেদ মিয়ার ওরষজাত সন্তান! যেহেতু শেখ হাসিনার মুখের ঝাঝালো অরাজনৈতিক ও নিম্ন মানের অরুচিকর দুর্গন্ধযুক্ত বেফাস শব্দাবলী দ্বারা গোটা জাতি নাকে আঙ্গুল দিয়ে থাকে তাই সে ব্যাপারে নতুনভাবে কিছু বলার নেই। মিস্টার জয় শেখ হাসিনার ছেলে হিসেবে মাতৃসূত্রে বাই ডিফল্ট আচার আচারণ পেয়েই থাকবে- এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যে একজন দেশ বরেণ্য স্পষ্টবাদী পরমানু বিজ্ঞানীর রক্ত রয়েছে। এমন একজন পিতার সামান্যতম খাসলতও কি অর্জন করতে পারলো না মিস্টার জয়? তার যা কিছু অর্জন সবগুলোই কি মাতৃসূত্রে পাওয়া? যদি তাই হয় তবে মিস্টার জয় সম্পর্কে বেশী কিছু বলাটাই হচ্ছে নিজেকে অনেক নীচু পর্যায়ে নামিয়ে ফেলা।
'আওয়ামী' একটি উর্দূ শব্দ আর লীগ ইংলিশ ! আওয়ামী লীগ এই দলের নামেই কোনো বাংলা শব্দ নেই। তাহলে কি তাদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে?
জয়ের অধিকাংশ কথাবার্তা এত ভাসাভাসা যে, মনে হয় না উচ্চ শিক্ষিত একজন মানুষ তিনি। আসিফ নজরুলের কথাটাই কোট করলাম এবং তার সাথে একমত যে জয় কোন সব্য ও শিক্ষিত হতে পারে না। হয়ত অধিক মদ্রপ পানে এমন হয়েছে।
জিয়া নামের আধিক্য যেহেতু চীনাদের মধ্যেই বেশী দেখা যায় - তাই খালেদা জিয়াকে চায়না চলে যেতে হবে ।
সে জন্মগত বুদ্ধি প্রতিবন্ধী।
উপরে মামার চেহারাখান দ্যাখেন, বুদ্ধি প্রতিবন্ধী চেহারায়ই বুজা যায়!
একটু আগে আওয়ামি সমর্থক(ছিলেন) অধ্যাপক আসিফ নজরুল তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফেসবুকে সন্দেহ প্রকাশ করেছেন।
মন্তব্য করতে লগইন করুন