সামান্য বাতাসেই চরম অহংকারী হাসিনার মন্ত্রী, এমপি, পুলিশের পতন ও ভৌঁ দৌড়...
লিখেছেন লিখেছেন পুস্পিতা ১২ জুন, ২০১৪, ০৯:৪৩:৩৬ রাত
এসএসএফ প্রহরায় চরম আত্মবিশ্বাসী, দূর্দান্ত সাহসী (!) হাসিনা সরকারের মন্ত্রীদের মুখ দিয়ে নিয়মিত ঘূর্ণিঝড় উঠছে। পারলে দেশের মানুষকে তারা পিঁপড়ের মতো পিষে ফেলে। কাউকে কেয়ার করে না! আওয়ামী মন্ত্রীরাই যেন এদেশের বিধাতা! সেই বিধাতারা চরম বিপর্যয়ে পড়েছে সামান্য বাতাসের ধাক্কায়! মঞ্চ, চেয়ার, মন্ত্রী, এমপি, পুলিশ, সাঙ্গপাঙ্গ সবাই এক বাতাসের ধাক্কায় হুমড়ি খেয়ে পড়েছে। মন্ত্রী, পুলিশ, সাঙ্গপাঙ্গরা এমন ভাবে ভৌঁ দৌড় দিয়েছে কে দেখে কার দিকে! কার খবর কে নেয়! চাচা আপন প্রাণ বাঁচা স্টাইলে আগে নিজে বাঁচি তারপর জাতির পিতার (?!) নাম! ঠিক যেমন স্বৈরাচারী শেখ মুজিবের পতনের সময় হয়েছিল। তাই সাবধান, বাড়াবাড়ি বন্ধ করুন, পতন যখন ললাটের লিখন হয়ে যাবে তখন কেউ আর ঠেকাতে পারবে না! না হাসিনা, না ভারত, না মন্ত্রী, না পুলিশ! সাবধান না হলে হঠাৎ দেখা যাবে সবকিছুই ইতিহাস। উদাহরণ আওয়ামী লীগের ভিতরেই আছে।
উপরের মঞ্চে বসা অবস্থায় বাতাস, এরপর আওয়ামীদের হুমড়ি খেয়ে পড়া এবং ভৌঁ দৌড়!
বিষয়: বিবিধ
১৮২৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আকাশ কুসুম চিন্তা নিয়েই চলতে হবে আপনাদের ।
যান।
Some people do not take the lesson from history.
মন্তব্য করতে লগইন করুন