নারীদের তেঁতুল বানালো কে, মাওলানা শফিরা না তথাকথিত সুশীলরা?!

লিখেছেন লিখেছেন পুস্পিতা ০৯ জুন, ২০১৪, ০৩:৩৯:১১ দুপুর



প্রশ্ন- নারীর চাকরির উদ্দেশ্য কি? বা নারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয় কি জন্য?

উত্তর- কেন বসদের মনোরঞ্জনের জন্য! বসদের আকর্ষন করার জন্য! বসদের খুশি রাখার জন্য! নারীদের আর কি কাজ সেখানে!

প্রতিক্রিয়া- কি অসভ্য কথাবার্তা?! নারীদের আপনারা কি মনে করেন? আপনাদের এসব বাজে কথার উদ্দেশ্য হলো নারীদের ঘরে আবদ্ধ করে রাখা! নারীদের অপমান করা!

উপরের কথাবার্তাগুলো পড়লে কি মনে হয় না কাঠমোল্লা টাইপের কেউ নারীদের চাকরি নিয়ে ওই মনোভাব পোষন করে?!

হ্যাঁ, তাইতো মনে হচ্ছে! মোল্লারা তো সব সময় ওই রকম! তাদের কাজই নারীর অগ্রযাত্রায় বাঁধা সৃষ্টি করা। ওই ধরনের ফালতু কথাবার্তা মাধ্যমে মোল্লারা চায় নারীদের সেই মধ্যযুগে ফিরিয়ে নিতে! এই ধরনের মনোভাব যারা পোষন করে তাদেরকে আর যায় হোক নারী অধিকারপন্থী বলা যায় না! নারীর চাকরী পুরুষের মনোরঞ্জনের জন্য- এই ধরনের বাজে কথা কিভাবে বলা হয়? কি অসভ্য ও বর্বর তারা!

হুমম... আসলেই তো অসভ্য ও বর্বর! কিন্তু এবার যারা নারীর ব্যাপারে ওই ধরনের মন্তব্য করেছে তারা কিন্তু কাঠমোল্লা নয়! মোল্লারা কখনোই ওই ধরনের মন্তব্য করেনি। এসব কথা যারা বলেছে তারা এদেশের সবচেয়ে সুশীল, আধুনিক, প্রগতিশীল, নারী অধিকারপন্থী বলে দাবীদার মিডিয়া! নারীদের চাকরি নিয়ে প্রথম আলো অভিসার থেকে অফিসে শিরোনামে ও banglanews24.com বসকে আকর্ষণে যে রঙে ঠোঁট রাঙাবেন! শিরোনামে একই দিন দুটি রিপোর্ট করে। মোটামুটি তারা যা বলতে চেয়েছে তা হলো-

১। রঙিন ঠোঁটের হাসিতে যদি একবার বসের হৃদয় নাড়া দিতে পারেন, তবে পদোন্নতির পথ পরিষ্কার! লাল ঠোঁটের অভিব্যক্তি কেবল অভিসারের দিন কিংবা নৈশ নিমন্ত্রণের জন্য তুলে রাখার দিন শেষ।

২। গাঢ় ও আবেদনময়ী মেকআপ মেখে বসদের প্রতি দুর্বলতার ভান করে আচরণ করলে কর্মস্থলে পদোন্নতির পথ গতিশীল হয়।

৩। বসদের মন পটানোর জন্য ছোট সাইজের ব্লাউজ ও হাই হিলের জুতা পরা।

৪। বসের সঙ্গে ‘ফ্লার্ট’ করা বা বসকে আকৃষ্ট করতে পারাটা চাকরিতে উন্নতির একটা অন্যতম চাবিকাঠি।


অর্থাৎ নারীর অন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই, ছোট-খাট, খোলামেলা ড্রেস পরে, উগ্র মেকআপ নিয়ে, ঠোঁট লাল করে, বসের সাথে ফ্লার্ট করে, বসকে আকৃষ্ট করতে পারলেই নারী সফল! এসব করবেন তো জিতবেন, না হলে হারবেন! বসরা নারী কর্মীর কাছে এসবই চায়, এসব যে নারী দিতে পারবে তারাই শুধু এগিয়ে যাবে! অফিসে নারী নিয়োগ দেয়া হয় এসবের জন্যেই!

এসব কথা কিন্তু কোন কাঠমোল্লার নয়, গ্রাম্য কোন অশিক্ষিত মানুষের নয়! এসব পরামর্শ আমাদের দেশের উচ্চমার্গীয় সুশীলদের! যারা নারী অধিকার নিয়ে সারাদেশ তোলপাড় করে! ওদের নারী অধিকারের শ্লোগানের আসল উদ্দেশ্য কি, সুশীলরা ঠিক কোন পথে নারীকে তথাকথিত প্রগতির পথে নিয়ে যেতে চায় তা একেবারে উদাহরণ সহ বলে দিলো!

হেফাজত ইসলামের মাওলানা সফি সাহেব নারীদের সতর্ক করে বলেছিল নারী, তোমরা ঘরের বাইরে অপ্রয়োজনীয় কাজ বাদ দাও, খুব প্রয়োজন না হলে ঘরে থাকো, নিজের পরিবারকে সময় বেশি দাও। বাইরে যেতে হলেও এমন ভাবে যাও, যাতে তোমার সৌন্দর্য সবার সামনে উম্মূক্ত না হয়ে পড়ে। কারণ বাইরে লম্পট পুরুষরা তোমাদের তেঁতুলের মতো মনে করে, তোমাদের গিলতে চায়!

এটা বলার পর তথাকথিত সুশীলদের কি চিৎকার, গালাগালি! নারীকে তেঁতুল বলেছে মোল্লারা! বলেছিলাম না ওরা নারী অধিকারের পরিপন্থী! মোল্লাদের দৃষ্টি নারী যোগ্যতার দিকে নয়, ওদের দৃষ্টি শুধু নারীর শরীরের দিকে ইত্যাদি ইত্যাদি!

শফি সাহেব কি বলতে চেয়েছিল আর সুশীলরা কি বুঝলো! শফি সাহেব নারীদের সতর্ক করেছিল লম্পটদের যে লালসার ব্যাপারে সে লালসাই কি প্রথম আলো ও banglanews24.com এবার প্রকাশ করে দেয়নি? নারীকে কে তেঁতুল বানাতে চায়? মোল্লারা না সুশীলরা? তথাকথিত নারীবাদীদের ঠিক এসব নষ্ট ও অশ্লীল লালসা থেকেই তো নারীদের মুক্ত রাখতে চেয়েছিল শফি সাহেবরা। যারা নারীদের সম্মান দিতে চাইলো তারা হয়ে গেলো অপরাধী আর যারা নারীদের নানা রঙ্গে, আঙ্গিকে, স্টাইলে, কৌশলে ভোগ করতে চায় তারাই হলো সুশীল!

এসবের মাধ্যমে সুশীলরা কি আবারও প্রকাশ করে দিলো না, ওদের দৃষ্টিতে নারী আসলে পণ্য, ওই পণ্যেকে যার সুযোগ আছে, ক্ষমতা আছে সে তার ইচ্ছে মতো ব্যবহার করবে, নারী শরীর সর্বস্ব জীব, নারীর কাজই নষ্টদের লালসা পুরণ করা। নারীর আর কোন যোগ্যতা নেই, কাজ নেই, নারীর একমাত্র যোগ্যতা- শরীর ও তা কত বেশি আকর্ষনীয় ভাবে পুরুষের কাছে তুলে ধরতে পারা! যে বেশি আকর্ষনীয় ভাবে উপস্থাপন করতে পারবে, যত্রতত্র বিলিয়ে দিতে পারবে, সেই নারীই সফল! এসবই কি ওরা বলতে চায়নি ওই রিপোর্টগুলোর মাধ্যমে?

তাহলে নারীদের অসম্মানিত করলো কে, তেঁতুল বানালো কে, মাওলানা সফিরা না সুশীলরা?

বিষয়: বিবিধ

৯৯৫৮ বার পঠিত, ১২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232789
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:৪৩
নোমান২৯ লিখেছেন :






কি আর বলব ?ভ্যারি স্যাড এন্ড ন্যস্টি কাহিনী । ভাল লাগে না ।এ নিয়ে কথা বলতে / লিখতে ।
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:৫০
179498
পুস্পিতা লিখেছেন : নারীদের চুড়ান্ত অপমান করলো প্রথম আলো ও বাংলানিউজ।
232791
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:৫০
নীল জোছনা লিখেছেন : আপা যে তেতুলের লিপটা দিছেন না সেটা দেখেই অবস্থা কাহিল। উম্মি উম্মি Kiss Kiss Kiss Kiss
০৯ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
179501
পুস্পিতা লিখেছেন : ছবিটাও নিয়েছি সেই সব পত্রিকার রিপোর্ট থেকে...
232795
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:০৬
হতভাগা লিখেছেন : যে সব পেশার ক্ষেত্রে রুপ ও দেহ সৌষ্ঠব দেখিয়ে বাজিমাত করা যায় মেয়েরা সে সব পেশায় তা দেখাতে মোটেও কসুর করে না । বরং প্রতিযোগিতা করে এ নিয়ে ।

আর যার কাছ থেকে সে Un due privilage নিতে চায় তাকে তো satisfy করতেই হয় ।
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:১১
179506
পুস্পিতা লিখেছেন : তথাকথিত সুশীল মিডিয়া দুটি সকল পেশা, সকল নারীর ব্যাপারে এসব বলতে চেয়েছে।
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৩৮
179517
হতভাগা লিখেছেন : কিন্তু আপনারা এই নারীরাই তো শফি সাহেবদের বিরুদ্ধে , তাদের ১৩ দফার বিরুদ্ধে সমাবেশ করছেন ।

কখনও কি সুশীলদের এই ভন্ডামীর বিরুদ্ধে সমাবেশ করেছেন ?
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৪৩
179522
পুস্পিতা লিখেছেন : হ্যাঁ, তথাকথিত ওসব সুশীলদের খপ্পড়ে পড়েছে অনেক নারী। তারা সবকিছু দেখছে তারপরও কেন যেন তারা অন্ধ, বিবেক বন্ধ। তাই না জেনে না বুঝে অনেক নারী ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, অথচ যারা নারীকে ধ্বংস করতে চায় তাদের পক্ষে কিছু নারী কথা বলে!
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৫২
179526
হতভাগা লিখেছেন : কেন নারীরা শফিদের পক্ষে সমাবেশ করতে পারে না ?
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৮
179534
পুস্পিতা লিখেছেন : আমরা লিখছি তো...
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:৫২
179550
হতভাগা লিখেছেন : শুধু লিখলে বা মুখে বললে তো হবে না ! প্রমান করে দেখাতে হবে । সভা-সমাবেশ , মিটিং-মিছিল করে ।

এন্টি শফিরা তো করে দেখিয়েছে ।

আর এসব না করলে আমরা কিভাবে বুঝবো যে আপনারা এন্টি শফি নন ?
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
192239
বুড়া মিয়া লিখেছেন : কঠিনভাবে সহমত। এ বিষয়ে একটা জানা ঘটনা না বলে আর পারছি না!

আমার এক পরিচিত, তার অধীনস্ত দুই নারী কর্মী – তাদের দু’জনকেই সে পরিচিত ভোগ করেছে। এদের মধ্যে একজনের চাইতে আরেকজনের ডিমান্ড সে পরিচিত-র কাছে একটু বেশী। তো এ ব্যাপারটা – যার ডিমান্ড কম সে সহ্য করতে না পেরে – বাকযুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত ড্রেসিং রুমে গিয়ে দুই নারী কর্মী চুলাচুলি পর্যন্ত করেছে।

বিষয়টা যখন জানা-জানির পর্যায়ে চলে এসেছে, আমার সে পরিচিত, সে জায়গা ছেড়ে গিয়ে নতুন জায়গায় মৌজে চাকরী করে যাচ্ছে ...
232799
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:১৪
ইমরান ভাই লিখেছেন : সুশীলরা Thumbs Up Thumbs Down Rose Rose
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:১৫
179507
পুস্পিতা লিখেছেন : আশা করি এবার তথাকথিত নারী নেত্রীরা তা বুঝতে পারবে।
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
179508
ইমরান ভাই লিখেছেন : ভুলে একটা ইমু আংগুল ডাউন পরে গেছে...Crying Crying
১০ জুন ২০১৪ সকাল ০৮:৩১
179782
ইমরান ভাই লিখেছেন : পোস্টের ছবিটা চেঞ্জ করা যায় না? প্লিজ....Rolling Eyes
232801
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:১৮
সন্ধাতারা লিখেছেন : Your example and justification so called sushil will not listen to, they know what they are doing and what to do. So women have to be aware and take care of themselves for saving them for two world. Thank you sister for nice piece of writing.
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:২১
179509
পুস্পিতা লিখেছেন : হ্যাঁ, তথাকথিত নারীবাদী ও সুশীলদের মুখোশ উম্মোচিত হচ্ছে। আশা করি নারীরা এবার সতর্ক হবে এবং বুঝার চেষ্ঠা করবে নারী অধিকারের নামে ওরা নারীদের কি বানাতে চায়।
232802
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:১৯
নূর আল আমিন লিখেছেন : আপু একটা কথা আছে কৃষ্ণ করলে লিলা আমরা করলে লুইচ্ছামী@
.
.যদি হুজুর রা এসব বেহাপনা দেখে সতর্কতা করতে চায় তাহলেই হুজুররা তেতুলবিরোধী হয়ে যায়!
.
.
.আর শুশিলরা লিটনের ফ্ল্যাটে নিয়ে তেতুল চাটনি বানালেও দোষের কিছু না!

.মাইন্ড করবেন না কেউ Big Grin
.
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:২১
179510
পুস্পিতা লিখেছেন : তথাকথিত সুশীলরাই নারীদের সবচেয়ে বেশি অসম্মানিত করে।
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
179511
মাজহার১৩ লিখেছেন : সুন্দর বলেছেন। মার ডালা।
232804
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:২১
আমি মুসাফির লিখেছেন : সুশীলরা কিন্সতু শফি সাহেবের কথা এমন ভাবে অনুধাবন করতে পেরেছে যে নারীরা যদি শফি সাহেবদের কথা মত চলে তাহলে তো এই লম্পট বসেরা বা বেহায়াপনা সুশীলরা নারীদেরকে তো চাকুরি দিয়ে বা অন্য কোন ভাল সুযোগ দিয়ে ভোগ করতে পারবে তা্ই তেলেবেগুনে জ্বলে উঠেছিল।

ধন্যবাদ আপাকে সুশীলদের মুখোশ উন্মাচনের জন্য।
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
179513
পুস্পিতা লিখেছেন : তথাকথিত সুশীলদের ভয় নারীরা যদি সচেতন হয় তাহলে তাদের নষ্টামি তো বন্ধ হয়ে যাবে। তাই তারা সবসময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়।
232812
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৩২
আবু জারীর লিখেছেন : আমাদের প্রধানমন্ত্রী নারী উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার সফল বাস্তবায়ন করেছে নারায়নগঞ্জের মহিলা কমিশনার নীলা। নূর হোসেনদের মত ক্ষমতাধরের রক্ষিতা হওয়ার চেয়ে নারী উন্নতির দৃষ্টান্ত আর কি হতে পারে? মোল্লারা চায় নারীকে রক্ষা করতে কিন্তু ধর্মহীন সেকুলার আর নষ্ট বামেরা চায় নারীকে রক্ষিতা করতে। এখানেই মূলত আলেম সমাজ এবং সেকুলার ও বামদের মধ্যে পার্থক্য।
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
179516
পুস্পিতা লিখেছেন : নীলাদের এই ধরনের উদাহরণ ও তথাকথিত সুশীল মিডিয়াগুলোর এসব রিপোর্টের মাধ্যমে বাস্তবে প্রমাণিত হলো সুশীলতার আড়ালে ওরা নারীকে কি বানাতে চায়। এবার যদি নারীরা সচেতন হয়।
232818
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নারীর অধিকার নিয়ে যারা বেশি চিল্লায় তারা মনে করে নারী এই আধুনিক জামানার ওয়ান নাম্বার প্রোডাক্ট! তখাকথিত সুশীলের বাচ্ছারা....
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৪৪
179523
পুস্পিতা লিখেছেন : আশা করি নারীরা এবার এসব ষড়যন্ত্র বুঝার চেষ্ঠা করবে।
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
179580
পারভেজ লিখেছেন : সেটাই তো আমরা দেখছি। টেলিভেশন বা বিলবোর্ডে কোথায় বাদ আছে নারী। এরা এমন যে, কার সাথে কি যায় সেটা পর্যন্ত আলাদা করতে পারছে না। আর নারী, তাদের কথা আর কি বলবো।
১০
232826
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৫১
আনিছুর রহমান লিখেছেন : পড়ে খুব ভাললাগল।
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৫
179530
পুস্পিতা লিখেছেন : ধন্যবাদ...
১১
232827
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
সুশীল লিখেছেন : আমারে কি গালী দিলেন আপূ কীন্তু ভালো সুশীল Crying Crying Crying
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৫
179531
পুস্পিতা লিখেছেন : না, তথাকথিত সুশীলদের ব্যাপারে বলেছি।
১২
232828
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৫৬
মোবারক লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোস্ট এর জন্য। ভালো লাগলো
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৬
179532
পুস্পিতা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ...
১৩
232832
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : চমৎকার একটি পোস্ট স্টিকি করার জন্য মডারেটরকে অনেক ধন্যবাদ।

ইসলাম যেখানে নারীকে দিয়েছে সম্মান ও মর্যাদা,নারীর নিরাপত্তার জন্য দিয়েছে পর্দাপ্রথা।
আর নারীকে যারা টাকায় কিনতে পাওয়া যাওয়া সস্তা প্রোডাক্ট মনে করে সে বিকারগ্রস্তরাই নারীর পর্দা প্রথার বিরোধীতা করে।

বাংলানিউজ২৪.কম এর এ রিপোর্ট দেখেও যদি আমাদের বোধোদয় না হয়, তাহলে আর কবে হবে?
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৮
179533
পুস্পিতা লিখেছেন : পর্দা প্রথা দিয়েছে বলেই তথাকথিত সুশীলদের ইসলাম এত অপছন্দ। তাই তারা বিভিন্ন কৌশলে নারীকে পর্দাহীন করতে চায় যেন নারী ওদের জন্য পণ্য হয়ে উঠতে পারে।
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
179582
পারভেজ লিখেছেন : এখন আর কোন হৃদয়বান টু-শব্দটি করছে না। আমার মনে হয় সাহিত্য ভাষায় উপস্থাপন করলে শফি হুজুরের ওরকম সমালোচনায় পড়তে হতো না।
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
179583
পারভেজ লিখেছেন : এখন আর কোন সুশীল টু-শব্দটি করছে না। আমার মনে হয় সাহিত্য ভাষায় উপস্থাপন করলে শফি হুজুরের ওরকম সমালোচনায় পড়তে হতো না।
১৪
232836
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:১৫
লোকমান বিন ইউসুপ লিখেছেন : অবাধে মিলামেশা ইতর প্রানীদের জন্যে। সংরক্ষিত মেলামেশা পৃথিবীর স্থিতিশীলতার জন্যে জরুরী।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৪
179643
পুস্পিতা লিখেছেন : বুঝা যাচ্ছে তথাকথিত সুশীলরা আসলে ইতর প্রাণী বিশেষ!
০৯ জুন ২০১৪ রাত ০৯:৪৩
179660
আবু জান্নাত লিখেছেন : সত্য বলেছেন, ধন্যবাদ।
১৫
232837
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই লিখেছেন,ওরা সুশীল নয়, ভদ্রবেশি বেশ্যাবাজ!
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৫
179647
পুস্পিতা লিখেছেন : জাতিকে সম্পূর্ণ ধ্বংস করার টার্গেট নিয়ে ওরা কাজ করছে।
১৬
232838
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:২০
ইবনে আহমাদ লিখেছেন : বাংলাদেশের সূশীল বান্ধব মিডিয়াতে এরকমই নারীকে অন্যের ভোগের পণ্য হিসাবে চিত্রিত করা শিক্ষিত করার কাজটা করে।এটা নতুন নয়।
বিপরীতে আহমদ শফি সাহেবদের সাথীরা এই বিষয়টাকে গণমানুষের সামনে নিয়ে আসতে ব্যর্থ হয়। আপনাকে এজন্য মন থেকে দোয়া করি। মোবারকবাদ।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৬
179649
পুস্পিতা লিখেছেন : তথাকথিত সুশীলরাই যে আসলে নারীর চরম অবমাননাকারী তা সঠিক ভাবে তুলে ধরার ব্যর্থতা আমাদের সকলের আছে।
১৭
232844
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:২৬
নীল দাদা লিখেছেন : শফি সাহেব কি বলতে চেয়েছিল আর সুশীলরা কি বুঝলো! At Wits' End
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৭
179651
পুস্পিতা লিখেছেন : নারীরা যদি পর্দা মেনে চলে তাহলে সুশীলরা পণ্য পাবে কোথায় সে ভয়েই শফি সাহেবের কথাকে উল্টো করে প্রচার করেছে।
১৮
232845
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
প্রবাসী আশরাফ লিখেছেন : তথাকথিত সুশীলদের চপেটাঘাত করার জন্য যথেষ্ট হয়েছে যুক্তিখন্ডন। ষাড় ঝাপর ইকবাল টাইপের সুশীলদের উদ্যেশ্য মেয়েদের সৌন্দর্য্য উপভোগ করা তাদের সম্মান দেওয়া নয়।

ধন্যবাদ রইলো বরাবরের মতো সাহসী লেখনীর জন্য... Rose Rose Rose
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৮
179653
পুস্পিতা লিখেছেন : সুশীল নামের প্রাণীরাই আসল নারী অবমাননাকারী।
১৯
232850
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:৩৯
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৮
179654
পুস্পিতা লিখেছেন : ধন্যবাদ...
২০
232853
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:৪৩
আহমদ মুসা লিখেছেন : পড়েছি, এখন একটু ব্যস্ত। পরে বিস্তারিত মন্তব্য করবো ইনশায়াল্লাহ।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৮
179655
পুস্পিতা লিখেছেন : ধন্যবাদ...
২১
232856
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:৪৮
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
179585
পারভেজ লিখেছেন : আপনার সাথে একমত।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৪৩
179661
পুস্পিতা লিখেছেন : তথাকথিত সুশীল মিডিয়াগুলো আসলে এদেশের সবচেয়ে বড় নারী অবমাননাকারী।
২২
232864
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নারি যখন যোগ্যতায় নয় বরং স্রেফ নারি হিসেবে কোটায় চাকরি পায় তখন এই ধরনের পরামর্শ তাদের দরকার তো হবেই!!!
দেশের টেলিকম সেক্টরে দির্ঘদিন চাকরির সময় দেখেছি অনেক ক্ষেত্রে স্রেফ নারি হওয়ায় যোগ্যতর ছেলেকে বাদ দিয়ে নিযুক্তি বা প্রমোশন দেয় হয়েছে। কিছু ক্ষেত্রে অবশ্যই নারিদের অগ্রাধিকার দেয়ার প্রয়োজন আছে। যেমন প্রাইমারি শিক্ষা,নার্সিং,অফিস ম্যানেজমেন্ট। অভিজ্ঞতাতে দেখেছি নারিরা এই সব ক্ষেত্রে অনেক ভাল করে। কিন্তু যখন সমানাধিকার! প্রতিষ্ঠার নামে নারিদেরকে পন্য বানান হয় তখন যোগ্যতার আর কি মুল্য?
যে প্রতিষ্ঠান যোগ্যতার মুল্য না দিয়ে স্রেফ ইম্প্রেশন আর আকর্ষন এর জন্য কাউকে অনুপযুক্ত পদে নিয়োগ দেবে তার ধ্বংসও হতে বেশি সময় লাগবে না।
এই সুশিল রা কেবল দেশের সমাজ-সংস্কৃতিকে ধ্বংস করতে চাচ্ছেনা। সেই সাথে দেশের অর্থনিতিরও বারোটা বাজাতে চেষ্টা করছে।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৪৬
179664
পুস্পিতা লিখেছেন : তথাকথিত সুশীলরা যোগ্যতা নয়, নারীত্ব এবং নারীত্বকে কত সহজে ওদের মাঝে বিলিয়ে দেয়া যায় সেটিকে নারীর সবকিছু পাওয়ার মানদন্ড করেছে। নারী জাতির জন্য এটি খুবই ভয়ংকর ও চরম অপমানের।
১০ জুন ২০১৪ সকাল ০৮:৩১
179784
হতভাগা লিখেছেন : 'কিছু ক্ষেত্রে অবশ্যই নারিদের অগ্রাধিকার দেয়ার প্রয়োজন আছে। যেমন প্রাইমারি শিক্ষা,নার্সিং,অফিস ম্যানেজমেন্ট। '''

০ আর এজন্যই মনে হয় প্রাইমারী স্কুলে শিক্ষক হতে ছেলেদের লাগে ডিগ্রী পাশ আর মেয়েদের মেট্রিক পাশ । মানে , একজন মেট্রিক পাশ করা মেয়ের যোগ্যতা একজন ডিগ্রী পাশ ছেলের সমান !

বাংলাদেশ কেন পিছিয়ে আছে সমসাময়িক দেশগুলোর তুলনায় এটা এখন বুঝলাম ।
১০ জুন ২০১৪ সকাল ১০:৫৮
179822
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেনাবাহিনির সিপাহি দের ভর্তির যোগ্যতা এসএসসি। এরপর ছয়মাসের সামরিক প্রশিক্ষন। এই প্রশিক্ষন এর পরই সিগন্যাল কোরের সদস্যরা অত্যাধুনিক টেলিকম ইকুইপমেন্ট ব্যবহার করে। একন যদি কেউ বলে যে সে ইঞ্জিনিয়ার বিধায় সেই দায়িত্ব তাকেই দেয়া উচিত সেটা কি গ্রহনযোগ্য???
উচ্চতর ডিগ্রি থাকলেই কাজের জন্য বেশি যোগ্য হয়না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চশ্রেনির জ্ঞান এর প্রয়োজন নাই। যেটা প্রয়োজন শিশুদের সাথে সহজে মিশে যাওয়া এবং শিশুদের মানসিক অবস্থা বুঝে তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া। এই জন্য উচ্চ ডিগ্রিধারি পুরুষের চেয়ে সল্প শিক্ষিত একজ মহিলাই ভাল করবেন কারন প্রকৃতি নারিদেরকে যে মাতৃত্ববোধ দিয়েছে সেটা পুরুষদের দেয়নি।
১০ জুন ২০১৪ সকাল ১১:২৫
179835
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কারো বৌ যদি প্রাইমারী স্কুলের শিক্ষক হয় তাহলে তার বৌয়ের পক্ষে সাফাই গাইতেই হবে। না হয় আম ছালা দু'টো তো হারাতে হবেই। তার উপর রয়েছে অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার আশংকা। যদি বৌয়ের পক্ষে সাফাই গাইতে কেউ ব্যর্থ হয় তবে রাইতের মাস্টারের কাছে তাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে।
২৩
232865
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
ব্লগার শুয়েব আহমেদ লিখেছেন : ওহ খুব ভাল লিখেছেন„
ওরা সুশীল নয়. ওরা কুশীল।
নারীদের কো উপভোগ করতে
পারবেন বিদায় তারা আহমদ
আহমদ শফীর বিরুদ্বে খারাপ
মন্তব্য করেছে,
ওরা হল ব্যশ্যার ম্যনেজার।
আহমদ শফী সাহেব খুব সুন্দর
কথা বলেছেন,
এতে মর্যাদা রক্কা হয়।
„„„„ধন্যবাদ সুন্দর লিখাতে,,,,
০৯ জুন ২০১৪ রাত ০৯:৪৮
179665
পুস্পিতা লিখেছেন : নারীকেই এখন বুঝতে হবে তথাকথিত সুশীলদের ষড়যন্ত্র।
২৪
232872
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের সকল নষ্টের মূলে এই পঁচা দিমাকের অধিকারী তথাকথিত সুশীলরা।হলফ করে বলতে পারি শয়তানির আড্ডি তারা তথাকথিত সুশীলরা।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৪৯
179667
পুস্পিতা লিখেছেন : সুশীলরাই এখন নারীকে সবচেয়ে বেশি অপমান করছে।
২৫
232875
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
লাল সবুজ লিখেছেন : তথাকথিত প্রগতিবাদিদের কাছে প্রশ্ন নারি স্বাধিনতা মানে কি অবাদ মেলামেশা? তাহলে ইভটিজার খামোখা দোষ দিয়ে কি লাভ। ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ জুন ২০১৪ রাত ০৯:৪৯
179668
পুস্পিতা লিখেছেন : ওরা এভাবেই পুরো সমাজকে নষ্ট করতে চাচ্ছে।
২৬
232884
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : সুশীলরাই সবছেয়ে বেশি চরিত্রহীন, তারাই নারীদের ভোগের পন্য বানিয়ে চেড়েছে, আর কেন যানি নারীরাই তাদের বেশী পচন্দকরে , এ অংকের কোন দিন হিসাব মিলেনাই। আপু আপনাকে ধন্যবাদ এই সত্য বানী গুলু তুলে ধরার জন্য।


০৯ জুন ২০১৪ রাত ০৯:৫০
179669
পুস্পিতা লিখেছেন : ওরা নিজেরা চরিত্রহীন এখন পুরো জাতিকে চরিত্রহীন করার ষড়যন্ত্র করছে।
২৭
232885
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
বাকপ্রবাস লিখেছেন : এই দ্বন্দের সমাধান আছে বলে মনে হয়না, এই টুকুন আশা করি যারা পর্দা মেনে চলতে আগ্রহী অন্তত তাদের যেন কোন সমস্যা নাহয়, সময় এখন এমন পর্দা মানলেই বিপদ
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫১
179671
পুস্পিতা লিখেছেন : সুশীলরা এমন অবস্থা তৈরি করছে সামনে মনে হচ্ছে আইন করে পর্দা তুলে দেয়া হবে!
২৮
232894
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২২
সন্ধাতারা লিখেছেন : Congratulations for sticky post.
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫১
179672
পুস্পিতা লিখেছেন : ধন্যবাদ...
২৯
232895
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২২
সাদাচোখে লিখেছেন : চমৎকার লিখেছেন। কোন সন্দেহ নেই। সাধুবাদ রইল।

ব্যাক্তিগতভাবে আমি পোষ্টের সাথে ছবিটার - প্রচন্ড বৈসাদৃশ্য দেখছি - এবং এটা ভাবার চেষ্টা করলাম - ছেলেদের হিজাব বোধ ও মেয়েদের হিজাব বোধ এ প্রচন্ড পার্থক্য।

দয়া করে কি ছবিটা সরিয়ে ফেলে যে সকল ভাই হিজাব মেইনটেইন করতে চায় - তাদের প্রতি একটু সুবিচার করা যায় - শুধু মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে?
৩০
232917
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
ধন্যবাদ লিখেছেন : Rose Rose Rose Rose Rose সুন্দর একটি লেখা পোষ্টানোর জন্য ধন্যবাদ Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫২
179673
পুস্পিতা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ...
৩১
232920
০৯ জুন ২০১৪ রাত ০৮:০৩
পবিত্র লিখেছেন : অসাধারন! Good Luck
চমৎকার যুক্তি!! Thumbs Up

নারীদের যে ভোগ্যপণ্য বানাচ্ছে এই সুশীলরা, তা নারীরাই বুঝতে চায় না। Shame On You
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫৩
179675
পুস্পিতা লিখেছেন : নারীদেরই এখন বুঝতে হবে তথাকথিত সুশীলদের ষড়যন্ত্র...
৩২
232931
০৯ জুন ২০১৪ রাত ০৮:২৭
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : কোন ডাক্তার যেন বলল যে, একজন বেহিজাবী যুবতী নারীর দিকে তাকানোর পর যদি কোন পুরুষের মধ্যে কোন প্রতিক্রিয়া না হয় তবে বুঝতে হবে ঐ লোকের শারিরীক সমস্যা আছে। আসলে কথাটা খারাপ শোনা গেলেও সত্যি। যার কারনে আল্লাহ হিজাব ফরজ করেছেন। এসব কথা হুজুররা বললেই যত সমস্যা! অথচ প্রতিদিনই কোথাওনা কোথাও ধর্ষনের ঘটনা ঘটছে!!
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫৩
179677
পুস্পিতা লিখেছেন : হিজার সুশীলদের নষ্টামির পথে বাঁধা তাই তারা হিজাবকেই কৌশলে বা সরাসরি নিষিদ্ধ করছে...
৩৩
232939
০৯ জুন ২০১৪ রাত ০৮:৫২
চোরাবালি লিখেছেন : উনাদের আসল উদ্যেশ্যই হল স্বাধীনতার কথা বলে নারীকে রাস্তায় এন ভোগ মাস্তি করা। আর নারী স্বাধীনতা হল ঢাল
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫৪
179678
পুস্পিতা লিখেছেন : নারীকেই এখন বুঝতে হবে এসব ষড়যন্ত্র...
৩৪
232943
০৯ জুন ২০১৪ রাত ০৮:৫৫
সিটিজি৪বিডি লিখেছেন : নারীদেরকে উলঙ্গ করার জন্য সুশিলরই দায়ী। কিছু কিছু নারী কর্মক্ষেত্রে বসকে খুশীতে রাখতেই বেশী পছন্দ করে।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫৫
179679
পুস্পিতা লিখেছেন : এসব যে নারীর জন্য চরম অবমাননাকর তা নারীদেরই বুঝতে হবে।
৩৫
232964
০৯ জুন ২০১৪ রাত ০৯:৩৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ঈশপের সেই গল্পের মতই বর্তমান নারী আর সু-চিলরা । কাকের মুখের গোশত খাওয়ার জন্য শৃগাল যা করেছিল তাই করছে সু-চিলরা নারীদের ইজ্জত নামের গোশত খাওয়ার জন্য তারা বলে হে নারী তোমার সৌন্দর্য পৃথিবীকে দেখাও আর আমাদের ভোগ করতে দাও। এটাই তোমার জীবনের পরম সার্থকতা।
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫৬
179681
পুস্পিতা লিখেছেন : বিভিন্ন সুন্দরী প্রতিযোগীতার মূল উদ্দেশ্যেই হলো নারীকে বুঝানো তোমার যা আছে সব উম্মূক্ত করো এবং এর মাধ্যমে একমাত্র এর মাধ্যমেই তুমি সফল হবে!
৩৬
232976
০৯ জুন ২০১৪ রাত ০৯:৫৭
ভিশু লিখেছেন : নারীকে বিভিন্নভাবে ঘুরিয়ে-ফিরিয়ে, সম-অধিকার, নারী-স্বাধীনতা, ক্ষমতায়ন...ইত্যাদির দোহাইয়ের নামে ধোঁকা দিয়ে নিছক মনোরঞ্জনের পণ্যে পরিণত করে পৈশাচিক এনজয়মেন্টের ব্যবস্থা করা হয়েছে, হচ্ছে! অথচ ইসলামই নারীকে তাঁর সম্ভ্রান্ত আত্মসম্মানবোধ, প্রকৃত সুউচ্চ, সুষম মর্যাদা এবং মেধা-যোগ্যতা নিয়ে সমাজ গঠনে অগ্রসর, সাহসী এবং কার্যকর ভূমিকা রাখতে উদাত্তভাবে উদ্বুদ্ধ করেছে! তবে চরিত্রহীন-লম্পট, কথিত সুশীলরা তো এটিকে পশ্চাৎপদ, প্রগতিবিমুখ বলবেনই - না হয় তাঁদের কুমতলবি-লালসা চরিতার্থ হবে কিভাবে?!
খুব সময়োপযোগী যথার্থ, স্পষ্ট ও বলিষ্ট বক্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে! রইলো স্টিকি পোস্টের অভিনন্দন...Rose Rose Rose

০৯ জুন ২০১৪ রাত ১১:০৯
179721
পবিত্র লিখেছেন : কি হলো? ভয় পেয়েছেন নাকি? Surprised
৩৭
233012
০৯ জুন ২০১৪ রাত ১০:৪০
শাহ আলম বাদশা লিখেছেন : আপনার কথা সব ঠিক, শুধু মারাত্মক ভুল হচ্ছে--আপনি অযথাই আমাদের মিডিয়া এবং সুশীলদের একহাত নিলেন নিউজ ভালোভাবে না পড়েই।

এটা যুক্তরাজ্যের একটা অনলাইন জরিপ, যা আমাদের মিডিয়া প্রকশ করে কী খারাপ করলো, বুঝলাম না বোন?

বরং এমন নিউজ প্রকাশ করে ইসলামের পক্ষেই পর্দার পক্ষেই তারা কাজ করেছে বলেই আমার ধারণা। তারা যদি এর পক্ষে মতামত দিতো, তাহলে তাদের দোষ দেয়া যেতো??

০৯ জুন ২০১৪ রাত ১১:১৮
179724
পুস্পিতা লিখেছেন : আমি নিউজটি ভাল ভাবে পড়েছি এবং এটিও জানি সেটি যুক্তরাজ্যের একটা জরিপ। কিন্তু সেই জড়িপকে এত গুরুত্ব দিয়ে আমাদের দেশে প্রচারের উদ্দেশ্য কি? ওই মিডিয়াগুলো কিছুদিন আগে কোথাকার এক জরিপের সুত্র ধরে বিয়ে সংক্রান্ত একটি নিউজ আমাদের দেশে এমন ভাবে প্রচার করেছিল যাতে মনে হবে এদেশেরই অধিকাংশ মানুষ, যুবক-যুবতী বিয়ের চেয়ে লিভটুগেদারকে পছন্দ করছে! এই পোস্টটি যে নিউজের উপর ভিত্তি করে দেয়া হয়েছে তাও সেই ধরনের একটি উদ্দেশ্যেকে সামনে রেখে বলেই মনে হয়। আর নারীরা বসকে খুশি করতে খোলামেলা হচ্ছে এটিকে কি আমাদের দেশের মিডিয়া নারীর জন্য সম্মানের মনে করছে? তা না হলে কোথাকার কোন দেশের নারী কি মনে করে তা আমাদের দেশের নারীদের প্রভোক করে প্রচার করার উদ্দেশ্য কি?
০৯ জুন ২০১৪ রাত ১১:৩৪
179728
শাহ আলম বাদশা লিখেছেন : বার বুঝলাম, আপনার রাগের কারণ? তারাতো কোনো নায়িকা ইসলাম গ্রহণ করলো, ইসলামের পক্ষের অনেক বিদেশী খবর প্রচার করে--সেটাও কি বন্ধ করা উচিত?

আমি আপনার চিন্তার সাথে একমত নই--তথ্যপ্রবাহ বপ্নধ করা যায়না। যেমন-আপনি এ রিপোর্ট না পেলে কি পোস্ট দিতে পারতেন? তাহলে আপনার উপকারই তো হলো বরং? আমিও উপকৃত হলাম আপনার মাধ্যমে Good Luck Good Luck Good Luck
১০ জুন ২০১৪ রাত ১২:১০
179733
ভিশু লিখেছেন : @শাহ আলম বাদশা: আপনার বক্তব্য সঠিক, তবে এই পোস্টে তথ্যপ্রবাহ রুদ্ধ করার কোনো আহবান জানানো হয়েছে - তা তো চোখে পড়লো নাহ! সামগ্রিকভাবে মিডিয়া নয় - এখানে যে দু'টির প্রসঙ্গ এসেছে - দেখবেন প্রতিদিন সেখানে কমপক্ষে এক বা একাধিকবার মানুষের সহজাত সারল্য, সুস্থ্যচিন্তা, শালীনতা এবং বিশেষ করে ইসলামকে কটাক্ষ/তাচ্ছিল্য করে ২/১টি নিউজ না দিয়ে ওদের একটি ২৪ ঘণ্টাও কাটে না! খুব সুন্দর করে ভোগের এবং ব্যবসার ধারালো নখরগুলো গুটিয়ে রেখে কথিত সুশীল-প্রগতিবাদী-তারুণ্যপ্রেমিক সেজে বিশেষ এক সামাজিক উগ্রতা-বেহায়াপনা চালুর উদ্দেশ্য 'স্টাইল' কলামে এসব মুখরোচক(!) খবরকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয়! আশাকরি লক্ষ্য করবেন ব্যাপারটি! অনেক ধন্যবাদ!
১০ জুন ২০১৪ সকাল ১০:৩৫
179817
শাহ আলম বাদশা লিখেছেন : আপনার সাথে সহমত ভিশু,তবে সেরকম পক্ষপাতিত্ব মনে হলে সে পত্রিকার মন্তব্য কলামে প্রতিবাদ জানানো যেতে পারে কিংবা পাল্টা কলাম লেখা যায়না কি? ওদের পাঠক ধরার কৌশল এটা, তাই অন্য জায়গায় এভাবে তার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে কী লাভ, যা আমরা সবাই জানি।

বরং তথ্যমন্ত্রীর নিকট লেখাও যেতে পারে সঠিক সমাধানের লক্ষে্।

আরেকটি কথা, প্রথম আলো অনেক ইসলামবিরোধী নিউজ করলেও এ দুটো নিউজে কিন্তু তারা নিজের কোনো মতামত লিখেনি যে, এ নিউজ তারা সমর্থন করে? কাজেই তাদের মিছেই অভিযুক্ত করা হচ্ছে অন্ততঃ এ পোস্টে যার যুক্তি পাইনি ভাই।
আশা করি, আমার মনোভাব কী বুঝতে পারছেন যে, যাকে দেখতে নারি, তার চলন বাঁকা, এমনটি করা ঠিক নয়।
১০ জুন ২০১৪ সকাল ১১:৪৩
179839
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গবেষণায় অংশ নেওয়া প্রায় অর্ধেক নারী সরাসরি স্বীকার করেছেন, অফিসের রক্ষণশীল ইউনিফর্মের তোয়াক্কা না করে তারা ছোট সাইজের ব্লাউজ ও হাই হিলের জুতা পরেন, এর উদ্দেশ্যও বসদের মন পটানো।
@শাহ আলম বাদশা, উপরের উদৃতিটা আমি নিয়েছি বাংলানিউজ২৪ এর পরিবেশিত সেই নিউজ থেকে। এ জরিপের মধ্যে কথিত সুশীলরা আমাদের কি শিক্ষা নিতে উৎসাহী করলো? এসব জরিপের ফলাফলই বা এখানে ফলাও করে প্রচারের পেচনে হেতু কি? বাংলানিউজ২৪ কর্তৃপক্ষের আসল মতলব ধরা সম্ভব যদি একটু আন্তরিকতার সাথে বিষয়টা খেয়াল করি। শাড়ী ব্লাউজ, পেটিকোট হচ্ছে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদের অধিকাংশ নারীদের পছন্দের কাপড়। এ অঞ্চলের নারীরা শাড়ীর সাথে ব্লাউজ পরিধান করেন নিজস্ব সকিয়তা ও আঞ্চলিক রুচি অনুযায়ী। পশ্চিমা নারীরা শাড়ী ব্লাউজ পড়ে না। তারা স্কার্টসহ তাদের কৃষ্টিকালচারের রেওয়াজ অনুযায়ী কাপড় চোড়প পরিধান করে। কিন্তু কথিত সুশীল মিডিয়াবাজরা এখানে উক্ত জরিপের সাথে ব্লাউজ চোট্ট সাইজের পড়ার নসিহত বিতরণটা কাদের উদ্দেশ্য করলেন?
১০ জুন ২০১৪ বিকাল ০৪:০৭
179915
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : শাহ আলম বাদশা@ এদেশের মিডিয়া সবসময় নারীকে সেকুলারদের খাদ্য বানাতে সদা তৎপর। এই মিডিয়া আল্লামা শফি সাহেবের ভাল কথাকে খারাপ হিসেবে উপস্থাপন করেছে। এই মিডিয়া এমনভাবে মানুষের মগজ ধলাই করে যাতে মানুষ ইসলামের নাম শুনলেই সেকুলারদের মত নাক ছিটকায়। এই মিডিয়া সেই খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে যেখানে বিয়ে না করে জেনা করতে উৎসাহ দেয়া হয়েছে। এই মিডিয়া দেশের বিপক্ষে আর ভারতের পক্ষে অহরহ লিখে যাচ্ছে। (কিছু মিডিয়া ভাল আছে। তাহলে মিডিয়ার দোষ নাই তা আপনি কিভাবে বললেন?
১০ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
179917
শাহ আলম বাদশা লিখেছেন : সরি, অযথা বিতর্ক নয়। আমি ইসলামের কঠোর অনুসারী কিন্তু মিডিয়ার স্বাধীনতাপন্থী হলেও ইসলামের বিরুদ্ধে কেউ লিখুক তারও বিরুদ্ধে।
আমার মুল্কথা কেউ হয়তো বুঝতে পারেননি কিংবা আমি বুঝাতে পারিনি ভাই।

আপনাদের সাথে ১০০% সহমত করেই বলি--পুষ্পিতার পোস্টের সাথে দু'মিডিয়ায় প্রকাশিত বিদেশী জরিপের বক্তব্যের মিল খুঁজে পাইনি বলেই আমি কিছুটা দ্বিমতপোষণ করেছিমাত্র। তাহলে উদ্ধৃতি দেই পোস্টের ''এসব কথা যারা বলেছে তারা এদেশের সবচেয়ে সুশীল, আধুনিক, প্রগতিশীল, নারী অধিকারপন্থী বলে দাবীদার মিডিয়া!'' বলে যা বলা হয়েছে তাকি সত্যি? এসব কি অই দু'মিডিয়ার কথা নাকি জরিপের কথা!!! কেনো একজনের কথা আরেকজনের গায়ে চাপাবো?
১০ জুন ২০১৪ রাত ০৯:২৩
180064
সমালোচক লিখেছেন : ধন্যবাদ ব্লগার শাহ আলম বাদশা-কে বিষয়টি সঠিকভাবে হৃদয়ঙ্গম করার জন্য । বিষয়টি এমন কিছু না যে তা নিয়ে এমন অহেতুক হৈ-চৈ ফেলে দিতে হবে । কিন্তু কেউ কেউ বিশেষ ধরণের চিন্তা-চেতনায় বাতিকগ্রস্ত হয়ে পড়লে তখন সব কিছুর মধ্যে-ই ষড়যন্ত্রের গন্ধ পায় । এজন্য ব্লগের মতো পাবলিক প্লেসে পোষ্ট দেবার আগে দরকার ঠান্ডা মাথায় কিছুক্ষণ চিন্তা করা ! ব্লগে পোষ্ট করে ফেলার পর ভুল স্বীকার করে এটি সরিয়ে ফেলা-ই ভাল হতো - জেদের বশবর্তী হয়ে জাস্টিফাই করার অপচেষ্টা না করে ।

অনেক প্রত্যাশিত ধরণের মন্তব্য আসা মানে এই নয় যে, এই পোষ্টটি খবরের সঠিক মূল্যায়ন করেছে । আমি মনে করি, তারা লিংকগুলো না দেখে-ই এবং বিশ্লেষণ না করে-ই মন্তব্য করে চলেছে । কারণ, পোষ্টদাত্রীর উপর তাদের এমন প্রগাঢ় আস্থা গড়ে উঠেছে যে, তিনি এখন ভিন্নতর ব্যাখ্যা করলে-ও তারা তথ্যসূত্র পরখ না করে-ই উনার কথা-ই সব সময় সঠিক মনে করবে (gullibility) । এটা এক ধরণের অন্ধ তাকলীদ (hero worship) বা অনুকরণ।

এর চেয়ে-ও নারীদের মর্যাদার প্রতি অবমাননাকর আরো নিম্ন পর্যায়ের (বা বলতে পারেন নিম্নাঙ্গের ! ) লেখা ও ছবি কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে হরদম প্রকাশিত হচ্ছে । দৈনিক মানবজমিন তো এ বিষয়ে প্রতিদিন-ই যৌন সুড়সুড়ি প্রদায়ক মুখরোচক খবর ও ছবি ছাপছে-ই । কিন্তু সেগুলো বাদ দিয়ে এই নিউজের প্রতি বিশেষ মনোযোগ প্রদান মোটেই বাঞ্ছনীয় মনে হয়নি । যারা আগ বাড়িয়ে মনোযোগ আকর্ষণের জন্য তিলকে তাল বানিয়ে ফেলতে পারঙ্গম তাদের বেলায়-ই কেবল সেটা মানায় । আর হ্যাঁ, রিপোর্টে শাড়ীর কোনো উল্লেখ নেই তবে ব্লাউজের উল্লেখ আছে যা পশ্চিমা দেশের মেয়েরা পড়ে থাকে কিন্তু তা দেখতে আমাদের দেশের মেয়েদের পড়া শরীরে আটসাটভাবে লেগে থাকা ব্লাউজের মতো নয় বরং ঠিলা পোষাক যা কোমর (midriff) সম্পূর্ণ ঢেকে রাখে ।

নারীদের ব্যাপারে সব সুশীলের দৃষ্টিভঙ্গীকে ঢালাওভাবে একই কাতারে ফেলা ঠিক নয় । ফরহাদ মজহার, বদরউদ্দিন উমর বা শফিক রেহমানের মতো নাস্তিক ও সেক্যুলার চিন্তা-ভাবনার সুশীলদেরকে কি যৌনবিকারগ্রস্ত নারীলোলুভ বলা যাবে ? আর যে ভাষায় বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা পড়ে কি বিকারগ্রস্ত সুশীলদের শুভবুদ্ধির উদয় হবে ? যে যুবক ব্যভিচারের জন্য মহানবীর (সাঃ) কাছে আবেদন করেছিলো তার সাথে তিনি কিরূপ ব্যবহার করেছিলেন ? নিশ্চয়-ই খোঁচা মারা নয় !

বাংলাদেশে অধুনা ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজে ওঠা অনলাইন নিউজ পোর্টালগুলো (এমনকি সুপরিচিত জাতীয় দৈনিকগুলো-ও এ থেকে বাদ যাচ্ছে না ) বিজ্ঞাপন থেকে অনায়াসলদ্ধ উপার্জন-কে আঁকড়ে ধরার জন্য (যার সাথে পাঠক সংখ্যা ও ওয়েব র‍্যাঙ্কিং অঙ্গাঙ্গিভাবে জড়িত ) কিছু চটুল ও চিত্তাকর্ষক খবরাদি বক্স আইটেমে বাহারী রঙিন কালির শিরোনামে (musthead) প্রকাশ করে থাকে -- যার অধিকাংশ-ই পুরুষদের দুর্বল অনুভূতিকে (base instinctযেমন, সুপ্ত যৌন-কামনা) টার্গেট করে । এতে কাজ দেয় বলে বিষয়টি এখন বহুলভাবে যত্রত্ত্র ব্যবহৃত হচ্ছে ।

দেশীয় বাংলা নিউজ পোর্টাল না হয়ে বিডি-টুডে-এর মতো বিদেশকেন্দ্রিক বাংলা পোর্টাল হলে-ও তো তার প্রভাব পাঠকদের উপর পড়বে । ইন্টারনেটের কল্যাণে মানুষ এখন পৃথিবীর যে কোনো প্রান্তে ছড়িয়ে থাকা মুদ্রিত বা ভার্চুয়াল জগতের খবরাখবর জেনে ফেলতে পারছে ! সেটাকে কিভাবে সামাল দেয়া যাবে ? এই রিপোর্ট-কে হাইলাইট করে বরঞ্চ নিউজ পোর্টালগুলোকে আরো লাইম লাইটে নিয়ে আসা হলো । নিষিদ্ধ জিনিষের প্রতি মানুষের আসক্তি বেশী থাকায় অনেকে এখন ঐ ধরণের ওয়েবসাইটগুলোতে হুমড়ি খেয়ে পড়বে। যতো যা-ই (যেমন, Internet filter) করা হোক, তাকওয়া-ই মানুষ-কে পদস্খলন থেকে রক্ষা করার মোক্ষম অস্ত্র ।

এখানে আরেকটি বিষয় আমার কাছে দৃষ্টিকটু লেগেছে - পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগানো দন্ত বিকশিত করে থাকা কোনো হাস্যোজ্জ্বল নারীর মুখাবয়ব ব্যবহার । এ রকম রক্তমাংসের কোনো রমণীর চিত্তাকর্ষক ছবি না দিয়ে অনায়াসে উপযুক্ত কোনো ছায়াচিত্র (silhouette) ব্যবহার করা যেতো ।
৩৮
233013
০৯ জুন ২০১৪ রাত ১০:৪০
মোহাম্মদ রিগান লিখেছেন : মাঝেমাঝে কিছু পোস্ট পড়ে বোবা হয়ে যায় । এটাও মনে হয় তেমন
৩৯
233015
০৯ জুন ২০১৪ রাত ১০:৪১
দ্য স্লেভ লিখেছেন : সি.আই.এর ফাস হওয়া কিছু রিপোর্টে দেখেছিলাম তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় কি কি করতে চায় এবং করার জন্যে সরকারগুলোকে কিভাবে ব্যবহার করতে চায় এবং মিডিয়াকেও....

মূলত তারা বহু পর্ব থেকেই মুসলিমকে উপাদানশূণ্য করে ভ্যানিশ বা দূর্বল করার পরিকল্পনা করেছিল। ইন্সটিংক্টকে উসকে দিয়ে জাতির মধ্যে ফাসাদ সৃষ্টি করতে পারলে তাদেরকে গুলি করে মারা লাগেনা।

আমি চুনোপুটি প্রথম আলোকে বা সুশীলদের দেখার আগে তাদের বাপ-দাদা বা কনসেপ্ট সাপ্লাইকারীদেরকে দেখী।

এটা স্পষ্ট যে, ক্ষমতা প্রতিপত্তি যদি ইসলামের অধীনে থাকত,তবে এই আলো-মালো-মতিরা প্রদিনি ইসলাম নিয়ে বড় বড় চমৎকার কলাম লিখত। যদিও সেটা তাদের ভাল লাগত না,কিন্তু এরা দমে থাকত।

তবে সমস্যা হল, তারা মানুষকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যে, নারীকে তার দেহ প্রদর্শন করেই ক্রেডিট নিতে হবে এবং এটিই তার অধিকার। আমাদের আলেমদের সীমাবদ্ধতা হল,তারা সময়োপযোগীভাবে আবেদন সৃষ্টিকারী দাওয়াহ করতে পারেননি,অথবা পেরে উঠেননি।

ইনশাআল্লাহ সুদীন আসবে।

নিশ্চই কষ্টের পরে আসে স্বস্তি,,,অবশ্যই কষ্টের পরে আছে স্বস্তি-আয়াত..
৪০
233033
০৯ জুন ২০১৪ রাত ১১:০৬
পবিত্র লিখেছেন : স্টিকি পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন!



এই পোস্টটি স্টিকি করার জন্য মডু মামাদের ধন্যবাদ। Good Luck Good Luck
৪১
233040
০৯ জুন ২০১৪ রাত ১১:১৭
প্রবাসী মজুমদার লিখেছেন : একজন পুরুসের দৃস্টিতে নারীকে কেমন করে ভাবে, বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলে আমিও সফি হুজুর হয়ে যাবো। ভাগ্যীস নারী হয়ে লিখেছেন। এমন লিখা আপনাদের দিয়েই মানায়। ধন্যবাদ বিষয়টা তুলে ধরার জন্য। কারো বিবেকে লাগুক আর নাই লাগুক, দায়ীত্ব শেষ করলেন। ধন্যবাদ।
৪২
233043
০৯ জুন ২০১৪ রাত ১১:২০
৪৩
233045
০৯ জুন ২০১৪ রাত ১১:২২
আমি আমার লিখেছেন : ভার্সিটিতে যখন কথিত আধুনিক ম্যাডামরা ক্লাস নেয় তখন ছেলেরা যে কমেন্ট করে তা যদি কোন কুকুরও শোনে তাহলে কুকুর আত্নহত্যা করবে। তারপরও তারা আধুনিক। তাই ক্লাসের সময় নিচে তাকিয়ে লেকচার শুনতে হয়। একটা মুসলিম দেশের এই অবস্থা কেন?
ধন্যবাদ আপু।
৪৪
233047
০৯ জুন ২০১৪ রাত ১১:২৬
ভিশন২০২১ লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ
৪৫
233056
০৯ জুন ২০১৪ রাত ১১:৫৫
বঙ্গ মিত্র লিখেছেন : ইসলাম চায় না নারীর উন্নতি রাস্তা পাড়ে মাটি কাটার মধ্য দিয়ে হোক কিংবা ্নারীর কর্ম ক্ষেত্রে ধর্ষনের মাধ্যমে হোক...... আর ইসলাম এটা চায় না বলেই কথিত সুশিলদের এত মাথা ব্যাথা ইসলাম কে নিয়ে
৪৬
233062
১০ জুন ২০১৪ রাত ১২:১৭
Mujahid Billah লিখেছেন : আনাবৃত নারীদেহ একজন তরুনের কামভাব দারুন
ভাবে উত্তেজিত করে,যদি সে হিজড়া না হয়ে থাকে ।
তার পরও কি স্বার্থে একজন মেয়ে বুক না ঢেকে গলায়
ওনা পেচিয়ে রাখে ? স্কিন টাইল্স পড়ে উরুদেশ
দেখিয়ে যুবকদের বিগড়ে দিয়ে সে কি মজা পায় ?
যখন কোন দর্ঘটনা হবে সমাজ তাকে কোথায়
তুলে রাখবে ? পত্রিকার পাতায়
রগরগে করে সে ঘটনা রসিয়ে রসিয়ে উপস্থাপন করবে ।
আর সে নারীটি হবে জীবন্ত লাস
ছাড়া আর কিছু না ।
সামাজে শিক্ষার হার বেড়ছে তাহলে নৈতিক আচরন
নিম্নমুখি কেন ? আজকাল ডিশ
সংস্কৃতি আমাদের কি পিছিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে।
বাংলাদেশের অধিকাংশ মেয়েরা ভারতীয়
টিভি চ্যানেলে আসক্ত। তাদের নিম্ন মানের
মেগা সিরিয়াল কে অনেকে মেয়েদের জন্য নেতিবাচক
বলে আখ্যায়িত করেন।
ভারিতয় মেয়েদের মত পোশাক পরিচ্ছদ কি আমাদের
দেশের সাথে যায় ? দেশের মেয়েরা এখন
অনেক শিক্ষিতা । তাদের চিন্তা চেতনা আধুনিক।
অনেকেই অধিকার সচেতন । আজকাল খুব
শোনা যাচ্ছে মেয়েরা সমঅধিকার চায়।
নারী বাদী লেখকদেরও জয় জয়কার । কিন্তু কেন এই ইভ
টিজিং ? পত্রিকা খুল্লেই ধর্ষণ , হত্যা নিত্ত দিন এর
খবর । একজন মেয়ে কে যখন পোশাকের
জন্য ইভ টিজিং এর স্বীকার হতে হয় , সেটা দুঃখ জনক
। হাল আমলের পোশাক আশাক আমাদের
বাংলাদেশের সামাজিক ব্যাবস্থার সাথেও সমঞ্জস্য
পূর্ণ নয়। লক্ষ করলে দেখা যায় আজকাল
স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়ে গলায়
ওড়না দিয়ে থাকেন । এটা কোন
রুচি বা কি ধরনের প্রবণতা? বুকের ওড়না যদি গলায়
থাকে তাহলে ওড়নার দরকার কি ? এর পর
যদি তাকে কোন ছেলে টিজ
করে তাহলে ছেলেটাকে ইনফ্লুয়েন্স করেছে কে? পোশাক
পড়ার
দিকে যদি শালীনতা না থাকে তাহলে অন্যকে দোষ
না দেয়া সমীচীন । অনেক মেয়ে আজকাল
চুরিদার , শর্ট কামিজ , ফাতুয়া পড়েন । পোশাক গুল
যথস্ট আট শাট কিম্বা খোলা মেলা ধরনের।
কামিজ -স্যালয়ারেও এসেছে বিরাট পরিবর্তন ।
নানা টাইপের কাটিং ,খাদের মত গলা কাটা-পিঠ
খোলা। নগ্নতা কি খুউব জরুরি? অবাক করা ব্যাপার
হচ্ছে মশারির মত স্বচ্ছ ওড়না আর
শাড়ি আছে কত গুলা । সেসব অধিকাংশ তরুণীর
গায়ে উঠে আসছে বিভিন্ন পার্টিতে। এম্নিতেই
শাড়ির ব্যাপারে কথা আছে বুক , তল পেট বা পীঠ
পুরা ঢাকা যায় না। এর ওপর
মশারী মার্কা শাড়ি পড়লে কি দশা । এছাড়া স্লিভ লেস
বা আরও আপত্তি কর পোশাক
চলে এসেছে। প্রতিটা মেয়ে নিরাপদ আর সুন্দর অধিকার
নিয়ে বাঁচুক । এই প্রত্যাশা থাকল ।
পাঠক ভাইদের বলব আপনার বোন স্ত্রীর দিকে ক্ষেয়াল
করবেন, পোষাক পরিচ্ছদের
কারনে তারা যেন বিপদ মূখি না হন.
৪৭
233074
১০ জুন ২০১৪ রাত ০১:৪৮
আমিন ইউসুফ লিখেছেন : বিষয়টা নতুন নয়। অনেকেই দেখি ভাবছেন এদের বিষয়ে নারী নেত্রীরা কেন নীরব। হিসাবটা সহজ। এসব নেত্রীরা নিজেরাও জানেন কারা তেঁতুল মনে করে আর কারা সম্মানের চোখে দেখে। এরাতো হাইলি পেইড। নিজেরা সব হারিয়ে এখন বাকিদেরকেও হারানোর পথ বাতলে দিচ্ছে। ধিক, ধিক।
৪৮
233091
১০ জুন ২০১৪ রাত ০৩:১২
শাজিদ লিখেছেন : কিছুদিন আগে ছুটিতে গিয়েছিলাম, মাদ্রাসার বার্ষীক মাহফিলের সময় তথা মৌসম। ফরজ ওয়াজীবের পর দৈনন্দিন সুন্নত নফল এবাদত ও জিকির আজকার, আমলী দিক নির্দেশনা নেয়ার উদ্দিশ্যে আল্লামা সফি সাহেবেরে সাথে বহুদিন আগে থেকেই যোগাযোগ ছিল, এখনও আছে এবার ছুটিতে গিয়েও অবহেলা হয় নাই। তাহাছাড়া বাড়ির পাশের এক মাদ্রাসার বার্ষীক সভায় এসে ছিলেন তাই দেখা করা খুব সহজই হয়েছিল।

সাধারণ মুসলমান হিসাবে আল্লাহর ভয়ে দ্বীনি বিষয়ে সঠিক ভাবে জানিয়া আমল করার জন্য একজন হক্কানী-আমলদার আলেমের সরনাপন্ন হাওয়াটা খুবই স্বাভাবীক। হক্কানী আলেম তাকেই বলে যিনি নিজে হকের উপর থাকেন বাতিল কি তাহা পরিচয় করিয়ে দেন, শিক্ষা দেন অন্যকে। আমলের ক্ষেত্রে নিজে সঠিক ভাবে নিয়মিত আমল করেন, কোনো অলসতা অবহেলা যেই আলেমের মধ্যে নাই।

আমার ছোট্ট জ্ঞান মতে সাধারণ বই পুস্তক পড়ে কিংবা অনুবাদিত কোরান হাদিস পড়ে নিজে নিজে আলেম না বনে আমরা আওয়ামেরা অর্থাৎ মাদ্রাসায় নিয়মিত কোরান/হাদিস পড়ে দ্বীনি জ্ঞান অর্জন করা যাদের নছীব হয় নাই তাদের উচিত হক্কানী আলেমদের কাছে গিয়ে হারাম/হালাল, ফরজ/ওয়াজীব, সুন্নত/মোস্তাহাব এবং জিকির আজাকার সম্পর্কে দিক নির্দেশনা নিয়ে আমল করাই উত্তম।

আল্লামা সফি সাহেব নারী/পুরুষ সৃষ্টিগত ভাবে আল্লাহপাক যেই আকৃষ্টতা দান করেছেন তাহা সহজ ভাবে বুঝানোর জন্য তেতুঁলের সাথে তুলনা করেছেন নারীকে। প্রধানমন্ত্রী সহ আওয়ামীরা ও তাদের সহচড় নাস্তিকেরা বাক্যটিকে অতিরঞ্জিত করে হেফাজতে ইসলাম থেকে রাজনৈতিক যেই ফায়দা নিতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়ে তেতুঁল নিয়ে মাঠে নেমেছিল অর্থাৎ নিজেদের কূচক্রান্তের ব্যর্থতাকে ঘোষনা করে হেফাজতে ইসলামকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। নাস্তিকেরা জানেনা, যাদের দ্বীলে আল্লাহর ভয় আছে তাদের দ্বীলে দুনিয়ার ভয়ের জন্য জায়গা থাকেনা। অস্ত্রধারী জালেমের সাথে মোকাবিলা করার জন্য নিরহ আল্লাহ ওয়ালারা একমাত্র আল্লাহর সাহার্য্য পাওয়ার প্রতিক্ষায় (ছবর) থাকেন। ছবরের নেয়ামত দুনিয়া/আখেরাতে অপরিসীম, অপরিসীম, অপরিসীম। আজ এই নাস্তিকেরাই নিজেকে নিজে তেতুঁল বানাইয়া দুনিয়াবাসীর সামনে হাজির হয়েছে, এটি মহান আল্লাহর তরফ থেকে শাইখূল ইসলাম আল্লামা শাহ আহমদ সফি সাহেবদের (দাঃবাঃ) ছবরের নেয়ামত নয় কি???
৪৯
233101
১০ জুন ২০১৪ সকাল ০৭:১৬
চক্রবাক লিখেছেন : অসম্ভব সুন্দর পোস্ট, এই প্রগতিবাদীরা নারীদের ভোগের পণ্য ছাড়া আর কিছুই ভাবে না। নারী এখন পুঁজিবাদী কাঠামোর উন্নতি সাধনে ওপেন প্রোডাক্ট, বুর্জুয়ার সম্পত্তি(এর ভালো শব্দ ইউজ করতে পারবো না)সংহতিপূর্ণ লেখাটা দেখতে পারেন>> এক হাজার ও আরও একটি ধর্ষণ
৫০
233139
১০ জুন ২০১৪ সকাল ১০:০৬
egypt12 লিখেছেন : নারী বসের কোলে বসে বসকে প্রেরণা দেবে এটাই তো চায় ওরা phbbbbt
৫১
233143
১০ জুন ২০১৪ সকাল ১০:১৮
শান্তবীর লিখেছেন : মাওলানা সফিরা এভাবে নারীদেরকে সতর্ক করলে তো সুশীলদের! ভাগে কম পড়ে যাবে।কয়দিন আগে ইত্তেফাক পত্রিকায় দেখলাম(নামমনেনাই)৪৭বছর বয়সের এক নারীর সেরা ঠোটের ছবি! ধন্যবাদ,লেখাটি শেয়ার করার জন্য।
৫২
233154
১০ জুন ২০১৪ সকাল ১০:৪০
নেহায়েৎ লিখেছেন : এরা যে ইবলিশের এজেন্ট এতে কারো কোন সন্দেহ থাকার কথা না। কিভাবে মুসলমাদের ঈমান আকিদা ধ্বংস করা যায় তা এর ভালভাবেই গবেষণা করছে। তাদের ফাঁদে যারা পা দিচ্ছে তারাই ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে।
৫৩
233157
১০ জুন ২০১৪ সকাল ১১:০২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : - ক্লাসে চিকন, কোমড় ভাঙ্গা, চক্ষু কোঠরে ঢুকে পড়া ছাত্রটিই কিন্তু ফাইনালী সেরা ছাত্র হিসেবে বিবেচিত হয়।

- কম সুন্দর, নিজের প্রতি অযন্তশীল, ফেস কাটিং আকর্ষনীয় নয় এমন ছাত্রীটিই কিন্তু ক্লাসের মধ্যে ভাল ফলাফল কারিনী হয়।

ব্যাপারটি সর্বদা এমনটি নয়, তবে বেশী মাত্রায় এমন ঘটে সন্দেহ নাই।

কোন কোম্পানীর অফিসে ঢুকার পর অবশ্যই একজন হাস্যময়ী, লাস্যময়ী, সদা হাস্যোজ্জ্বল তরুণীকে পাওয়া যাবে। দেখা যাবে তার দাপটে অনেক যোগ্য কর্মকর্তা কাৎ-চিৎ হচ্ছে। গভীরে গেলে দেখা যাবে তার একাডেমিক কেরিয়ার তেমন ভাল ছিলনা। অথচ এখানে চেহারাকে পূজি করে উত্যক্তকারী পদে বসে আছেন।

চাকুরীতে এই ধরনের চিন্তা ধারা এখন বিষ ফোড়ার মত সমস্যা হচ্ছে। শিক্ষিত নারীদের দেহ, সৌন্দর্য দিয়ে কাষ্টমার আকৃষ্ট করা আর দৌলতদিয়া ফেরী ঘাটের ট্রাকের ড্রাইভার আকৃষ্ট করার মাঝে মৌলিক কোন তফাৎ নেই।

শফি হুজুর নারীদের ঘরে থাকতে বললে, লম্পট সুশীলদের চক্ষু শীতল হবে কিভাবে? সে কারনেই তারা শফি হুজুরের পিন্ডি চটকাচ্ছে!
৫৪
233164
১০ জুন ২০১৪ সকাল ১১:০৯
সালাম আজাদী লিখেছেন : কী আর করা। শফী সাহেব কথা টা বলে অনেক উপকার করেছেন। ফুল, চাঁদ, বসন্ত, মেঘ কত কিছুর সাথে তুলনা কৃত মেয়েদের তিনি ই প্রথম তেঁতুল বলেছিলেন। সাহিত্যে না হোক সামাজিক ব্যবহারে তা ছিলো খুব ই চমৎকার উপমা।
আসলে সুশীলরা মেয়েদের তেঁতুলের চেয়ে ভালো কোনদিন মনে করেনি। তাসলিমা নাসরিনের দ্বিখন্ডিত তো তা ই বলে।
পুস্পিতাকে ধন্যবাদ
৫৫
233167
১০ জুন ২০১৪ সকাল ১১:১১
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুবই সুন্দর একটি বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে। তথাকথিত সুশীলরাই আমাদের মা-বোনদেরকে লালসার পণ্য হিসেবে ব্যবহার করার জন্য নানা রকম চাতুরীর আশ্রয় নিচ্ছে। আর কিছু নারীও সেটা না বুঝেই নিজেকে বিলিয়ে দিচ্ছে সেসব ভন্ডদের হাত।
৫৬
233194
১০ জুন ২০১৪ দুপুর ১২:১৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনি যা বুঝেন তা ঐ সুশীল আহাম্মক লুইসরা কখনো বুঝার চেষ্টাও করবেনা...আর একটা গুরত্বপূর্ণ বিষয় হচ্ছে আামাদের নষ্ট সেকুলার শিক্ষা ব্যাবস্তা যার মধ্যে নারী অধিকার হরনের সকল ব্যাবস্তা বিদ্যমান...আমাদের সেকুলার কুলাঙ্গারদের ধর্মীয় শিক্ষার ব্যাপারে চরম চুলকানি আছে যে চুলকানির ওৗষধ আপনি ডাক্তার হিসেবেও জানেনকিনা সন্ধেহ আছে কারন এটা হলো সুশীলদের না সারনেওয়ালা বেড়াম...,আমার মত্য প্রত্যেক ধর্মের লোকই যদি তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাহলে সমাজে আপরাধ প্রবনতা অনেকটাই কমে যেতো....শেষ কথা কোরআনের শিক্ষাই এবং এর প্রয়োগই বর্তমান পৃথিবিতে নারী পুরুষ এবং প্রতিটি জীবের আধিকারকে পূর্ণরুপ দিতে পারে। অনেক ধন্যবাদ আপু।
৫৭
233233
১০ জুন ২০১৪ দুপুর ০১:১৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সুশীল মানে যদি হয় নারীখোর লুইচ্যাদের গ্রুফ তা হলে এসব সুশীলদেরকে বড়জোড় নাপিত হিসেবেই গণ্য করা যেতে পারে। কোন অবস্থাতেই তাদেরকে সমাজে মানুষের কাতারে স্থান দেয়া উচিত নয়।
৫৮
233290
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : খুব ভাল লেগেছে। এই পোষ্ট এক মাস স্টিকি করে রাখা হোক।
৫৯
233291
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন :


সুশীলদের অবস্থা দেখুন। নারীর পথরোধ করে বলছে "দেখাও তোমার রূপের ঝলক, না দেখালে খবর আছে।"
এই অনুষ্ঠান টিভিতে সুশীলরা করবে আর দেখবে নারীর রূপের ঝলক।
৬০
233377
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
শারমিন হক লিখেছেন : আপু,খুব সুন্দর একটি পোস্ট। মুখোশধারী সুশীলরা সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে,অথচ সত্য কথা বলতে গিয়ে অপরাধিী হলেন হুজুররা।
৬১
233783
১১ জুন ২০১৪ বিকাল ০৫:১৫
সত্য নির্বাক কেন লিখেছেন : ষাড় ঝাপর ইকবাল টাইপের সুশীলদের উদ্যেশ্য মেয়েদের সৌন্দর্য্য উপভোগ করা তাদের সম্মান দেওয়া নয়।
৬২
234533
১৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
জেদ্দাবাসী লিখেছেন : পোস্টে প্লাস++++++
নারী সমাজকে এগিয়ে আসতে হবে সুশিল মিড়িয়ার বিরুদ্ধে
৬৩
247587
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
বুড়া মিয়া লিখেছেন : অত্যন্ত ভালো বিষয় উপস্থাপন করেছেন একদম প্রমাণ সহ।

তবে দুঃখের বিষয় এটা যে, আমাদের তথাকথিত সে অগ্রগামী নারীরা কিন্তু এগুলো করার জন্যই কর্মক্ষত্রে যাবার অধিকার চায় এবং প্রতিযোগীতা করে; দুই একটা এক্সেপশন আছে – যাদের আসলেই চাকরী করা প্রয়োজন, সেটা আলাদা।

এরা নিজের ঘর কাজের লোকের কাছে লীজ দিয়ে, পরের ঘর (মানুষের লাভের আকাঙ্ক্ষায় বানানো অফিসের) দাসী হিসেবে নিজেদের নিয়োজিত করতে কুন্ঠাবোধ-তো করেই না বরঞ্চ সম্মানিত বোধ করে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File