banglanews24.com এর সম্পাদক, সাংবাদিকদের বিবাহিত জীবনে কি চরম সমস্যা শুরু হয়েছে?!

লিখেছেন লিখেছেন পুস্পিতা ২৪ মে, ২০১৪, ০৫:৩০:১৪ বিকাল



আমাজনের গহিনে বসবাসরত গোত্রগুলো জামা-কাপড় পরতে অনাগ্রহী হয়ে উঠছে, মন্তব্যেটি হাস্যকর মনে হয়না? কারণ ওরা তো আদতেই জামা-কাপড় পরে না, জামা-কাপড়ের সংস্কৃতি-সভ্যতাই ওদের ভিতর গড়ে উঠেনি। তাই নূতন ভাবে জামা-কাপড়ের ব্যাপারে ওদের অনাগ্রহের কথা অবান্তর! এখন আমাজনের অধিবাসিদের দেখিয়ে যদি কেউ জামা-কাপড় না পরতে বলে তাকে কি মানসিক ভাবে সুস্থ বলা যায়?!

সকালে মেইল চেক করতে গিয়ে banglanews24.com এর একটি লিংক পেলাম। যে কারণে অনাগ্রহ বিয়েতে! শিরোনামে ওদের একটি খবরের লিংক। এটি কোন সাধারণ নিউজ নয়, ওদের নিউজরুম এডিটর নিজে ফিচার আকারে বিষয়টি প্রকাশ করেছে। খুবই আশ্চর্য হলাম, এই ধরনের নিউজ দিয়ে ওরা আসলে কি বলতে চায়? ওরা নিউজটি করেছে আমেরিকার কোন এক সংগঠনের কথিত গবেষণার উপর ভিত্তি করে। এখানেই যত প্রশ্নের উদ্রেক।

যে সমাজের দুই-তিনটি বাচ্চাকাচ্চা হওয়ার পর তাদের মা-বাবা হয় বিবাহে বসে বা অন্যসঙ্গী খুঁজে নেয়, টিনএজ বয়স থেকে যেখানে ছেলে-মেয়ে ফ্রি সেক্স লাইফ উপভোগ করে, যে সমাজে অহরহ সিঙ্গেল প্যারেন্টের বসবাস, যে দেশে সন্তানের পিতা কে তা মা-বাবা জানে না, যেখানে লক্ষ লক্ষ পিতা-মাতার পরিচয় বিহীন সন্তানের বসবাস, বিয়ের বহির্ভূত সম্পর্ক আইনত ও সামাজিক ভাবে বৈধ, পিতা-মাতা সন্তানের ওই ধরনের সম্পর্ককে খারাপ মনে করেনা, যে দেশে বাস্তবেই বিয়ের চেয়ে লিভটুগেদার করে বেশি মানুষ, সেই ধরনের একটি সমাজ ও দেশের কথিত গবেষণার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ বিয়েতে অনাগ্রহী তা বাংলাদেশিদের জানানোর উদ্দেশ্য কি?!

এমন ভাবে নিউজটি প্রকাশ করা হয়েছে, সারাবিশ্বের সকল মানুষের জীবনে বিয়েই সব সমস্যা তৈরি করে। বিয়ের মতো এত বড় আপদ মানবজীবনে আর নেই! তাই বিয়ে পরিতাজ্য!

আচ্ছা বিয়ে পরিতাজ্য তো বুঝলাম, এখন মানুষকে কি করতে হবে? সেই প্রশ্নের উত্তরও banglanews24.com শেষের প্যারায় দিয়েছে, "অর্থবহ জীবন-যাপনের জন্য বিয়ে না করে সিভিল ইউনিয়ন কিংবা অংশীদারিত্বের (লিভ টুগেদার) মাধ্যমে বসবাসের পন্থা বেছে নিচ্ছে অনেকে। বিষয়টি সাধারণত পশ্চিমা দেশগুলোতে পুরুষ সমকামী (গে) দম্পতিরা এক্ষেত্রে এগিয়ে থাকলেও সাধারণ যুগলরাও প্রবেশ করছেন।"

অর্থাৎ বিয়ে বাদ দাও, লিভটুগেদার করো! ছেলে-মেয়েতে বিয়ে বাদ দাও, সমকামী হও! মুসলিম প্রধান একটি দেশের প্রতি এদেশেরই একটি মিডিয়ার প্রকারান্তরে আহবান এসব!

এই ধরনের একটি রিপোর্ট বছরখানেক আগে কথিত গবেষণার উপর ভিত্তি করে প্রথম আলোও প্রকাশ করেছিল, বিয়েতে নারীর অনাগ্রহ যে কারণে শিরোনামে। প্রথম আলোর সাথে সাপে-নেউলের সম্পর্ক থাকলেও banglanews24.com কিন্তু জনগণকে বিয়েহীন করার ক্ষেত্রে প্রথম আলোর সাথে একমত। শুধু একমত নয় তারা আরো একধাপ এগিয়ে বলতে চেয়েছে শুধু নারী নয়, নারী-পুুরুষ উভয়েরই বিয়েতে আগ্রহ নেই, তাই বাদ দাও এসব, লিভটুগেদারই বেস্ট! লিভটুগেদারও যদি পছন্দ না হয়, সেখানেও যদি কিছুটা দায়িত্ব নিতে হয়, সেটিও বাদ দাও! যত্রতত্র অবাধ যৌনতা, অসভ্যতায় লিপ্ত হয়ে যাও এবং আধুনিক হও! banglanews24.com কি এ আহবানই জানাতে চেয়েছে?! বিয়ে প্রথা তুলে দাও, অবাধ ও বেপরোয়া যৌনাচারে উৎসাহী হও!

মুসলিম প্রধান এই দেশে তথাকথিত সুশীল মিডিয়াগুলো কি আনতে চায়? তারা কোন দিকে নূতন প্রজন্মকে ঠেলে দিতে চায়? কোন সুস্থ মানুষ কি এই ধরনের প্রচারণা চালাতে পারে? তাই চিন্তা করছি সম্পাদক ও তাদের সাংবাদিকদের বিবাহিত জীবনে কি চরম কোন সমস্যা সৃষ্টি হয়েছে? তাদের স্ত্রী-স্বামীরা কি হাতছাড়া হয়ে গিয়েছে? তারা কি লিভটুগেদারে লিপ্ত হচ্ছে? তাদের পরিবার কি ওই কথিত গবেষণার মতোই বিয়ের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়েছে? তাই লেজকাটা শিয়ালের মতো তারা চাচ্ছে এদেশের সব মানুষ ওই ধরনের অসভ্যতায় লিপ্ত হোক? তারা কি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে?

আরেকটি উদ্দেশ্যেও থাকতে পারে, banglanews24.com যেহেতু আওয়ামী ধর্মনিরপেক্ষতার বড় সাপোর্টার আর বাংলাদেশে আওয়ামী ধর্মনিরপেক্ষতার অর্থই হলো ইসলামী মূল্যবোধ, রীতিনীতি ধ্বংস করে অনৈতিকতায় নূতন প্রজন্মকে লিপ্ত করা। সেই ধরনেরও একটি উদ্দেশ্য নিয়ে কি এসব রিপোর্ট করা হচ্ছে?!

বিষয়: বিবিধ

২৪৮২ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225560
২৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৬
চোরাবালি লিখেছেন : যেহেতু আওয়ামী ধর্মনিরপেক্ষতার বড় সাপোর্টার আর বাংলাদেশে আওয়ামী ধর্মনিরপেক্ষতার অর্থই হলো ইসলামী মূল্যবোধ, রীতিনীতি ধ্বংস করে অনৈতিকতায় নূতন প্রজন্ম লিপ্ত করা। সেই ধরনেরও একটি উদ্দেশ্য নিয়ে কি এসব রিপোর্ট করা হচ্ছে?!-- আমার মনে হয় মূল ঘটনা এটা।
২৪ মে ২০১৪ বিকাল ০৫:৪১
172610
পুস্পিতা লিখেছেন : কোথাকার কোন গবেষণাকে যেভাবে ওরা হাইলাইটস করে প্রকাশ করতে শুরু করেছে তাতে তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে এদেশকে ধর্মহীন করার উদ্দেশ্য নিয়েই তারা কাজ করছে বলে মনে হবে।
225562
২৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : banglanews24.com এর সম্পর্কে কি আর বলব এক ওপেন করা কথায় ওরা কলার মত
২৪ মে ২০১৪ বিকাল ০৫:৪১
172611
পুস্পিতা লিখেছেন : ওরা কি জাতিকে নষ্টামির দিকেই নিয়ে যেতে চায়?!
225570
২৪ মে ২০১৪ বিকাল ০৫:৫৭
আফরা লিখেছেন : এই মিডিয়াই এক দেশ থেকে আরেক দেশে নষ্ট বাতাস নিয়ে আসে ।ধন্যবাদ আপু ।
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
172617
পুস্পিতা লিখেছেন : অথচ ওদের দায়িত্বই ছিল নষ্টামি থেকে নূতন প্রজন্মকে রক্ষা করা।
225572
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
পরিচিত লিখেছেন : বাস্তব জীবনের মানুষ গুলি বড় বিচিত্র- সুখের নেশায় সুখ খুঁজতে গিয়ে কত ধরণের অদ্ভুত আচরনের সমাজ ব্যবস্তায় জড়িয়ে পড়ে- আসলে কিসে যে সুখ আমারও যানা নাই--

এই জটিল বিষয়ে নিয়ে আপনার আলোক পাথ কে তাই ধন্যবাদ জানাচ্ছি--
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
172619
পুস্পিতা লিখেছেন : ওরা আধুনিকতার নামে অসভ্যতার দিকেই নিয়ে যেতে চাচ্ছে জাতিকে।
225579
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ওয়েবসাইট টির উদ্দেশ্য দেশ থেকে নৈতিকতা কে তুলে দেওয়া এবং পশ্চিমা পন্যের বাজার সৃষ্টি।
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
172623
পুস্পিতা লিখেছেন : এ জাতিকে নৈতিকভাবে ধ্বংস করা তাদের মূল উদ্দেশ্য।
225584
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
সুশীল লিখেছেন : মাইনাস
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
172624
পুস্পিতা লিখেছেন : ওদের সাথে একমত?!
225586
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
জেদ্দাবাসী লিখেছেন : কোরআনে তিন দরনের সয়তানের কথা পড়েছি। সয়তান, মানুষ সয়তান,জ্বিন সয়তান। ওরা হচ্ছে মানুষ সয়তান।
নৈতিকতা ধ্বংসকারি এই মিড়িয়াগুলোর ব্যাপারে সচেতনতা মুলক পোস্টের জন্য ধন্যবাদ ।

জাযাকাল্লাহ খায়ের
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২০
172625
পুস্পিতা লিখেছেন : ভয়ংকর ষড়যন্ত্র ওরা চালাচ্ছে এ জাতির বিরুদ্ধে।
225594
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২০
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কিছু নষ্ট মানুষ নিজের গোপন কামনাকে চরিতার্থ করার মানসে প্রগতিশীলতার নামে মানুষকে সুড়সুড়ি দিয়ে আদিম জীবনে ফিরে নিয়ে যেতে চায়। কেননা, আধুনিকতার নামে জাতিকে পংকিলতায় নামাতে পারলেই তো গোপন কামনা পরিপূর্ণ হবার পথ খুলে যায়।

ইসলাম এসব থেকে বারবার কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছে। কারণ আল্লাহ চান, মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবেই বেঁচে থাকুক।
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
172631
পুস্পিতা লিখেছেন : ইসলাম ওসব নষ্টামি সমর্থন করেনা বলেই ওরা ধর্মনিরপেক্ষতার নামে ইসলামকেই নির্বাসনে পাঠাতে চাচ্ছে।
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
172643
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সেটা কখনোই সম্ভব নয়।
225596
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ভয়ঙ্কর তথ্য সন্ত্রাসে ব্যস্ত এই হলুদ মিডিয়া। গাঁজাখোর নিউজ আর ফিচারে ভরপুর। যত্তসব ফালতু নিউজে সাইট ভারি।
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
172632
পুস্পিতা লিখেছেন : এসবের মাধ্যমে ওরা চাচ্ছে নূতন প্রজন্মের নৈতিক চরিত্র ধ্বংস করতে।
১০
225609
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
বেদনা মধুর লিখেছেন : ভালো লাগলো
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
172652
পুস্পিতা লিখেছেন : তথাকথিত সুশীল মিডিয়া এদেশের মূল জাতিসত্বাই যেন ধ্বংস করে দিতে চায়।
১১
225612
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : যারা বিয়ে করার পরেও পরকিয়ায় অভ্যস্ত, আবার সেটা স্বামী/ বা স্ত্রীর কাছে ধরা খাবে কিনা এই ভয়েই আছে তারা বিয়ের বিপক্ষে মত দেবেই। আবার যখন তারা বিয়ে ছাড়াও ইয়ে করতে পারছে। তখন তো বিয়ে না করেই হা হা হা...
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
172653
পুস্পিতা লিখেছেন : তারা পুরো সমাজেই অসভ্যতা ছড়িয়ে দিতে চায়।
১২
225633
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
ভিশু লিখেছেন : ওরা নিজেদের ঘর ভেঙেছে, এখন অন্যদের ঘরও ওদের অসহ্য! এভাবে দেশের বারোটা বাজানোই মূল লক্ষ্য মনে হয়!
২৪ মে ২০১৪ রাত ০৯:২৩
172736
পুস্পিতা লিখেছেন : ওরা দেশের বারোটা বাজাচ্ছে কিন্তু সুশীলতার নামে!
১৩
225645
২৪ মে ২০১৪ রাত ০৮:০৭
ইবনে হাসেম লিখেছেন : সব দেখে শুনে মনে হচ্ছে যতো নষ্টের মূলে হচ্ছে এই ধর্মনিরপেক্ষতা। আর ৯০ শতাংশ মুসলমানের দেশে এই ধর্মের শত্রু ধর্মনিরপেক্ষতাকেই আজ জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে চেতনাবাজরা। ত.না. নামের এক জাহান্নামের কীট তো সাম্প্রতিক এক লিখায় স্পষ্ট করে বলে দিয়েছে, নাস্তিক হয়ে নাকি সে মানবতাবোধে উদ্বুদ্ধ হয়েছে, আর ধর্ম নাকি মানুষের মন থেকে মানবতাবোধকে দূর করে দেয়। হায়রে মানবতাবোধ! যেই নাস্তিকতা লালন করে এই কীট টা বিশ্বের দেড় শত কোটি মুসলমানকে নিজের শত্রু হবার প্রকাশ্য ঘোষনা দেয়, সে আবার মানবতাবোধের কথা মূখে আনে কোন জ্ঞানে??? জ্ঞানপাপী আর কাকে বলে! তাই ধর্মনিরপেক্ষতা নামক এই আজব তন্ত্রকে সব কিছু তছনছ করে দেবার আগেই তার টুঁটি চেপে ধরতে হবে, সবাইকে এ বিশাল দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতার সাথে এগিয়ে আসার আহবান জানাই।
২৪ মে ২০১৪ রাত ০৯:২৮
172740
পুস্পিতা লিখেছেন : মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতা যে আসলে ইসলাম বিরোধীতা তা বর্তমান আওয়ামী লীগ, তাদের বুদ্ধিজীবি শ্রেণী, কথিত সুশীল মিডিয়া, ব্যাক্তিত্ব তার প্রমাণ দিয়েছে। তাদের চলনে, বলনে, কথনে সবকিছুইতে ইসলামবিরোধীতা। সরকারের আস্কারা পেয়ে এবার একেবারে বেপরোয়া।
১৪
225676
২৪ মে ২০১৪ রাত ০৯:০৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মুসলিম প্রধান এই দেশে তথাকথিত সুশীল মিডিয়াগুলো কি আনতে চায়? তারা কোন দিকে নূতন প্রজন্মকে ঠেলে দিতে চায়? কোন সুস্থ মানুষ কি এই ধরনের প্রচারণা চালাতে পারে? তাই চিন্তা করছি সম্পাদক ও তাদের সাংবাদিকদের বিবাহিত জীবনে কি চরম কোন সমস্যা সৃষ্টি হয়েছে? তাদের স্ত্রী-স্বামীরা কি হাতছাড়া হয়ে গিয়েছে? তারা কি লিভটুগেদারে লিপ্ত হচ্ছে? তাদের পরিবার কি ওই কথিত গবেষণার মতোই বিয়ের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়েছে? তাই লেজকাটা শিয়ালের মতো তারা চাচ্ছে এদেশের সব মানুষ ওই ধরনের অসভ্যতায় হোক? তারা কি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে?
এই প্রশ্নগুলোর উত্তর যদি এনায়েত আলির ছাগলরা দিত....
২৪ মে ২০১৪ রাত ০৯:২৮
172741
পুস্পিতা লিখেছেন : ওরা নিজেরা নষ্ট হয়েছে, বাকী সবাইকেও নষ্ট করার ষড়যন্ত্রে যেন লিপ্ত।
১৫
225692
২৪ মে ২০১৪ রাত ০৯:৩২
হতভাগা লিখেছেন : অন্য ধর্মের কথা জানি না ।

ইসলাম ধর্মে বিয়ের পর সংসারের যাবতীয় খরচের দ্বায়িত্ব স্বামীর । এজন্য সে বাইরে থাকে অফিস বা ব্যবসার কাজে ।

স্ত্রীদের কাজ স্বামীর অবর্তমানে তার সংসারের হেফাজত করা আল্লাহর হেফাজতের মাধ্যমে ।

মানে স্ত্রী দেখবে ঘরের ভিতরেরটা আর স্বামী বাইরেরটা ।

এভাবেই চলে আসছে আমাদের বাংলাদেশী মুসলিম সমাজে । স্বামীই হচ্ছে পরিবারের প্রধান আর স্ত্রী স্বামীর অনুগত থাকে ।

সমস্যা শুরু হয়েছে তখন থেকেই যখন স্ত্রীরা ঘরের বাইরে এসে চাকরি করা শুরু করেছে ।

যেখানে স্বামীরই ঘরের বাইরে কাজ করার কথা এবং স্ত্রীর ঘরের ভেতরে , সেখানে দুইজনেই ঘরের বাইরে কাজ করলে ঘরের ভেতরের কাজ করার কাউকে পাওয়া যায় না ।

স্ত্রী ঘরের কাজ না করে বাইরের কাজ করে , এর ফলে সে তার স্বামীর হক থেকে নিজেকে কৌশলে সরিয়ে রাখছে । তবে ঠিকই স্বামীর কাছ থেকে ভরণ পোষন নিতে কসুর করছে না । চাকরি করে সে যে স্বামীকে বন্চিত করছে তার হক থেকে তার জন্য সে কোন ফাইনানসিয়াল কমপেনসেশনও করে না ।

ফলে দেখা যায় যে স্বামীর ভরনপোষনও সে নিচ্ছে , নিজেও কামাই করছে কিন্তু সংসারে দিচ্ছে না ; এবং স্বামীর সংসারেরও সে ঠিকঠাক দেখভাল করছে না চাকরি করার সুবাদে ।

আগে বউয়েরা শুধুই সংসারে কাজ করতো বলে টাকার জন্য স্বামীর কাছে ঠ্যাকা থাকতো । ফলে অনিচ্ছা সত্ত্বেও স্বামীর বসিং মেনে চলতে হত ।

এখন বউয়েরা চাকরি করছে , টাকার জন্য তার আর স্বামীর কাছে হাত পাততে হয় না । ফলে এটা খুব স্বাভাবিক যে এখনকার চাকরি করা বউয়েরা স্বামীর বসিং কখনই মানবে না যতই শরিয়তে বলা থাকুক না কেন ।

চাকরি না করেও যে তারা শরিয়তবিরোধীভাবে কর্তৃত্ব করে স্বামীদের উপর , চাকরি করলে বা টাকা কামালে সে তো ধরাকে সরা জ্ঞান করবে , স্বামী কোন ছার !

ফলে স্বামীরা যখন দেখবে যে , শরিয়ত মোতাবেক সে দেনমোহর দিয়ে বিয়ে করলো , স্ত্রীর ভরনপোষনেরও দায়দ্বায়িত্ব নিয়েছে কিন্তু সেখানে তার স্ত্রী চাকরি করে তার সংসারের দেখভাল করছে না এবং উল্টো তার উপর কর্তৃত্ব করছে - তখন সে হিসেব করবে যে বিয়ে করে আসলেই তার কি লাভ হয়েছে ?

আগের প্রজন্মের লোকেরা এখনকার প্রজন্মের চেয়ে ধর্মভীরু ছিলেন বেশী ।

এখনকার প্রজন্ম যখন দেখে যে তাদের ইমিডিয়েট পূর্বসূরীরা বিয়ের ফলে যথেষ্ট সাফার করছে এডজাস্টমেন্ট নিয়ে , তখন বিয়ের প্রতি তাদের মনে একটা বিরুপ মনোভাব এসে যায় ।

তারা চায় কিভাবে এরকম একটা নিশ্চিত লোকসানের পথে না গিয়ে , কোন দায়দায়িত্বের বেড়াজালে নিজেকে আবদ্ধ না করে জীবনকে পরিপূর্ণ রুপে উপভোগ করতে ।

কোন শিক্ষিত মেয়ে কি বিয়ে করে তার চেয়ে কম শিক্ষিত বেকার ছেলেকে ?

একজন ডাক্তার বা ইন্জিনিয়ার ছেলে বিয়ে করতে পারে একজন মেট্রিক / আন্ডার মেট্রিক মেয়েকে - মেয়ে তার সংসার কিভাবে চালাতে পারবে সেটাই মুখ্য , চাকরি নয় । এরকমটা হর হামেশাই হয়ে থাকে ।

একজন ডাক্তার মেয়ে বা ইন্জিনিয়ার মেয়ে কি কখনও মেট্রিক ফেল ছেলেকে বিয়ে করবে ? তার কর্তৃত্ব মেনে নেবে ? অথচ শরিয়ত কিন্তু বলে স্ত্রীকে স্বামীর অনুগত থাকতে ।

চাকরি করে সাবলম্বী হবার ফলে মেয়েরা এখন বিয়ে বিমুখ আর ছেলেরা যখন দেখে যে বিয়ের মত একটা গুরুত্বপূর্ন বিষয়ে তার কোনই লাভ নেই , আছে অশেষ লোকসান - তখন সেও বিয়ে বিমুখ হয়ে যায় ।

কিন্তু মজা তো উভয়েই চাখতে চায় , তাই লিভ টু গেদার বেস্ট অপশন হিসেবে আসে। ভাল লাগলো এক সাথে থাকলো , ভালো লাগা কেটে গেল তো ছেড়ে গেল ।

শুনতে খারাপ লাগলেও এটাই এখন সামনে এসে গেছে ।
২৪ মে ২০১৪ রাত ০৯:৪১
172745
পুস্পিতা লিখেছেন : সমস্যার যে স্বকল্পিত সমাধান বের করা হচ্ছে তা আসলে কোন সমাধানই নয়। ইসলাম যে পদ্ধতির কথা বলেছে সেখানেই সমাধান আছে। সে জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে চিন্তা করতে হবে কিভাবে নারী-পুরুষের কর্মক্ষেত্র ঠিক করা যায়, এডজাস্ট করা যায়। এটি খুব কঠিন কোন বিষয় নয়। এটা নিয়ে এসবি ব্লগে কয়েকটি পোস্ট লিখেছিলাম আমার নিজের চিন্তা শেয়ার করে। আমি কিভাবে এডজাস্ট করতে চাই তা লিখেছিলাম। এখানে পরে বিস্তারিত দেয়ার ইচ্ছে রইল।
২৫ মে ২০১৪ সকাল ০৫:৪৪
172827
সাদাচোখে লিখেছেন : @ হতভাগা, আপনি নিঃসন্দেহে যথার্থ বিশ্লেষন করছেন। কিন্তু এর সৃষ্টিতে ধর্মহীনতা, স্বার্থপরতার বিকাশ ও প্রসার, ধন সম্পদকে উন্নয়নের কেন্দ্রবিন্দু বনানো, নারী স্বাধিনতা, মিডিয়ার স্বাধীনতা, গনতন্ত্র ইত্যাদি বিষয়কে চিহ্নিত না করায় - মূল সমস্যাটি অবগুন্ঠিত ও বিকৃত হয়ে পাঠকের কাছে উপাস্থাপিত হবে।
২৫ মে ২০১৪ সকাল ০৮:৪০
172847
হতভাগা লিখেছেন : @ সাদাচোখে :

ব্যক্তি যদি ঠিক থাকে , সঠিক পথে চলতে চায় তাহলে তাকে আল্লাহই সাহায্য করে । শয়তানরা তাকে ফাঁদে ফেলতে পারে না ।

পাড়ার পোলাপানরা টিজ করলে (আপুটাকে লাইক করি) হুলস্থুল পড়ে যায় , আর শাহরুখ এসে কিস করলে গর্বে বুকটা ভরে যায় ।

খুব সিম্পল সিম্পল ব্যাপার , সোজা হিসাবগুলো আমরা পাত্তাই দিতে চাইনা ।
১৬
225718
২৪ মে ২০১৪ রাত ১০:৪১
লোকমান লিখেছেন : এসব মিডিয়া এবং সাংবাদিকগণ যা বুঝাতে চাচ্ছেন বা বুঝাচ্ছেন এবং যে ভাবে সমজটাকে বদলে দিতে যাচ্ছেন তা তাদের ফ্যামেলি থেকে শুরু করা হোক।
১৭
225722
২৪ মে ২০১৪ রাত ১০:৪৭
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : আরও একটি ভালো লেখা। সম্মানীয়া, আজকের বৃষ্টি ভেজা রাতটা কতই না মধুর! দুই কাপ চা নিয়ে না হয় কিছুক্ষণ বৃষ্টিটা উপভোগ করি, সময় কি খুব বেশী অপচয় হবে?
১৮
225723
২৪ মে ২০১৪ রাত ১০:৪৮
মোবারক লিখেছেন : আওমী অনলাইন পত্রিকা বাংলানিউজ২৪
১৯
225822
২৫ মে ২০১৪ সকাল ০৬:০২
সাদাচোখে লিখেছেন : ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আকড়ে ধরবো, ধর্মকে কোনঠাসা করে উন্নয়নের স্বপ্ন দেখবো- আর ধর্মহীন মানুষ নৈতিক ও সুষম আচরন উপ হার দেবে - এমন ভাবনা কিংবা প্রত্যাশাটিকেই আমার কাছে আজগুবি ঠেকছে।

স্বভাবতঃই আজকের ধর্মহীন কিংবা মেকিধর্ম সম্পন্ন বাংলাদেশে - আমি প্রতারনা ও মিথ্যার এই প্রতিভূদের তথা দজ্জালদের বিরুদ্ধে কার্যকর কিছু করা যাবে বলে মনে করছিনা।

মুসলিম হিসাবে আমার ইদানিং মনে হয়, আমাদের উচিত কোরান হাদীসের আলোকে আখেরী জামানা বোঝার, বিশ্লেষন করার এবং আমাদের করনীয় স্থির করা। ধন্যবাদ।
২০
225996
২৫ মে ২০১৪ দুপুর ০৩:১৬
ইবনে আহমাদ লিখেছেন : আমি এই খবরটি পড়েছিলাম। কিন্তু আপনার মত চিন্তা করতে পারিনি। পার্থক্য হল আমার আপনার মধ্যে। আর এটাকে মনে করি মহান আল্লাহ প্রদত্ত। তাই নিয়মিত আপনার লেখা চাই।
আপনাকে অসংখ্য মোবারকবাদ।
২১
227101
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলতে কি, যাদের দাম্পত্য জীবনে কখনও সুখ আসেনি তাদের কাছে এটি অর্থহীন। সমাজের অনেক মানুষকে খুব কাছ থেকে জানি ও চিনি। যাদের দাম্পত্য জীবন দেখলে মনে হয় দুনিয়া বুঝি এদের জন্য জাহান্নাম।

মিতা হকের স্বামী খুব অসস্থ। কিছুক্ষন পর মারা যাবে। আর সে চলে গেল সাংস্কৃতিক অনুষ্ঠানে। সুতরা আপতত দৃস্টিতে এরা বিয়ে করলেও এদের দাম্পত্য জীবনটা অনেকটা নোংরা লিভ টুগেদারের মতই।

ধন্যবাদ আপনাকে। এসব ইসলামী মুল্যবোধ সম্পকে আসলে আরও লিখা উচিত।
২২
227134
২৭ মে ২০১৪ রাত ০৮:২৫
কাজি সাকিব লিখেছেন : ধর্মহীণতার ভয়াল ছোবল মারতে উদ্যত হয়ে উঠেছে ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীদের তল্পিবাহক ঐ সকল হুলুদ মিডিয়া!
২৩
227139
২৭ মে ২০১৪ রাত ০৮:৩৭
আহ জীবন লিখেছেন : আমাদের লোভই এর জন্য দায়ী।
২৪
227206
২৭ মে ২০১৪ রাত ১১:২৯
ওয়াচডগ বিডি লিখেছেন : বেশ্যার দালালের মত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজে লাগিয়ে দারোয়ান, পিয়ন আর সুইপার নিয়োগ ব্যবসায় দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের পকেট কাটতেছে রাজনীতিবিদ গন। এ দেশের রাজনীতিবিদদের প্রায় সবাই চোর। সুতরাং চোরের কাছে ভালো কিছু আশা করা অনেকটা অন্যায়ের সামিল।
২৫
227257
২৮ মে ২০১৪ সকাল ০৭:৩৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : লেখাটা পড়ে মজা পেলাম, অন্ধ অনুকরনের ফল আর কি!
২৬
229583
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৪৭
সত্য নির্বাক কেন লিখেছেন : কি আছে দেখি জাতীর কপালে!!!!!!
ওরা যদি ভালবাসে
ভালবেসে কাছে আসে
তবে তারা যাবে কদ্দুর????????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File