নারী, জ্ঞান-মেধা কিছুই তোমার লাগবে না, শুধু শারিরীক সৌন্দর্যের বিস্ফোরন ঘটাও এবং সফল হও!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ২০ মে, ২০১৪, ০৩:৩৪:২৭ দুপুর
Beauty means power.
Being beautiful is being powerful. I have the power to transfix- the power to attract. I can use my power to get what I want, when I want it. It’s in my hands. It’s on my skin. It’s in my hair. It’s inside me. It is me. I feel beautiful, and so I feel powerful.
সৌন্দর্যই নারীর শক্তি! সেই শক্তি কোথায় আছে? কেন চামড়াতে, চুলে, শরীরে! সেই শক্তি ব্যবহার করে নারী যখনই যা চাইবে তা পাবে! সেই শক্তি নারী কোথায় ব্যবহার করবে? কেন, পুরুষকে আনন্দ দিতে! নারী সুন্দর হবে, উম্মূক্ত হবে, এক নারীকে হাজারো পুুরুষ ব্যবহার করতে চাইবে, বিভিন্ন আঙ্গিকে, প্রকারে, স্টাইলে যত বেশি পুরুষকে খুশি করতে পারবে ততই নারীর সফলতা ফুঠে উঠবে! নারীর সফলতা নির্ভর করে একমাত্র, শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের উপর! কত রোমান্টিক ভাবে তা উম্মূক্ত করতে পারে তার উপর!
প্রতি বছরের মতো এবারও লাক্স-চ্যানেলআই শুরু করতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগীতা! বাংলায় শ্লোগান, "দেখাও তোমার রূপের ঝলক" ইংরেজিতে উপরের কথাগুলো সহ আরো অনেক কথা বলে তরুণীদের উৎসাহিত করা হচ্ছে সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য!
লাক্স-চ্যানেল আইয়ের সুন্দরী প্রতিযোগীতার কথাগুলো জানার পর কোন নারীর কি মনে হবে মেধা, বুদ্ধিমত্বা, প্রতিভা, শিক্ষা ইত্যাদির প্রয়োজনীয়তা তার জীবনে আছে? শরীর ও চামড়াই তার একমাত্র সফলতার চাবিকাটি! ওরা কি এটিই বলতে চায়নি? নারীর মননে গেঁথে দেয়া হচ্ছে, সৌন্দর্যই আসল শক্তি। এটি ছাড়া তোমার জীবন বৃথা! শুধু সুন্দর হলেও আবার হবেনা, সেই সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হবে উগ্র মেকআপে, স্বল্প বসনে, সবার সামনে উম্মূক্ত হয়ে! এবার লম্পটরা খুশি এবং নারী তোমার জীবন সফল!
জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিক্ষার শক্তির কথা নারীর আর মনে থাকবে না। নারীকে শুধু সুন্দর হতে হবে আর কিছু নয়! নারী, তোমার জীবনের সবকিছু বন্ধক নিয়ে নিয়েছে ওই সব আধুনিক লম্পটরা, এবার তোমার সৌন্দর্যের সবকিছু তাদের কাছে উম্মূক্ত করে দাও, তাদেরকে খুশি করো তারপরই শুধু তুমি কিছু পাবে, তোমার জীবন সফল হবে! তা না হলে তুমি কিছুই পাবেনা! তাই নারীকে এখন ছুটতে হবে শুধু চামড়া সাদা করার দিকে!
এভাবে হাজার-হাজার নারী পাগল হবে সুন্দরী হওয়ার জন্য। হাজারো সুন্দরী উম্মূক্ত হবে। তাদের ভিতর থেকে বের করে আনা হবে শারীরিক সৌন্দর্যের সুপারষ্টার। নারীর প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে মিলতে হবে পুরুষের ষ্টান্ডার্ড আকাংখার সাথে। লম্পটদের কিভাবে তুমি খুশি করতে পারো তার পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ করতে হলে দেখাতে হবে শরীর, হাটতে হবে, বাঁকতে হবে, দুলতে হবে, খোলামেলা হতে হবে। প্রকৃতি নারীত্বের যে অনন্য সৌন্দর্য তোমার শরীরে দিয়েছে তার সবকিছুই উম্মূক্ত করতে হবে। বুঝানো হবে এই শরীর দেখিয়েই তুমি বিখ্যাত ও বড় হতে পারো। মেধা-বুদ্ধিমত্বা-প্রতিভা নয়, শরীর ও চামড়া হয়ে উঠুক তোমার ভবিষ্যতের নির্মাতা।
এসবকে ওরা প্রচার করছে নারী অধিকার হিসেবে, বাস্তবে এখানে নষ্ট পুরুষতান্ত্রিক ভাষাটিই প্রধান হয়ে উঠেছে। ওরা নারীকে, নারীত্বকে পণ্যের ন্যায় উপস্থাপনে ব্যস্ত হয়ে পড়েছে। আর নারীর নিরবতা পুরুষতান্ত্রিক লোলুপ ষড়যন্ত্রকে আরো উৎসাহিত করছে। এভাবে বিজ্ঞাপন, সুন্দরী ও ফ্যাশন প্রতিযোগীতার অসভ্যতাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে ফেলেছে।
এভাবে নতুন প্রজন্মকে বিশেষ করে নারীদের স্লো পয়জনিং করা হচ্ছে। ধীরে ধীরে তাদের ভিতরে থাকা শালীনতা, নৈতিকতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়া হচ্ছে। মেয়েদেরকে বানানো হচ্ছে সেক্স সিম্বল ও প্রোডাক্ট! তাই মেয়েরা নিজেদের মানুষ ভাবার চেয়ে সেক্স সিম্বল হিসেবে ভাবতেই বেশি পছন্দ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে আগে মেয়েদের প্রশংসা করে বিউটিফুল, নাইস, কিউট বললে খুশি হতো বা লজ্জা পেতো। আর এখন তথাকথিত আধুনিক মেয়েরা খুশিতে ফেটে পড়ে সেক্সি বললে। কিউট, নাইস, বিউটিফুল বললে কনফিউশনে থাকে আসলে মনে হয় সুন্দর লাগছে না!
এটা খুব পরিকল্পিত ও ভয়ংকর অনৈতিকতার আগ্রাসন। কিন্তু বেশি আতংকিত হয়ে পড়ি যখন দেখি তথাকথিত শিক্ষিত নারীরাই সেই আগ্রাসনের শিকার হচ্ছে বেশি! কেন তারা এই ষড়যন্ত্র বুঝতে চায় না?!
বিষয়: বিবিধ
৪২০৫ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে রসুল (সা) বলেছেন: তিনি দেখেছেন জাহন্নামের বেশিরভাগই নারী তাই তার কথাওতো সত্য হবেই।
সতর্ক করার জন্য ধন্যবাদ।
আল্লাহ আমারেদ মা/বোনদের রক্ষাকরুন জাহেলীয়াত থেকে ও জাহান্নাম থেকে।
যেমন দূর্নীতিতে । যেই কাপ বাংলাদেশের কোন পুরুষ সরকার প্রধান একটাও আনতে পারেন নি , নারীরা সেটা এনে দেখিয়েছে । তাও আবার পর পর ৫ বার ।
আবার মঙ্গল গ্রহেও নিজেকে শিফট্ করাচ্ছে।
সংসদীয় গালাগালিতে নারীরা যেন অপ্রতিদ্বন্দ্বী , পুরুষরা এ ব্যাপারে কোন কালেও নারীদের নখেরও যোগ্য হতে পারবে না ।
সমাজের সুস্ত মস্তিস্কের বিবেগগুলো এক্ষেত্রে নীরব থাকার কারণেই শয়তান তার কর্মসূচী বাস্তাবায়নের জন্য বেশরম আবালগুলোকে মাঠে ময়দানে চেড়ে দিয়ে গোটা মানব সমাজকেই ধ্বংশের অতল গহবরে নিয়ে যাওয়ার পথ প্রসস্ত করেছে। সমাজের বিবেগগুলোকে আজ জাগতে হবে, জাগাতে হবে।
নারী তুমি থাকবার বোরকার তলে
কেন তুমি আসো সব খুলে
আমাদের দেশও তাই এই অভিযানে নেমে গেছে....
টিভিতে কিছু বিজ্ঞাপনে দেখান হয় কেবল সুন্দরি হলেই চাকরি হয়। কথাটি পুরোপুরি মিথ্যা নয়। অনেক প্রতিষ্ঠানই শুধু কিছু সুন্দরি নারিকে চাকরি দেয় কিন্তু এদের কে মুলত ব্যবহার করা হয়। গত ২০ বছরে কসমেটিকস এর বাজার প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে। এই তথাকথিত সুন্দরি রা অদেী সুন্দরি না কসমেটিকস এর মাধ্যমে সুন্দরি তা বুঝা মুশকিল। সব কিছুর পিছনে রয়েছে সেই পুজিবাদ। মানুষের জিবনে যা কিছু মহান তাকেই পন্যে পরিনিত করে তা।
আমার একটি বই ইভটিজিং - কারণ ও প্রতিকার এ নারী প্রগতি সম্পর্কে দলিলসহ তথ্য দেয়া আছে। বইটি পড়ুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন।
মন্তব্য করতে লগইন করুন