স্কুল লাগবে না, নায়িকা দেখলেই জাতি শিক্ষিত হয়ে উঠবে?!

লিখেছেন লিখেছেন পুস্পিতা ০৫ মে, ২০১৪, ০১:৪১:১৪ দুপুর

স্কুল বন্ধ করে দিয়ে তাতে নায়িকার পোষাকপ্রদর্শনী কেন্দ্র করবে হাসিনা সরকার!



নায়িকা সুচিত্রা সেন, আমাদের দেশের তথাকথিত প্রগতিবাদীদের মতে মহানায়িকা! হতে পারে, আমি কখনো তার সিনেমা দেখিনি। শুধু তার নয় কারো সিনেমাই দেখিনি আগ্রহ ও সময়ের অভাবে। বৃটিশ আমলে পূর্ববঙ্গের পাবনায় জম্মেছিল। এরপর ভারত-পাকিস্তান ভাগের পর তিনি পরিবার সহ নিজেদের প্রয়োজনে স্বইচ্ছায় পশ্চিমবঙ্গে শিফট হয়েছিল। তাদেরকে কেউ এখান থেকে বের করে দেয়নি। তারা আরো অনেকের মতো উন্নত জীবন যাপনের ইচ্ছায় পশ্চিমবঙ্গে চলে গিয়েছিল।

তারপর থেকে তাদের বাড়ি বেওয়ারিশ সম্পত্তি হিসেবে সরকারের হেফাজতে ছিল। দীর্ঘদিন পর এলাকার কিছু মানুষ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য সুচিত্রা সেনদের সেই খালি বাড়ি সরকারের কাছ থেকে ১৯৮৭ সালে লীজ নেয়। বিশাল এক স্কুলও সেখানে স্থাপিত হয় যাতে হাজার-হাজার ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। স্কুলের নাম ইমাম গাজ্জালী ইনস্টিটিউট টাইপের কিছু। প্রতিষ্ঠাতারা নাকি ইসলামীক মাইন্ডের! এখানেই বেঁধেছে গোল!

আমাদের দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ (আসলে ইসলাম বিদ্বেষী) হাসিনা সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর তথাকথিত প্রগতিশীলদের ইসলাম বিরোধী মানসিকতা যেন নূতন ভাবে প্রবল বেগে উতলে উঠল! সারাদেশে ওই ধরনের আরো অনেক জায়গা-জমি অনেকে লীজ নিয়ে এমনকি অবৈধভাবে ব্যবহার করলেও সেসব উদ্ধারে তেমন কোন তৎপরতা নেই। কিন্তু তথাকথিত প্রগতিশীল মিডিয়া, ব্যাক্তিত্ব সবার নজর পড়ে গেলো পাবনার একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের উপর! তারা বিবৃতি ও রিপোর্টের ঝড় তুললো! কারণ একটিই, সেই স্কুলের প্রতিষ্ঠাতারা ইসলামিক মাইন্ডের, স্কুলটির নামও একজন পৃথিবী সেরা ইসলামিক ব্যাক্তিত্বের নামে! এরপর হাসিনা সরকার দিলো বাতিল করে সেই জমির লীজ! সেখানে নাকি সুচিত্রা সেন সংগ্রহশালা হবে! সংগ্রহশালাতে থাকবে সুচিত্রা সেনের ব্যবহার্য জিনিসপত্র, জামাকাপড়, ছবির প্রিন্ট, স্টিল ছবি, প্রতিকৃতি ইত্যাদি! শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে নায়িকার ছবি, জামাকাপড় দেখানো হবে! আমাদের বিচারপতিরা আরো এককাঠি সরস! তারাও তাতে রাজি! স্কুল কর্তৃপক্ষের আবেদন বাতিল করে দিয়ে তারাও প্রগতিশীলদের সাথে একমত! স্কুল লাগবে না, নায়িকার শরীর দেখলেই জাতি শিক্ষিত হয়ে উঠবে!

এমন এক পরিবেশ বর্তমান বাংলাদেশে তৈরি করা হয়েছে যেখানে কেউ যত ভাল কাজই করুকনা কেন, ইসলামের গন্ধ তার সাথে থাকলে সেই অচ্যুৎ! তাকে সুরক্ষা সরকার দিবেনা, প্রগতিশীলরা দিবেনা, পুলিশ দিবেনা এমনকি আদালতও দিবেনা! তা না হলে একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান (যার অপরাধ শুধুমাত্র ইসলামের গন্ধ থাকা!) বন্ধ করে দিয়ে নায়িকার অশ্লীল ছবি, শরীর ও পরনের কাপড় চোপড় প্রদর্শনের সিদ্ধান্তের সাথে সবাই কি করে একমত হয়?! শিক্ষার প্রয়োজন নেই, শিক্ষিত জাতির প্রয়োজন নেই, নায়িকার উলঙ্গ-অর্ধউলঙ্গ ছবি, ব্যবহার্য কাপড়-চোপড় দেখালেই জাতি উন্নতির শিখড়ে পৌঁছে যাবে?!

ভারতীয় নায়ক-নায়িকার ছবি, ভারতীয় সিরিয়াল, তাদের সংগ্রহশালা, ভারতকে ট্রানজিট, করিডোর ইত্যাদি দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, অন্যকোন কিছুর প্রয়োজনই নেই! এভাবেই এগিয়ে যাওয়ার জন্যেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে লক্ষ্য পূরণের জন্যেই শেখ হাসিনাকেই থাকতে হবে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায়! তারপর এদেশ থেকে ইসলাম, সচ্চরিত্রের নাম-গন্ধ মুছে যাবে আর সবাই মাতাল হয়ে থাকবে নায়ক-নায়িকার শরীরী ভাষায়! এই ধরনের মাতাল জাতি তৈরি করার জন্য আসলেই তো শিক্ষার প্রয়োজন নেই, শুধু ভারতীয় নায়িকা চিনলেই চলবে!

বিষয়: বিবিধ

৭৪০৩ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217675
০৫ মে ২০১৪ দুপুর ০১:৪৬
প্রেসিডেন্ট লিখেছেন : এদেশে আজ সবজায়গায় ল্যাংটাদের রাজত্ব। সংস্কৃতি, শিল্পকলা, চিত্রকলা -যা বলুননা কেন। এরা তাদের নগ্নতা ছড়িয়ে দিতে চায় সর্বত্র।
নগ্নতার জয়জয়কার আজ সর্বত্র। ন্যাংটারতো আর বাটপারের ভয় নেই। সে তো লেজকাটা শিয়াল। তাই নিজের নগ্নতাকে ছলে বলে কৌশলে সে ছড়িয়ে দেয় সমাজের সর্বত্র। কারণ নগ্নতা প্রতিষ্ঠিত হয়ে গেলে ন্যাংটা সুপারস্টার খ্যাতি পাবে। ন্যাংটা বলে তাকে আর কেউ লজ্জা দিবেনা, ন্যাংটা হওয়ার প্রতিযোগিতায় তখন সবাই মাতবে।
যে মাতবেনা সে হবে ব্যাকডেটেড, আনকালচার্ড।


০৫ মে ২০১৪ দুপুর ০২:০৩
165828
পুস্পিতা লিখেছেন : এই ধরনের এমপি, জাতি তৈরি করাই শেখ হাসিনার উদ্দেশ্য!
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
168270
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
নারীর সম্ভ্রম কেড়ে নেয়া ইসলাম ধর্মে বৈধ..... লিখেছেন " খেলাঘর বাধঁতে এসেছি " ২৯ এপ্রিল, ২০১৪,

লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ১২ মে, ২০১৪, ০৫:৫৫ বিকাল

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/5409/dhaka2012/45001#.U3C8H3bZ4gs
217677
০৫ মে ২০১৪ দুপুর ০১:৫০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : [url href="http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1980/ohidul/44328#.U2dCEqK3TDc" target="_blank"]রুচি যেখানে রুগ্ন, নগ্নতা সেখানে শিল্প[/url,
০৫ মে ২০১৪ দুপুর ০২:০৪
165829
পুস্পিতা লিখেছেন : লিংক কাজ করছে না!
217684
০৫ মে ২০১৪ দুপুর ০২:০৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : শুধু সংগ্রহশালাই হবে! সুচিত্রা মায়ের দরগাঁহ শরীফ খোলা হবেনা ক্যান!! Give Up Give Up Give Up
০৫ মে ২০১৪ দুপুর ০২:০৮
165831
পুস্পিতা লিখেছেন : সেটাও হবে, আপটার অল ওরাই যে শেখ হাসিনার আদর্শ!
০৫ মে ২০১৪ দুপুর ০২:৩৪
165846
সুমাইয়া হাবীবা লিখেছেন : শুধু আদর্শ!Surprised Surprised এরা না থাকলে কি আমরা জানতাম উনারা কতটা ধার্মিক!! :Thinking :Thinking Liar Liar Liar
217689
০৫ মে ২০১৪ দুপুর ০২:২৬
আহ জীবন লিখেছেন : শরীরের ভাজে ভাজে কোথায় কি আছে তা কি শিক্ষার অংশ না কি বলেন? হে হে হে হে হে হে হে Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
165958
পুস্পিতা লিখেছেন : আওয়ামী লীগ পুরো জাতিকে অসভ্য ও চরিত্রহীন করার টার্গেট নিয়েই এগোচ্ছে।
217701
০৫ মে ২০১৪ দুপুর ০৩:১৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সুচিত্রা সেন নার্সিসিজম (Narcissism) নামক মনোবিকারে আক্রান্ত ছিলেন, তার বিরুদ্ধে আরো অভিযোগ ছিল নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের প্রতি তার আকর্ষণ ছিল মারাত্মক। এরকম একটি ঘটনার জন্ম দিয়েছিল উত্তম কুমীরের সাথে। সুচিত্রা সেন কোনো এক উৎসবের দিনে উত্তম কুমারকে আমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে। ওই উৎসবে তিনি উত্তম কুমারের সাথে জুড়িনাচ নেচেছিলেন ভয়ানক অশ্লীল ভঙ্গিতে। সুচিত্রা সেনের স্বামী সেটা দেখে ছুরি হাতে তেড়ে যান উত্তম কুমারকে খুন করতে। উত্তম কুমীর সুচিত্রা সেনকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এরপর সুচিত্রা সেনের বিবাহিত জীবনের ইতি ঘটে। তার পর থেকে সে জৈবিক চাহিদা মিটানোর জন্য বিশেষ কৌশলের আশ্রয় নিয়ে নতুন নতুন পুরুষের সান্নিধ্য লাভ করে। যার ফলে তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ লোকচক্ষুর অন্তরালে চলে যায়। যৌন বিকার গ্রস্ততার কারণে সুচিত্রা সেন মানসিকভাবেও অসুস্থ হয়েছিলেন। আর শেষে হয়ে ওঠেন আত্মপ্রেম ব্যাধিগ্রস্ত। তার এই আত্মপ্রেম ব্যাধি ছিল তার জীবনের শেষ ৩৫ বছর জুড়ে।
হাম্বা সরকারের শীর্ষ নেত্রীও উপযুক্ত নর্তকী বজ্জাতকেই খুজে পেয়েছে একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে সেখানে একজন বির্তকিত বেইশ্যার অপকর্মগুলোকে যুগ যুগ ধরে স্মরণ রাখার জন্য।
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
165967
পুস্পিতা লিখেছেন : জাতিকে অশ্লীলতার ভিতর লিপ্ত রেখে, সামগ্রিক নৈতিক চরিত্র ধ্বংস করে দিয়ে একটি ভোগবাদী প্রজন্ম তৈরি করতে পারলে শেখ হাসিনার মূখ্যমন্ত্রী হওয়া আর কেউ ঠেকাতে পারবে না। ভোগবাদী প্রজন্ম কি আর দেশ নিয়ে ভাববে?!
217725
০৫ মে ২০১৪ বিকাল ০৪:২৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
165960
পুস্পিতা লিখেছেন : স্কুল বন্ধ করে তথাকথিত নায়িকার সংগ্রহশালা করাটাকেই কি ভাল লেগেছে?!
217734
০৫ মে ২০১৪ বিকাল ০৫:১৮
বুসিফেলাস লিখেছেন : মনমোহনের রক্ষিতা হাসিনা দেখাতে পারেনা তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে মিডিয়ার পতিতাদের সম্মান দিচ্ছে...
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
165962
পুস্পিতা লিখেছেন : জাতিকে অনৈতিকতার দিকে নিয়ে যাওয়ার সকল পথ এখন আওয়ামী লীগ খুলে দিচ্ছে।
217837
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : সংগ্রহশালা দ্বারা আদৌ কোন উপকার হবে কিনা জানিনা, তবে কোমলমতি শিশুদের রুচির বিকৃতি ঘটবে তাতে সন্দেহ নেই। ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
165971
পুস্পিতা লিখেছেন : সেটাই তো শেখ হাসিনার টার্গেট!
217881
০৫ মে ২০১৪ রাত ০৯:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু সূচিত্রা সেন কেন?
আমার দাবি ঢাকায় নার্গিস এর বাড়িতে ও এই ধরনের সংগ্রহ শালা খোলা হোক।
নার্গিস এর মা গওহরজান ঢাকার নামকরা বাইজি ছিলেন। তা হলেও একজন উচ্চ শ্রেনির শিল্পি ছিলেন। নার্গিস অভিনেত্রি হিসেবে সূচিত্রাসেন এর তুলনায় অনেক উন্নতা মানের।
০৫ মে ২০১৪ রাত ১০:৪১
166022
পুস্পিতা লিখেছেন : সূচিত্রা সেনের বাড়ি বড় হয়ে উঠেছে কারণ সেখানে একটি স্কুল দেয়া হয়েছে এবং যারা দিয়েছে তারা ইসলামপন্থী। তা না হলে সেখানে যদি গরু-বাচুরের খোয়াড় বানাতো তারপরও তথাকথিত প্রগতিবাদীরা কিছুই বলতো না! ইসলামপন্থীদের দেয়া স্কুল উচ্ছেদ করতে হবে বলেই দীর্ঘদিন তাদের আবেগ উতলে উঠেছে!
১০
217899
০৫ মে ২০১৪ রাত ০৯:৩৯
নীল জল লিখেছেন : আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বলতে চাই আপনি অনেক ব্যাতিক্রমধর্মী মেয়ে। ভারতীয় সিরিয়াল আমদের উপর যে আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে লেখার জন্য ধন্যবাদ
০৫ মে ২০১৪ রাত ১০:৪১
166023
পুস্পিতা লিখেছেন : এখন এদেশে ভারতের পরামর্শে এদেশের নাগরিকের উপর আগ্রাসন চালাচ্ছে স্বয়ং এদেশের কথিত সরকার!
১১
218005
০৬ মে ২০১৪ সকাল ০৯:০৯
চোরাবালি লিখেছেন : আ হ কি মধুর কথা আমাদের। যে সময় সিনেমায় ওড়নার ব্যবহার ছিল তখনই উনি আফ প্যান্ট পড়তেন----- তার জন্য আবার আমাদের আত্মা কাদেঁ
০৯ মে ২০১৪ বিকাল ০৫:১৭
167200
পুস্পিতা লিখেছেন : এসব অসভ্যদের ছবি দেখানোর জন্য নাকি সরকার একটি স্কুল বন্ধ করে দিচ্ছে!
১২
218640
০৭ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
ইবনে হাসেম লিখেছেন : আফা আম্নে মনে অয় এক্কানা ভূল করি হালাইছেন। আল্লামা মাসঊদ শোলাকিয়া, আল্লামা শফী হুজুর সক্কলে যখন উনাদের বন্ধু মনে করেন, তাইলে আম্নে কেমতে কইলেন যে এই সরকার ইসলামের শত্রু?? দেশের মাইনসে কি উনাগো কতা বিশ্বাস করবো নাকি আম্নের মতন এক অজানা অচেনা ব্লগারের কতায় আস্থা আনবো? আমি তো কুনই কুল কিনারা পাইতেছিনা, ব্যাপারটা নিয়া। যাহোক, দেখি ঐ সব আল্লামারা কি কন এই ব্যাপারটা নিয়া, উনাদের মতামতের অপেক্ষা করা ছাড়া কুন উপায় আর দেখতাছিনা......
০৯ মে ২০১৪ বিকাল ০৫:১৯
167202
পুস্পিতা লিখেছেন : ধর্মনিরপেক্ষতাবাদীদের কি করে বন্ধু বলা হয় তা আসলেই বুঝতে পারিনা!
১৩
218882
০৮ মে ২০১৪ সকাল ০৭:৩২
গ্রাম থেকে লিখেছেন : হাসিনা যতো পারে ইসলাম বিরোধী কাজ করবে, পারলে মসজিদ ভেংগে মন্দির বানাবে।
তাতে যদি দাদাদের সুনজরে থাকা যায়!!
০৯ মে ২০১৪ বিকাল ০৫:১৮
167201
পুস্পিতা লিখেছেন : হ্যাঁ, এদেশ তার কাছে কিছু নয়, যা কি করা হয় তার সবকিছু ভিনদেশের জন্য।
১৪
219482
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
হতভাগা লিখেছেন :


এই হল আপনাদের সূচিত্রা সেন । কেন উনি লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন সেটা মনে হয় এখান থেকে কিছুটা আঁচ করা যাবে ।
১০ মে ২০১৪ সকাল ০৮:০৪
167444
ইবনে হাসেম লিখেছেন : ভাইসাব, মাথায় ভরা গোবর, তাই কিছুই আঁছ করবার পারতাছিনা।
১৫
219985
১০ মে ২০১৪ রাত ০৯:৫০
ভিশু লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন!
১৬
220202
১১ মে ২০১৪ দুপুর ০২:১১
নাউন৯৯ লিখেছেন : যে দেশে রাতের আধারে আল্লাহর অলিদেরকে হত্যা করা হয়, সে দেশে একটা মাদ্রাসার অবমূল্যায়ন খুব বেশি ক্ষতি নয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File