টাঙ্গাইল কি আমেরিকার কোন জেলা?! নাকি আমেরিকা টাঙ্গাইলের কোন উপজেলা?!

লিখেছেন লিখেছেন পুস্পিতা ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৩১:৩৩ দুপুর



কয়েকমাস আপলোড হওয়া ও প্রচার হওয়া কথিত আল কায়েদার অডিও বার্তাটি নাকি আপলোড হয়েছিল আমেরিকার আরিজোনা থেকে। সরকারী প্রতিষ্ঠান বিটিআরসি বিষয়টি কনফার্ম করেছিল। কয়েকমাস আগে আপলোড হওয়া সেই বার্তা নিয়ে সরকার ও মিডিয়াকে তেমন কোন কথা বলতে দেখা যায়নি। কিন্তু অবৈধ ও স্বনির্বাচিত তথাকথিত সরকারের উপর দেশ-বিদেশের ক্রমাগত চাপ, বিশেষ করে আমেরিকার সিনেটের কঠোর মন্তব্যের পর কথিত সেই বার্তা নিয়ে চিহ্নিত কিছু মিডিয়া ও আওয়ামী লীগের হঠাৎ তোলপাড় বিশ্বাসযোগ্য সন্দেহ তৈরি করে। নিরাপত্তা বিশ্লেষক সহ সংশ্লিষ্ট সবাই কথিত সেই বার্তাটিকে ফেইক হিসেবে অভিহিত করে আমেরিকাকে কাছে টানার জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র হিসেবেই দেখছে। কিন্তু আওয়ামী লীগ ৫ই জানুয়ারীর নির্বাচনের মতো আরেকটি কাঁচা নাটক মঞ্চত্ব করেছে বলেই মনে হচ্ছে। তার পরিণতিতে পুরো কথিত সেই বার্তার বিষয়টি হাস্যকর তামাশায় পরিণত হচ্ছে।

আমেরিকা থেকে আপলোড হয়েছে বলে সরকারীভাবে স্বীকার করে নিয়ে বর্তমানে আওয়ামী লীগের লাঠিয়ালে পরিণত হওয়া র‍্যাব কথিত সেই আপলোডারকে আটক করে টাঙ্গাইল থেকে! তাহলে টাঙ্গাইল কি আমেরিকার কোন জেলা?! নাকি আমেরিকা টাঙ্গাইলের কোন উপজেলা?! পুলিশের সাথে থেকে গুলি করে ছাত্রলীগ আর অস্ত্র মামলায় আসামী করা হয় শিবিরকে- বিষয়টি যেন তেমনই! আপলোড হয় আমেরিকা থেকে আর গ্রেফতার হয় টাঙ্গাইল থেকে! আমাদের আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর মাথা যে এখন সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে তা যেন আবারও হাতেকলমে প্রকাশ হয়ে গেল। পাবনায় পাঠানো ছাড়া উপায় নেই দেখছি!

তবে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য। যাকে আটক করা হয়েছে সে আপলোডের সময় আমেরিকা ছিল বা জীবনে কখনো গিয়েছে তা জানা যায় না। তবে আমেরিকায় কিন্তু আমাদের দেশের স্বনির্বাচিত প্রধানমন্ত্রীর ছেলে-মেয়ে-বোনরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান করে। আমেরিকা থেকে যদি আপলোডই হয়ে থাকে তাহলে জনগণের সন্দেহ কিন্তু ওদের দিকেই যায়। কারণ তথাকথিত ওই বার্তার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ। মি. তথ্যজীবি কথিত আইটি বিজ্ঞানী ও স্বনির্বাচিত প্রধানমন্ত্রীর পুত্র ভায়া আইটি উপদেষ্ঠা কি মায়ের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার উদ্দেশ্য এই কাঁচা হাতের অডিওটি আমেরিকা থেকে নিজেই আপলোড করেছে?! আমরা নিশ্চিত নই, তবে আওয়ামী লীগের অতিউৎসাহী আচরণ দেখে জনগণ অনেক ধরনের সন্দেহই কিন্তু করে!

বিষয়: বিবিধ

২০২৬ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178918
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
পলাশ৭৫ লিখেছেন : Yawn Yawn Yawn
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৭
131943
পুস্পিতা লিখেছেন : এমনই কাঁচা নাটক আওয়ামী লীগ মঞ্চত্ব করছে যাতে মনে হবে টাঙ্গাইল আমেরিকায় অবস্থিত!
178924
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪২
131945
পুস্পিতা লিখেছেন : বিষয়টি মি. তথ্যভান্ডার কথিত আইটি বিজ্ঞানী ও স্বনির্বাচিত প্রধানমন্ত্রীর সন্তান ভায়া আইটি উপদেষ্ঠার উপদেশে খুবই কাঁচা হাতের সাজানো নাটক বলেই মনে হচ্ছে!
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
131946
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ALকায়েদা নয়, BALকায়েদার কাজ এটা।Smug Smug Smug
178926
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
ইমরান ভাই লিখেছেন :




পুরাই বাআল..... Big GrinBig GrinBig GrinBig Grin
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
131947
পবিত্র লিখেছেন : পুরাই বাআল..... Rolling Eyes Thumbs Up Thumbs Up
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
131961
পুস্পিতা লিখেছেন : হুমম.. পুরোই আওয়ামী লীগের মতো ডিজিটাল!
178930
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
পবিত্র লিখেছেন : টাঙ্গাইল কি আমেরিকার কোন জেলা?!
মাথায় কিচ্ছু ঢুকছেনা!! At Wits' End At Wits' End
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
131963
পুস্পিতা লিখেছেন : কারো মাথায় ঢুকছেনা, টাঙ্গাইল কি আমেরিকার কোন জেলা?! নাকি আমেরিকা টাঙ্গাইলের কোন উপজেলা?!
178934
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
অজানা পথিক লিখেছেন : কি আছে বলার
তবে বাশের কেল্লার তাৎক্ষনিক পোষ্ট টি দেখেঅনেকেই বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে পারে
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০২
131964
পুস্পিতা লিখেছেন : এক বাশেঁরকেল্লাতেই আওয়ামী লীগের যেন ঘুম হারাম! রাজনীতিতে যেমন সব জায়গায় জামায়াত-শিবির দেখে, অনলাইনজগতে সবকিছুতে বাঁশেরকেল্লা দেখে!
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৫
131966
অজানা পথিক লিখেছেন : হুম
178953
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৯
আমি মুসাফির লিখেছেন : আমেরিকায় কিন্তু আমাদের দেশের স্বনির্বাচিত প্রধানমন্ত্রীর ছেলে-মেয়ে-বোনরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান করে। আমেরিকা থেকে যদি আপলোডই হয়ে থাকে তাহলে জনগণের সন্দেহ কিন্তু ওদের দিকেই যায়।

১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
132023
পুস্পিতা লিখেছেন : অনেক নাটক শেখ হাসিনা সাজানোর চেষ্ঠা করছে, কিন্তু বারবার জনগণ সব ধরে ফেলছে।
178956
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৪
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ওদের নাটকটা পুরাই বাংলা ফিল্মের মত । কোন মিল পাওয়া যায়না। প্রধানমন্ত্রীকে শ্রেষ্ট অভিনেত্রীর পুরস্কার দেওয়া যেতে পারে।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
132024
পুস্পিতা লিখেছেন : কৌতুক অভিনেত্রীর!
178971
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : পুরো ই ডিজিটাল কাজকারবার।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
132028
পুস্পিতা লিখেছেন : শেখ হাসিনার আইটি উপদেষ্ঠার ডিজিটাল কাজ!
178985
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
বাকপ্রবাস লিখেছেন : লীগ সার্কাস / বাকপ্রবাস

বাংলাদেশ টু আমেরিকা ভায়া টাংগাইল
যেতে চাইলে দৌড়ে আসেন আড়াআড়ি আইল
কথা শুনে দেবেননা ধরে বাপ দাদারে গাইল
যাবেন যদি খেয়ে নিন গোটা দশেক ফেন্সি ডাইল

আসল ঘটনা এবার খুলে বলি ভাই
আল কায়দা ট্রানজিট পয়েন্ট হয়েছে টাংগাইল
আরিজোনা থেকে নাকি ছেড়েছে ভিডিও বার্তা
সেই সূত্রে টাংগাইলের জনৈক হবে আলু ভর্তা

কিসের মধ্যে কি বুঝা আসেনা মাথায়
হঠাৎ মনে পড়ে গেল সাকার সেই রংগ কথায়
আজব এক মেশীন নাকি বানাল লীগ
রাজাকার ঢুকিয়ে দিলে হয়ে যায় দেশ প্রেমিক

সেই সূত্রে টাংগাইল এখন হয়ে গেছে মার্কিন
কোন নাটক দেখব এবার ভাবছি নিশী দিন
একাত্তর টিভিতে মজু আর নবনিতার চলছে মহরত
না জানি আবার হয়ে যাবে গণপ্রজাতন্ত্রী ভারত!!
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
132031
পুস্পিতা লিখেছেন : বাংলাদেশের স্বনির্বাচিত প্রধানমন্ত্রী অলরেডি হামিদ কারজাইয়ে পরিণত হয়েছেন, সামনে তিনি লেন্দুপ দর্জি হওয়ার পথে আছেন। মিডিয়াগুলোর তাতে সায় আছে।
১০
178996
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাহলে টাঙ্গাইল জাইগা।
প্লেন ভাড়া ছাড়াই আমেরিকাতে পেীছে যাব। কি মজা!!
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
132033
পুস্পিতা লিখেছেন : হুমম... যেহেতু টাঙ্গাইল মানে আমেরিকা তাই এখন আর ভিসাও লাগবে না!
১১
178997
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
রসিক হাকিম লিখেছেন : এই আবাল গুলো দিয়ে কিভাবে ডিজিটাল করবে দেশ ??
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
132035
পুস্পিতা লিখেছেন : ডিজিটাল এর 'ডিজি' বাদ দিয়ে বাকি যা আছে তাই করবে।
১২
178998
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
বেআক্কেল লিখেছেন : আমাগো আইন শৃংখলা বাহিনীর পাছার দুটো টিয়ার একটিকে মাথা মনে কইরা চলতে হইব। উপরের মাথা ভারতের কালি দেবীর কাছে বলীর জন্য উৎসর্গ করিতে সদা প্রস্তুত থাকে। সুতরাং পাছা যদি মাথা হয় সমস্যাতো হবেই।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
132036
পুস্পিতা লিখেছেন : পাশের দেশের প্রেমে এমন দেউলিয়া হয়েছে যে কোন কিছুই আর তাদের মাথায় আসে না।
১৩
179007
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
সিটিজি৪বিডি লিখেছেন : আমেরিকাতে মনে হয় টাঙ্গাইল আছে..........বাআল সরকার আর কত জগন্য কাজ করবে? ওদের কি লজ্বাশরম ও নাই?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
132037
পুস্পিতা লিখেছেন : লজ্বা শেখ হাসিনার কখনো কি ছিল?
১৪
179021
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
ইবনে হাসেম লিখেছেন : কি বলবো, বলার কিছুই নাই, শুধু চেয়ে চেয়ে দেখছি বাল সরকারের নাটক, একটার পর একটা। আর আশ্চর্য্য হচ্ছি, বাংলার গনমানুষ যার ৭১ এ পাক আর্মির সাথে অসম যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করলো, তাদের উত্তরসূরীরা কি ভারতের ডাইল খেয়ে খেয়ে এখন ভারতকে কাপড় উল্টিয়ে সব কিছু দিয়ে দেবার জন্য এক পায়ে খাড়া হয়ে গেল????
কিযে করবো, কিছুই বুঝছিনা।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
132038
পুস্পিতা লিখেছেন : এত প্রকাশ্য নাটক আওয়ামী লীগ করে যাচ্ছে তারপরও মানুষ কেমন যেন ঘুমিয়ে আছে। পলাশী কি ফিরে আসছে?
১৫
179023
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বঙ্গবীর কাদের সিদ্দিকী ভালো বলতে পারবেন ,
সরজন্ত্রের শেষ কি নাই ?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
132039
পুস্পিতা লিখেছেন : বাংলাদেশ সিকিম না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র চলবে।
১৬
179074
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
শিকারিমন লিখেছেন : বুঝিনা মানুষগুলার কি হইলো। টাঙ্গাইল যদি আমেরিকাই হয়ে যায় ,! তাহলে ক্ষতি টা কোথায়।
আরে বাবা ভিসা ছাড়াই , বাসে , কিংবা হেটে টাঙ্গাইল আমেরিকা চলে যাব। কি খুশি !!!!
১৭
179079
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ক’দিন আগে কালিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভ্রমনকরলাম। টঙ্গি হয়েই গেছি । এখন মনে হচ্ছে টঙ্গি না গিয়ে টাঙ্গাইল গেলেই আমেরিকার ছোয়া পেতাম...।
১৮
179085
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
তারাচাঁদ লিখেছেন : আপনি আপনার শে্ষের লাইনগুলোতে যাদের দিকে ইংগিত দিয়েছেন, এই অপকর্ম তাদের ছাড়া আর কার হবে ? সেই 'আইটি বিশেষজ্ঞ' সপরিবারে আমেরিকাতেই থাকে ।
কী আশ্চর্য ! হাসিনা দর্জি এদেশেকে সিকিম না-বানিয়ে ছাড়বে না !
১৯
179103
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৭
সাইদ লিখেছেন : ৫ই নির্বাচনের পর ক্ষমতায় টিকে থাকতে হলে এইরকম নাটক জনগনকে আরোও দেখতে হবে.তারা নাটক বানাবে আর জনগণ চেয়ে চেয়ে দেখবে, উপভোগ করবে।তাতে কোনো পরিবর্তন হবে কি ?
২০
179121
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১০
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : সত্যি বলতে কি.........রেশমা নাটকটি আরো বেশি উপভোগ্য ছিলো । কারণ ওটা ছিলো সাসপেন্স । আল কায়েদা এতোটাই গতানুগতিক বিষয় যে, এটা গওহর রিজভীর মাথায় আসার কথা না । নিশ্চয়ই টাকু-টুকু-মখা লেভেলের কারো মস্তিষ্কপ্রসূত এটা ।
২১
179151
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৬
আহমদ মুসা লিখেছেন : আল কায়েদার হুমকি রটিয়ে কোন ফায়েদা হাসিল করতে চাচ্ছে এদেশের জনগন ঠিকই বুঝে ফেলেছে। সমস্যা হচ্ছে দেশের জনগণ শাস্তশিষ্ট। অপর দিকে ফায়েদা লুটপাকারীরা হচ্ছে দুনিয়ার সীমাহীন অজাবীন নিকৃষ্টতর আত্মমর্যাদাহীন। ল্যান্ডিয়ানদের গোলামীর দাসখত দিয়ে রেখেছ এসব গোলামগুলো।যদি শান্তশিষ্ট ও ঘুমন্ত জনতার দর্য্যের সীমা ছেড়ে যায় এবং ল্যান্ডিয়ানদের অতিবাড়াবাড়িতে ঘুম ভেঙ্গে তবে দিল্লীর মসনদশুদ্ধ ভেঙ্গে পড়ার উপক্রম হবে।
২২
179228
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৩
বৃত্তের বাইরে লিখেছেন : ‘তুমি কেমন করে গান করো হে গুণী/ আমি অবাক হয়ে কেবল শুনি? দেশের ভিতরে একটি দল নানা রকম তন্ত্র মন্ত্র দিয়ে দেশের মানুষকে কেবল বোকা বানায়, সংবিধানের দোহাই দিয়ে শোষণ করে, গুন্ডাদের দিয়ে ভয় দেখায়, আইন আদালতকে চাকর বাকর বানিয়ে রাখে—আমরা শুধু অবাক হয়ে দেখি আর শুনি। অন্য দলগুলো একসাথে হয়ে এসব অন্যায়, অপপ্রচার এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় কি হয়নি এখনও!!
২৩
179394
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
ভিশন২০২১ লিখেছেন : ভালো লাগলো
২৪
181244
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
সজল আহমেদ লিখেছেন : ভালোই লিখেছেন।
২৫
181250
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : আমেরিকা থেকে আপলোড হয়েছে বলে সরকারীভাবে স্বীকার করে নিয়ে বর্তমানে আওয়ামী লীগের লাঠিয়ালে পরিণত হওয়া র‍্যাব কথিত সেই আপলোডারকে আটক করে টাঙ্গাইল থেকে! তাহলে টাঙ্গাইল কি আমেরিকার কোন জেলা?! নাকি আমেরিকা টাঙ্গাইলের কোন উপজেলা?! পুলিশের সাথে থেকে গুলি করে ছাত্রলীগ আর অস্ত্র মামলায় আসামী করা হয় শিবিরকে- বিষয়টি যেন তেমনই! আপলোড হয় আমেরিকা থেকে আর গ্রেফতার হয় টাঙ্গাইল থেকে! আমাদের আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর মাথা যে এখন সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে তা যেন আবারও হাতেকলমে প্রকাশ হয়ে গেল। পাবনায় পাঠানো ছাড়া উপায় নেই দেখছি

২৬
182357
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২০
ভিশু লিখেছেন : ঘটনাটি সেই শত শত হেফাজতকর্মী-হত্যাযজ্ঞ থেকে মানুষের চোখ ফেরানোর জন্য অপক্ক রেশমা-নাটিকার মতোই - যিনি ১৬ দিন বিল্ডিং-চাপা থাকা অবস্থায় নেইলকার্টার দিয়ে দিব্বি নখও কাটতে পেরেছিলেন! Surprised এখানে অবশ্য মূলমন্ত্র হলো: সন্ত্রাসী দেশ হয়ে সবদেশের ভিসা বন্ধ হয়ে যাক, কিন্তু ক্ষমতায় তো থাকা যাবে! এরই নাম ২০১৪ সালের দখলদার-হানাদার আওয়ামী বাহিনী!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File