জ্বর শেষে শরীর দুর্বল হয় কেন?

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৭ অক্টোবর, ২০১৫, ০৯:১৪:২০ সকাল

জ্বর হয়েছে কিন্তু এন্টপাইরেটিক (প্যারাসিটামল) বা এনালজেসিক (পেইনকিলার) খান নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা কখনো ভেবেছি কি? জ্বরে তাপমাত্রা বেড়ে গেলে শরীর থেকে পানি ইভাপোরেশনের মাধ্যমে বের হয়ে যায়? শরীরে এর ফলে ডিহাইড্রেশন (পানিস্বল্পতা) হয়। এজন্য কিডনি কম রক্ত পায় এবং কিডনির কাজে ব্যাঘাত ঘটে। আবার এর সংগে এনালজেসিক খেলে শরীরে প্রোস্টা গ্লান্ডিন তৈরী বন্ধ হয়ে যায় যেগুলো কিডনীর ভালোর জন্য কাজ করে! এরফলে কিডনি উভয় সংকটে পড়ে যায়। আমরা হারিয়ে ফেলি কিডনির অনেক মূল্যবান নেফ্রন (কিডনির কার্যকরী একক) । মনে রাখবেন কিডনীর নেফ্রন একবার নষ্ট হলে আর ফিরে পাওয়া যায় না। যখন ৭০ পার্সেন্ট বা তারও বেশী নষ্ট হয় তখন রেনাল ফেইলিউর ডিভলপ করে এবং ডায়ালাইসিস প্রয়োজন হয়। এমনিতেই স্বাভাবিক ভাবেই ৫০ বছরের পর প্রত্যেক ১০ বছরে ১০ পার্সেন্ট করে নেফ্রন নষ্ট হয়। আমরা প্রত্যেকবার জ্বরেও কি নেফ্রন হারিয়ে কিডনিককে আরো বিপদে ঠেলে দিচ্ছি না? বেচারার ও তো জীবন তাই একসময় বিকল হয়ে আপনার উপর ও প্রতিশোধ নেয় তাহলে আমাদের করণীয় কি?

জ্বর আসলে পর্যাপ্ত পানি বা খাবার স্যালাইন খাওয়া। তাহলে দেখবেন জ্বরের পরে ডিহাইড্রেশন জনিত দুর্বলতা আপনাকে অতটা কাবু করতে পারে নি আর কিডনি তো মনের আনন্দে হাসবে।

(এই সিরিজ লেখা শুরু করলাম মানুষের সচেতনতার জন্য মেডিকেলীয় রেফারেন্সের জন্য নয়। কিডনি ও পানিস্বল্পতা প্রথম কিস্তি)

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345984
১৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। আপনার সিরিজ লেখা থেকে নতুন পেয়ে উকৃত হলাম। নিয়মিত লিখতে থাকুন। সাথেই আছি।
345993
১৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু জ্বর আসলে পানি খেতেই বেশি কস্ট হয়।
346006
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বেশ উপকারী পোস্ট অনেক ধন্যবাদ ভাইয়া।
346104
১৮ অক্টোবর ২০১৫ রাত ০২:৪২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

এখানে দেখেছি স্বর হলে ডাক্তার প্রচুর পানি- জুস- লিকুইড পান করতে বলে। জোর করে খাবার খাওয়াতে এবং গুরু পাচক খবার না খাওয়ার জন্য বলেন।

সহজ পাচ্য -লিকুইড খবার খাওয়ার পরামর্শ দেন ।

শুকরিয়া আপনাকে। নিয়মিত লিখবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File