ওড়না সমাচার + কোয়াড্রিপ্লেজিয়া

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৫ আগস্ট, ২০১৫, ০৭:৩৩:২৭ সন্ধ্যা

কাল রাতে দুইটা রোগী এসেছে নাক কান গলা বিভাগে। একটা ফাঁসিতে ঝুলে আর একটা ওড়না রোগী! ভাবছেন এটা আবার কোন রোগ?

গলার ওড়না অটো বা রিক্সার চাকায় পেঁচিয়ে এই রোগের জন্ম। আশা করি বুঝেছেন। মেয়েটার গলার চামড়া ভয়ংকরভাবে ছিলে গেছে। মেয়েটা কথা বলছে। ২০ থেকে ২১ বছরের মত বয়স। অপরদিকে ফাঁসিতে ঝোলা রোগীটা অচেতন ঘড়ঘড় শব্দ করতেছে।

হয়ত ভাবছেন যাক মেয়েটা বেঁচে গেছে কথা বলছে মানে মোটামুটি ভালো আছে। অথচ দুইইজনের মধ্যে মেয়েটারই পরিনতিই খারাপ। কারন কোয়াড্রিপ্লেজিয়া। মেয়েটা হাত পা কিছুই নাড়াতে পারছে না হাত পায়ে চিমটি দিলেও বুঝতে পারছে না। এর একটা কারন হতে পারে গলার ভার্টিব্রা ভেংগে গেছে এবং এর ফলে স্পাইনাল কর্ড কমপ্লিট সেকশন হয়ে গেছে।

ব্রেন এবং দেহের অন্য অংশে সংযোগ বিচ্ছিন্ন। মস্তিষ্কের কোন কমান্ড দেহের অন্য অংশে সরবরাহ হচ্ছে না। হাত পা নাড়ানোর মত সহজ কাজটাই ওর কাছে অসম্ভব। চোখ বন্ধ করে ভাবুন তো ৫০ মণ ওজনের একটা ট্রাক কিংবা ট্রেন উঠানোর কথা মেয়েটার একটা হাতও এখন তার কাছে ৫০ মণ ওজনের ট্রেন এর মতই।

প্রাণোচ্ছল মেয়েটা তাই আজ শুয়ে আছে অসার হয়ে। যে গলায় ওড়না পেঁচাত সেই গলা পর্যন্তই তার ক্ষমতা। যে কোন সময় শ্বাসকষ্ট শুরু হতে পারে। ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই ও যে গলার লেভেল থেকেই হয়।

ফাঁসিতে ঝোলা যে রুগীটার কাছে পৃথিবীর আলো বাতাস দুঃসহ হয়ে উঠেছিল সে আবার ফুসফুস ভরে পৃথিবীর বাতাস টেনে নিবে আর যে চেয়েছিল পৃথিবীর মুক্ত বাতাসে আর কিছুদিন পরিভ্রমন করবে সে হারিয়ে যাবে নীরবে। মেনে নেয়াটা কঠিন কিন্তু এটাই বাস্তবতা। ফাঁসিতে ঝোলা রোগীটাও অর্ধরাত্রিতে চোখ খুলল আর ওড়না রোগীটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। অপারেশন করে হয়তবা রিপেয়ার করা যাবে তবুও ড্যামেজড নার্ভের ফলে আংশিক পংগুত্ব বরণ করে এমন রোগীদের অনেকেই।

এ সমস্যাগুলো বেশী হয় যারা বুকের ওড়না গলায় পেঁচায় এদের ওড়নার প্রান্ত ঝুলে থাকে বেশী। যারা বুক ঢেকে রাখে তাদের ওড়না সাধারনত এত ঝোলার সুযোগ পায় না।

এ ধরনের রোগী খুবই কমন। মেয়েগুলোর দিকে তাকালেই বোঝা যায় কি অব্যক্ত যন্ত্রনা ভোগ করছে তারা ওড়নার ব্যাপারে অসচেতন হয়ে। লম্বা স্কার্ফ সুন্দরভাবেই এর বিকল্প হতে পারে সম্ভবত।

ছোট যানবাহনে চড়ার আগে ওড়নার ব্যাপারে সামান্য অসচেতনতাই তাই আপনার জীবনে বয়ে আনতে পারে এমন দুরাবস্থা যার ঘানি আপনাকে টানতে হবে আজীবন। সুতরাং সাবধান।

বিষয়: বিবিধ

১৬১৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337853
২৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
বাকপ্রবাস লিখেছেন : লিখাটা ডাবল হয়ে গেছে একটা অংশ মুছে দিতে হবে, আর কি বলব, এমন পোষ্ট পড়ে সচেতন হওয়া ছাড়া আর কিছু হয়তো বলার থাকেনা
337855
২৫ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
337856
২৫ আগস্ট ২০১৫ রাত ০৯:১৭
রক্তলাল লিখেছেন : বাংলাদেশে রিকশায় চড়া বেশ ঝুকিপূর্ণ।

এ' ব্যাপারে সচেতনতা গড়ে তোলা উচিৎ।

সুন্দর টপিক।

২৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫২
279486
অপি বাইদান লিখেছেন : ছাগল কোথাকার! ওড়না না পরলে কি হয়?
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
279512
রক্তলাল লিখেছেন : @অপিঃ কোনো কাপড় না পড়লেইবা কি হয়।

আমি ত আর গরু গাধারে বলিনাই কাপড় পরতে। ওদের কিছু পরতে হয়না। যেমন তুই। তোর কিছুই পরার দরকার নাই।

-----

আর আমার প্রেমে এত বিভোর যে খেয়ালও করেনাই আমি কি পরতে হবে তা বলিনি। বলেছি সচেতন হতে।

২৭ আগস্ট ২০১৫ রাত ০১:৫৭
279554
অপি বাইদান লিখেছেন : কালা কাপরে চোখ/মুখ ঢেকা রাখা, গলায় ১২ হাত লন্বা তেনা পেচিয়ে রাখা...... এসব পিছলামী লেবাস আবার পোশাক হলো কবে? মেয়েরা কি বিবি আয়শার মত উটের পিঠে ভ্রমন করে নাকি, ছাগল?
337857
২৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সামনাসামনি এই ধরনের দুর্ঘটনা দেখার অভিজ্ঞতা হয়েছে। নিজের হাতের নার্ভ কেটে যাওয়ার দুঃসহ অভিজ্ঞতা থেকে এই অবস্থায় কি হয় জানি। যার সারা শরির ই বিচ্ছিন্ন তার কথা চিন্তা করতেই পারছিনা।
337866
২৫ আগস্ট ২০১৫ রাত ১০:৩৯
নাবিক লিখেছেন : মেয়েরা কবে বুঝবে
337868
২৫ আগস্ট ২০১৫ রাত ১০:৫৪
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : তাদের বুঝযে কবে হবে
337871
২৫ আগস্ট ২০১৫ রাত ১১:২২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কি করবেন ভাই? এখন মেয়েরা মানুষের এটেনশন বাড়ানোর জন্য ওড়ানা গলায় ঝুলিয়ে রাখে।
337872
২৬ আগস্ট ২০১৫ রাত ১২:১৬
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ
337911
২৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৩
অপি বাইদান লিখেছেন : দুঃখজনক। ওড়না না পরলেই তো হয়।
১০
338011
২৭ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৬
রক্তলাল লিখেছেন : @অপি ভাই-দানঃ কাপড় চোপড় না পরলেইত হয়। তোরে কেউ কইছে কিছু?
তুই আর তোর জাতভাই গরু ছাগলদের কাপড় পরার কোনই প্রয়োজন নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File