ওড়না সমাচার + কোয়াড্রিপ্লেজিয়া
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৫ আগস্ট, ২০১৫, ০৭:৩৩:২৭ সন্ধ্যা
কাল রাতে দুইটা রোগী এসেছে নাক কান গলা বিভাগে। একটা ফাঁসিতে ঝুলে আর একটা ওড়না রোগী! ভাবছেন এটা আবার কোন রোগ?
গলার ওড়না অটো বা রিক্সার চাকায় পেঁচিয়ে এই রোগের জন্ম। আশা করি বুঝেছেন। মেয়েটার গলার চামড়া ভয়ংকরভাবে ছিলে গেছে। মেয়েটা কথা বলছে। ২০ থেকে ২১ বছরের মত বয়স। অপরদিকে ফাঁসিতে ঝোলা রোগীটা অচেতন ঘড়ঘড় শব্দ করতেছে।
হয়ত ভাবছেন যাক মেয়েটা বেঁচে গেছে কথা বলছে মানে মোটামুটি ভালো আছে। অথচ দুইইজনের মধ্যে মেয়েটারই পরিনতিই খারাপ। কারন কোয়াড্রিপ্লেজিয়া। মেয়েটা হাত পা কিছুই নাড়াতে পারছে না হাত পায়ে চিমটি দিলেও বুঝতে পারছে না। এর একটা কারন হতে পারে গলার ভার্টিব্রা ভেংগে গেছে এবং এর ফলে স্পাইনাল কর্ড কমপ্লিট সেকশন হয়ে গেছে।
ব্রেন এবং দেহের অন্য অংশে সংযোগ বিচ্ছিন্ন। মস্তিষ্কের কোন কমান্ড দেহের অন্য অংশে সরবরাহ হচ্ছে না। হাত পা নাড়ানোর মত সহজ কাজটাই ওর কাছে অসম্ভব। চোখ বন্ধ করে ভাবুন তো ৫০ মণ ওজনের একটা ট্রাক কিংবা ট্রেন উঠানোর কথা মেয়েটার একটা হাতও এখন তার কাছে ৫০ মণ ওজনের ট্রেন এর মতই।
প্রাণোচ্ছল মেয়েটা তাই আজ শুয়ে আছে অসার হয়ে। যে গলায় ওড়না পেঁচাত সেই গলা পর্যন্তই তার ক্ষমতা। যে কোন সময় শ্বাসকষ্ট শুরু হতে পারে। ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই ও যে গলার লেভেল থেকেই হয়।
ফাঁসিতে ঝোলা যে রুগীটার কাছে পৃথিবীর আলো বাতাস দুঃসহ হয়ে উঠেছিল সে আবার ফুসফুস ভরে পৃথিবীর বাতাস টেনে নিবে আর যে চেয়েছিল পৃথিবীর মুক্ত বাতাসে আর কিছুদিন পরিভ্রমন করবে সে হারিয়ে যাবে নীরবে। মেনে নেয়াটা কঠিন কিন্তু এটাই বাস্তবতা। ফাঁসিতে ঝোলা রোগীটাও অর্ধরাত্রিতে চোখ খুলল আর ওড়না রোগীটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। অপারেশন করে হয়তবা রিপেয়ার করা যাবে তবুও ড্যামেজড নার্ভের ফলে আংশিক পংগুত্ব বরণ করে এমন রোগীদের অনেকেই।
এ সমস্যাগুলো বেশী হয় যারা বুকের ওড়না গলায় পেঁচায় এদের ওড়নার প্রান্ত ঝুলে থাকে বেশী। যারা বুক ঢেকে রাখে তাদের ওড়না সাধারনত এত ঝোলার সুযোগ পায় না।
এ ধরনের রোগী খুবই কমন। মেয়েগুলোর দিকে তাকালেই বোঝা যায় কি অব্যক্ত যন্ত্রনা ভোগ করছে তারা ওড়নার ব্যাপারে অসচেতন হয়ে। লম্বা স্কার্ফ সুন্দরভাবেই এর বিকল্প হতে পারে সম্ভবত।
ছোট যানবাহনে চড়ার আগে ওড়নার ব্যাপারে সামান্য অসচেতনতাই তাই আপনার জীবনে বয়ে আনতে পারে এমন দুরাবস্থা যার ঘানি আপনাকে টানতে হবে আজীবন। সুতরাং সাবধান।
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ' ব্যাপারে সচেতনতা গড়ে তোলা উচিৎ।
সুন্দর টপিক।
আমি ত আর গরু গাধারে বলিনাই কাপড় পরতে। ওদের কিছু পরতে হয়না। যেমন তুই। তোর কিছুই পরার দরকার নাই।
-----
আর আমার প্রেমে এত বিভোর যে খেয়ালও করেনাই আমি কি পরতে হবে তা বলিনি। বলেছি সচেতন হতে।
তুই আর তোর জাতভাই গরু ছাগলদের কাপড় পরার কোনই প্রয়োজন নাই।
মন্তব্য করতে লগইন করুন