ঘাতকের এপিটাফ!

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০৫ জুলাই, ২০১৪, ০৩:৩২:৩৪ দুপুর

অযাচিত কান্নার নীরব বর্ষন

কিংবা বর্ষাধারার বিমুগ্ধ কদম

কখনো কষ্টের উত্তপ্ত অগ্নেয়গিরি

অথবা হাড় কাপানো শীতের মাঘ

সবই নিরব

শুধু থমকে আছে মায়ের আর্তনাদ।

এই তো সেদিন

বুকের জমিনকে রক্তাক্ত করেছিল

লাল সবুজের প্রতিটি বুলেট

কিংবা খাঁকি পোষাকের প্রহরীদের

গগনবিদারী হুইসেল।

আমি এখনো বেঁচে আছি

একাত্তরে মরিনি

নব্বইয়ে বেঁচে ছিলাম

বারোর পরেও করেছি উল্লাস

আমি ঘাতক

মহাপ্রতারক

আমি রক্তাক্ত বুলেট

কিংবা স্টেনগান হাতে দাঁড়ানো

আঠারোর কোন যুবক।

মায়ের মমতার হাত পরেনি যার পিঠে

তাই সইতে পারে তার ক্রন্দনধ্বনি

সে পায়নি বোনের আদর

তাই ধর্ষন করে সাতক্ষিরা তে

লক্ষ্মীপুরে

কিংবা জন্মের স্বাক্ষি ৭১ এর রাজপথে ।

চিনতে পারো আমায়?

আমি মিশে আছি তোমারি

রক্ত বীর্য ঘামে

জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ

যাই হওনা কেন

যারা বেঁচাকেনা হয় টাকার দামে

কিংবা চাকরী হারানোর ভয়ে

আমি

আমিই

একাত্তরের রাজাকার

নব্বইয়ের স্বৈরাচার

বারোর উন্মাদ ঘাতক।

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241959
০৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:২১
শিশির ভেজা ভোর লিখেছেন : জ্বালাময়ী কাব্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File