লাল আর নীলের পার্থক্য সাথে লাল সালাম !

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৭:২২ দুপুর

মানুষের রক্তের রংও আজ কারো কারো পরিবর্তন হয়ে গেছে সেই সাথে বিকৃত হয়েছে কিছু মানুষের বিবেক , লেজুড়বৃত্তিতে সঁপে দিয়েছে নিজের মস্তিষ্ক ! ন্যায় অন্যায় বোধ আজ পরাজিত প্রতিহিংসার কাছে ! কোন ব্যক্তি পরকীয়ায় মারা গেলেও তার অভিজাত লাল রক্তের কারনে সে শহীদ . . . তার নামে ক্রোড়পত্র আসে পত্রিকায় হাঁপুস নয়নে কাঁদে বিশ্ব মানবতা !

আর পরপর ৩ দিনে যে ১১ জনকে তারা কুকুরের মত গুলি করে দিন দুপুরে রাস্তায় রক্তের বন্যায় ভাসিয়ে দিল তাদের রক্তের রং বড়ই করুন দুঃখের ভারে নীল তাই তাদের মৃত্যুতে কাঁদেনা বিশ্বমানবতা তাদের জন্য ক্রোড়পত্র প্রকাশ করে না আমাদের বিবেকহীন মিডিয়াগুলো ! লালে আর নীলে কতই না তফাত ! বৈষম্যে ভরপুর এই পৃথিবীকে তাই লাল সালাম !

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File