বোধোদয়

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১১ জুন, ২০১৪, ০৪:৩৭:১০ বিকাল

আমার খুব প্রিয় একজন স্যার ।অনেকের প্রিয় তাই নাম বলছি না। বলেছিল যেদিন বিস্ফারণ উন্মুখ কোন পারমাণবিক বোমা আল্লাহ থামিয়ে দিতে পারবেন সেদিন আমি আস্তিক হব আর যেদিন বিজ্ঞানীরা মৃত্যুকে জয় করতে পারবে সেদিন নাস্তিক হব।

স্যারের কথায় খুব কষ্ট পেয়েছিলাম সেদিন কেন জানি না সত্য মিথ্যাকে যুক্তি দিয়ে যাচাই করার চিন্তা করার বয়সও তখন হয়নি।

গতকাল এক কারনে স্যারের বাড়িতে যেতে হল দীর্ঘদিন পর। স্যারের প্রথম কথাই ছিল তুমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছ বলোত ছেলেকে কোন মাদ্রাসায় দেয়ে যায়। আমি হাঁ হয়ে আছি। স্যারের ড্রেসিং টেবিলে সদ্য রাখা এলোমেলো কাপড়ের টুপি।

কি যে আনন্দ হচ্ছিল! স্যার অবশেষে বুঝতে পেরেছে স্রষ্টা আমাদের মুখাপেক্ষী নয় আমরা সবাই নাস্তিক হলেও তার কিছু যায় আসে না। আর পৃথিবীর দিকে একবার চোখ খুলে তাকালেই যারর বিশালত্ব বোঝা যায় পারমাণবিক বোমা আটকিয়ে বোঝানোর দায় অবশ্যই তার নাই।

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233785
১১ জুন ২০১৪ বিকাল ০৫:২০
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ
233988
১২ জুন ২০১৪ রাত ১২:১১
স্বপন১ লিখেছেন : মাদ্রাসাতে না দিয়ে শিবিরের পাঠশালাতে ঢুকিয়ে দিতে বলেন।
234003
১২ জুন ২০১৪ রাত ০১:৩৩
মাটিরলাঠি লিখেছেন : কি ভাবে আল্লাহ তাকে ফিরালেন, জানার কৌতূহল থাকলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File