নারী তুমি কি?
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০৩ জুন, ২০১৪, ০৬:৫৪:০৮ সন্ধ্যা
স্যার ওরা আমার বোনকে এসিড মারছে স্যার একটু আসেন।
দ্রুত দৌড় দিলাম।
পিঠে বিশাল ব্যান্ডেজ দ্রুত খুললাম।
একি?
যত গর্জে তিত বর্ষে না প্রবাদ আমার সামনে উপস্থিত। এত বড় ব্যান্ডেজের ভিতরে ছোট চারটি ফোটা। তাও এসিড নয় বোঝাই যাচ্ছে সর্বোচ্চ জ্বলন্ত ম্যাচকাঠির মাথা দিয়ে চেপে ধরা দাগ।
বললাম এরকম হয়েছে কবে?
স্যার পরশু দিন। সদর হাসপাতালে ছিল আজ ছেড়ে দিছে। ভালো চিকিৎসার জন্য এখানে এলাম। স্যার এটা কিন্তু এসিড।
বললাম এ তো এসিড না।
কান্না কান্না ভাব নিয়ে ছেলেটা বলল স্যার একটা এসিড মারার সার্টিফিকেট দেন না স্যার।
কি করবেন?
মামলা করুম। বোনটাকে প্রতিদিন ধরে মারে।
মনটা খারাপ হয়ে গেল। হয়তোবা মিথ্যা এসিডের সার্টিফিকেট নিতে নিষ্ঠুর স্বামীর অত্যাচারের পাশাপাশি জ্বলন্ত কাঠির ছ্যাঁকা দিছে মেয়েটার ভাইয়েরাই অথবা সেই স্বামীটাও হতে পারে।
নারী তুমি কি শুধুই ভুক্তভোগী?
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারী নির্যাতন মামলা নামে যেগুলো আসে তার ৯০%ই এরকম ।
নারী নির্যাতন মামলায় এক তরফা নারীর পক্ষে রায় হয় ।
মন্তব্য করতে লগইন করুন