নারী তুমি কি?

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০৩ জুন, ২০১৪, ০৬:৫৪:০৮ সন্ধ্যা

স্যার ওরা আমার বোনকে এসিড মারছে স্যার একটু আসেন।

দ্রুত দৌড় দিলাম।

পিঠে বিশাল ব্যান্ডেজ দ্রুত খুললাম।

একি?

যত গর্জে তিত বর্ষে না প্রবাদ আমার সামনে উপস্থিত। এত বড় ব্যান্ডেজের ভিতরে ছোট চারটি ফোটা। তাও এসিড নয় বোঝাই যাচ্ছে সর্বোচ্চ জ্বলন্ত ম্যাচকাঠির মাথা দিয়ে চেপে ধরা দাগ।

বললাম এরকম হয়েছে কবে?

স্যার পরশু দিন। সদর হাসপাতালে ছিল আজ ছেড়ে দিছে। ভালো চিকিৎসার জন্য এখানে এলাম। স্যার এটা কিন্তু এসিড।

বললাম এ তো এসিড না।

কান্না কান্না ভাব নিয়ে ছেলেটা বলল স্যার একটা এসিড মারার সার্টিফিকেট দেন না স্যার।

কি করবেন?

মামলা করুম। বোনটাকে প্রতিদিন ধরে মারে।

মনটা খারাপ হয়ে গেল। হয়তোবা মিথ্যা এসিডের সার্টিফিকেট নিতে নিষ্ঠুর স্বামীর অত্যাচারের পাশাপাশি জ্বলন্ত কাঠির ছ্যাঁকা দিছে মেয়েটার ভাইয়েরাই অথবা সেই স্বামীটাও হতে পারে।

নারী তুমি কি শুধুই ভুক্তভোগী?

বিষয়: বিবিধ

১৫৮৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230151
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
পুস্পিতা লিখেছেন : আপনার কি মনে হয়?
০৩ জুন ২০১৪ রাত ১১:৫৮
176983
ডাঃ নোমান লিখেছেন : ঘটনা যেই ঘটাক না কেন যাই হোক না কেন নারীটা যে নির্যাতিত এটা নিশ্চিত আপু।
230178
০৩ জুন ২০১৪ রাত ০৮:১২
ভিশু লিখেছেন : চরম ধোঁকাবাজি নেতৃত্বের এই পোড়া দেশে কি আর অসম্ভব?!
০৩ জুন ২০১৪ রাত ১১:৫৯
176984
ডাঃ নোমান লিখেছেন : সবই সম্ভব।
230182
০৩ জুন ২০১৪ রাত ০৮:১৬
হতভাগা লিখেছেন : ' নারীদের ছলনা ভয়ংকর '' - সূরা ইউসুফ

নারী নির্যাতন মামলা নামে যেগুলো আসে তার ৯০%ই এরকম ।

নারী নির্যাতন মামলায় এক তরফা নারীর পক্ষে রায় হয় ।
০৩ জুন ২০১৪ রাত ১১:৫৯
176985
ডাঃ নোমান লিখেছেন : হুম তাও ঠিক।
০৪ জুন ২০১৪ রাত ১২:০১
176986
ডাঃ নোমান লিখেছেন : আবার ৯০% মেয়ে নির্যাতিত হয়েও মামলা করে না এটাও ঠিক।
230199
০৩ জুন ২০১৪ রাত ০৮:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৪ জুন ২০১৪ রাত ১২:০১
176987
ডাঃ নোমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
230220
০৩ জুন ২০১৪ রাত ০৯:৪৮
তরিকুল হাসান লিখেছেন : নারী তুমি কি শুধুই ভুক্তভোগী?
০৪ জুন ২০১৪ রাত ১২:০৬
176989
ডাঃ নোমান লিখেছেন : হুম ভাই
230365
০৪ জুন ২০১৪ সকাল ১০:৩৬
নূর আল আমিন লিখেছেন : নারী ভুক্তভোগী নয় শরিয়াহ আইন থাকলে সব ঠিক হয়ে যেতো
০৪ জুন ২০১৪ দুপুর ০১:২২
177137
ডাঃ নোমান লিখেছেন : এখন ঠিক নাই ।
230448
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৫৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : নারীরা ভুল করে বেশী । কষ্টও পায় ।
০৪ জুন ২০১৪ দুপুর ০১:২৩
177139
ডাঃ নোমান লিখেছেন : ভুল না করে যারা কষ্ট পায় তাদের জন্য মায়া লাগে ।
230558
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৫১
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File