জীবনে প্রথম সংগ্রাম!

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০৬ মে, ২০১৪, ০৬:৪৬:০১ সন্ধ্যা

আমাদের পাশের বাড়ির চাচা সুফি টাইপের মানুষ। বাসায় তিন চারটি পত্রিকা রাখেন। বাড়িতে থাকলে তার বাড়িতে পত্রিকা পড়া রোজকার রুটিন। চাচার বেশ বয়স গল্প করার লোক পায় না তাই আমার সংগ উপভোগ করেন । উনি জামায়াত ঘেঁষা লোক তাই বোধ হয় অন্য পত্রিকাগুলোর সাথে এক কপি সংগ্রাম ও রাখেন। বাংলাদেশে যতগুলো সংবাদপত্র আছে তারমধ্যে সবচেয়ে পঁচা লাগে দৈনিক সংগ্রামকে। আন্তর্জাতিক খবরের প্রতি আমার আগ্রহ খুব বেশী। আন্তর্জাতিক যে খবরগুলো গতকালের পত্রিকাগুলোতে ছাপা হয়েছিল তা আজকের সংগ্রামে পাওয়া যায়! তাই কোনদিন ভিতরে পড়া হয় নি। আর কাগজের মান তো আমাদের রংপুরের বাহের সংবাদ টাইপ দুই টাকার পত্রিকার চেয়েও খারাপ। তাই সংগ্রাম বাদ দিয়ে বাকি পত্রিকা গুলো পড়া হয়। কাজের তাড়া আছে তাই পত্রিকা গুলোতে চোখ বুলিয়ে উঠতে যাব হঠাৎ সংগ্রামের হেড লাইনে চোখ আটকে গেল। RAB এর সম্পৃক্ততা খতিয়ে দেখবে RAB এরই তদন্ত কমিটি ? যেটা প্রথম সারির দৈনিকগুলোর হেডলাইনে আশা করেছিলাম। পড়লাম। ধন্যবাদ আসাদ সাহেবকে। দ্বিতীয়বার ধন্যবাদ। তাকে প্রথম ধন্যবাদ দিয়েছিলাম অপারেশন তেল আবিব পড়ে আমার প্রিয় দুই থ্রিলার সিরিজের একটি সাইমুমের আমার পড়া প্রথম বই।

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218225
০৬ মে ২০১৪ রাত ০৮:০৪
ফেরারী মন লিখেছেন : আপনি আসলে বোঝাতে চাইছেন কি সেটাই বুঝলাম না।
০৬ মে ২০১৪ রাত ১০:৫৬
166374
ডাঃ নোমান লিখেছেন : তৃতীয় সারির পত্রিকা যে নিউজ দেওয়ার সাহস রাখে প্রথম সারির পত্রিকা গুলোর তাও নাই।
218227
০৬ মে ২০১৪ রাত ০৮:০৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সংগ্রামকে আমি কোনো পত্রিকার ভিতরই ফেলি না।
০৬ মে ২০১৪ রাত ১০:৫৭
166375
ডাঃ নোমান লিখেছেন : আমিও
218232
০৬ মে ২০১৪ রাত ০৮:১৯
ছিঁচকে চোর লিখেছেন : তার মানে সংগ্রাম যে আসলেই সংগ্রামী পত্রিকা সেটাই বুঝাতে চাইছেন তো ডাক্তার সাব?
০৬ মে ২০১৪ রাত ১১:০১
166380
ডাঃ নোমান লিখেছেন : না তা না প্রথম কমেন্টে বলেছি।
০৬ মে ২০১৪ রাত ১১:০১
166381
ডাঃ নোমান লিখেছেন : না তা না প্রথম কমেন্টে বলেছি।
218543
০৭ মে ২০১৪ দুপুর ০৩:১২
০৭ মে ২০১৪ বিকাল ০৪:১৪
166566
ডাঃ নোমান লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File